M.P. Suggestion 2022
পথের দাবী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও।
১.“ বুড়োমানুষের কথাটা শুনো । ” —– বুড়োমানুষের কোন্ কথা শুনতে বলা হয়েছে ? (২০২০)
উঃ বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্র কে গাঁজা খেতে নিষেধ করেছিলেন।
২.ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল ? (২০১৯)
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ পথের দাবী ‘ উপন্যাসের পাঠ্যাংশে ট্রেনে করে ভামো যাত্রার সময় অপূর্ব’র সঙ্গী ছিল এক আর্দালি এবং তার অফিসের এক হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা।
৩.“ তবে এ বস্তুটি পকেটে কেন ? ” — কোন্ ‘ বস্তুটি ’ পকেটে ছিল ? (২০১৮)
উত্তরঃ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ পথের দাবী ’ রচনাংশ অনুসারে খানাতল্লাশি সময়ে গিরীশ মহাপাত্রের রামধনুর রং এর জামার পকেটে একটি গাঁজার কল্কে ছিলো।
৪.”ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল । ” – ‘ভ্রম’-টি কী ? (২০১৭)
উত্তরঃ ভামো যাত্রা সময় অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রী ছিল । সে মনে মনে ভেবেছিল প্রথম শ্রেণির যাত্রী হওয়ায় রাতে কেউ তার ঘুমে ব্যাঘাত ঘটাবে না । কিন্তু কয়েকটা স্টেশন পরে পুলিশ তিনবার তাকে জিজ্ঞাসাবাদ করায় তার এই ভাবনা ভুল প্রমাণ করে ।
৫.’দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কী আছে।’- ট্যাঁকে এবং পকেট এ কী কী ছিল ? (Board Test Paper 2022)
উঃ পথের দাবী ‘ রচনায় গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটা টাকা আর গণ্ডা – ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস , মাপ করবার কাঠের একটা ফুটরুল , কয়েকটা বিড়ি , একটা দেশলাই ও একটা গাঁজার কলকে পাওয়া গিয়েছিল ।
৬.”ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করিল।’- ভ্রমটি কী ? (Board Test Paper 2022)
উঃ ট্রেনে প্রথম শ্রেণির যাত্রীদের রাত্রে বিরক্ত করা হয় না বলেই অপূর্ব জানত । কিন্তু বার বার তাকে ঘুম ভাঙানোতে তার এই ধারণা ভুল বলেই অপূর্ব অনুভব করে ।
৭.’কেবল আশ্চর্য’- কোন বিষয়টি আশ্চর্যের ? (Board Test Paper 2022)
উঃ গিরীশ মহাপাত্রের অদ্ভুত সাজসজ্জা ও রোগা চেহারার চোখের ভাষা পুলিশ কর্মচারীরা পড়তে পারেনি। তাই অত্যন্ত গভীর জলাশয়ের মতো দৃষ্টিকে লেখক আশ্চর্য বলেছেন।
৮.’তবে এ বস্তুটি পকেটে কেন ?’-কোন্ বস্তুটি পকেটে ছিল ? (Board Test Paper 2022)
উঃ পথের দাবী রচনা অংশে অনুসারে এখানে এ বস্তুটি বলতে গিরীশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কল্কের কথা নিমাইবাবু বলেছেন।
৯.পোলিটিক্যাল সাসপেক্ট বলতে কী বোঝো ? (Board Test Paper 2022)
উঃ পোলিটিক্যাল কথার অর্থ রাজনৈতিক এবং সাসপেক্ট কথার অর্থ সন্দেহভাজন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে এখানে পোলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে।
১০.’কই এ ঘটনা তো আমাকে বলেন নি’- এখানে কোন ঘটনার কথা বক্তা বলতে চেয়েছেন ? (Board Test Paper 2022)
উঃ কয়েকজন ফিরিঙ্গি যুবক অপূর্বকে বিনা দোষে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলে, অপূর্ব স্টেশন মাস্টারকে অভিযোগ জানায়। স্টেশনমাস্টার অভিযোগ না শুনে তাকে তাড়িয়ে দেয়।
১১.’সে যে বর্মা এসেছে এর খবর সত্য।’- সে বলতে কার কথা বলা হয়েছে ? (Board Test Paper 2022)
উঃ ‘সে’ বলতে রাজদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিক এর কথা বলা হয়েছে।
১২.অপূর্ব ট্রেনের কোন শ্রেণির যাত্রী ছিলেন ? (Board Test Paper 2022)
উঃ অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণির যাত্রী ছিল ছিল।
১৩.’তেওয়ারী কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল ?(Board Test Paper 2022)
