প্রলয়োল্লাস কবিতা প্রশ্ন উত্তর SAQ Suggestion-2022 Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

          M.P Suggestion-2022
    প্রলয়োল্লাস-কাজী নজরুল ইসলাম
কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও।
১.“ধ্বংস দেখে ভয় কেন তোর ?” কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন ? (২০২০) (Board Test Paper 2022)
উত্তরঃ প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নতুনের বীজ। ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি। তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন।
২.“ প্রলয় বয়েও আসছে হেসে — ” – ‘প্রলয় ‘ বহন করেও হাসির কারণ কী ? (২০১৯) (Board Test Paper 2022)
উত্তরঃ ‘ প্রলয়োল্লাস ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম প্রলয়ের মাধ্যমে জরাজীর্ণ পুরাতনের অবসান ঘটিয়ে নবীনের আগমন প্রত্যাশা করেছেন । এই নবীনরা জীবনহারা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের আগমনকে সুনিশ্চিত করছে বলেই ‘প্রলয় ’ বহন করেও তারা হাসছে ।
৩.“ওরে ওই স্তব্ধ চরাচর !” — ‘ চরাচর ’ স্তব্ধ কেন ? (২০১৮) (Board Test Paper 2022)
উত্তরঃ রুদ্রদেব একাধারে ধ্বংস ও সৃষ্টির দেবতা। সমগ্র বিশ্বজুড়ে অন্যায় অবিচার ও নৈরাজ্যের গ্লানি পুঞ্জিভূত হয়েছে, বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতে সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। এর ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় পৃথিবী স্তব্ধ।
৪. ‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ন কটায়’ – দ্বাদশ রবি’— বলতে কবি কী বুঝিয়েছেন? (Board Test Paper 2022)