উঃ তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল।
১৪.’বড়োবাবু হাসিতে লাগিলেন।’- বড়োবাবুর হাসার কারণ উল্লেখ করো। (Board Test Paper 2022)
উঃ জগদীশবাবু যখন বললেন গিরীশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেছে , তখন বড়োবাবু এই কথা শুনে হাসতে লাগলেন ।
১৫.’ইত্যবসরে এই ব্যাপার’ —কোন ব্যাপারের কথা বলা হয়েছে ? (Board Test Paper 2022)
উঃ অপূর্ব অফিসে ছিল এবং তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল, তাই বাড়ি ফাঁকা। আর এইসময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায় । উদ্ধৃতাংশে এই চুরির ব্যাপারটির কথাই বলা হয়েছে ।
১৬.ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল ? (Board Test Paper 2022)
উঃ ভাব নগর এর উদ্দেশ্যে ট্রেন যাত্রায় অপূর্বর সঙ্গে ছিল একজন আর্দালি বা পিয়ন এবং অফিসের একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ পেয়াদা।
১৭.’বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে।’- এখানে কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে ? (Board Test Paper 2022)
উঃ ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিক কে নিজের আত্মীয় স্থানীয় নিমাইবাবু থেকে বেশি আপন মনে করে অপূর্ব। তাই রামদাস ভেবেছিল অপূর্ব ইংরেজদের রোষের মুখে পড়তে পারে এবং তাতেই দুঃখ আছে বলে বক্তার ধারণা।
১৮.’ছোটো বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে’- এখানে ছোট বহিন কে ? (Board Test Paper 2022)
উঃ উদ্ধৃত অংশে ছোটো বহিন হল রাম দাসের স্ত্রী।
১৯.’পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল।’- কী দেখা গেল ? (Board Test Paper 2022)
উঃ পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হলঘরে জনা ছয়েক বাঙালি বসে আছে আর পুলিশ তাদের মালপত্র তল্লাশি করছে।
২০.’বাবুটির শাস্থ্য গেছে কিন্তু শখ ষোল আনাই বজায় আছে।’- কে, কার সম্বন্ধে একথা বলেছেন ? (Board Test Paper 2022)
উঃ বর্মা পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরীশ মহাপাত্রের অদ্ভুত সাজসজ্জার ব্যাপারে এই উক্তি করেছিলেন।
২১.’কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে।’- ‘এই জন্যই’ বলার কারণ কী ?
(Board Test Paper 2022)
উঃ এইজন্য বলার কারণ রোগা চেহারার গিরিশ মহাপাত্রকে দেখে মনে হতো তার মৃত্যু আসন্ন, কিন্তু তার দৃষ্টির গভীরে এমন প্রাণশক্তি লুকিয়ে ছিল যাকে মৃত্যুও ভয় পেত।
২২.’ও নিয়ম শুধু রেলওয়ে কর্মচারীদের জন্য।’- এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে ?
(Board Test Paper 2022)
উঃ রেলের প্রথম শ্রেণির যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটায় না, উদ্ধৃত অংশে এই নিয়মের কথা বলা হয়েছে।
২৩.’মিথ্যেবাদী কোথাকার’- কে, কাকে মিথ্যেবাদী বলে অভিহিত করেছেন ? (Board Test Paper 2022)
উঃ পথের দাবী রচনা অনুসারে জগদীশবাবু রেগে গিয়ে গিরিশ মহাপাত্রকে মিথ্যেবাদী বলেছেন।
২৪.”তবে এ বস্তুটি পকেটে কেন।’- বস্তুটি কী ? (Board Test Paper 2022)
উঃ পথের দাবী রচনাংশ অনুসারে ‘এ বস্তুটি’ বলতে গিরীশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কল্কের কথা বলা হয়েছে।
২৫.’পথের দাবী’ কাহিনীটি যে উপন্যাসের অংশবিশেষ তার নাম লেখ। (Board Test Paper 2022)
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ নামক রচনাংশটি মূলগ্রন্থের নামটিও ‘পথের দাবী’।
২৬.’এই অন্যায়ের যখন প্রতিবাদ করতে গেলাম’- কোন অন্যায়ের কথা বলা হয়েছে ?
(Board Test Paper 2022)
উঃ বিনা অপরাধে ফিরিঙ্গি ছেলেরা অপূর্বকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয় সেই অন্যায়। অপূর্ব অন্যায়ের প্রতিবাদ করায় স্টেশন মাস্টার অপূর্বকে স্টেশন থেকে কুকুরের মতাে দুর করে দিয়েছিল।
👉আরো দেখো…..
cool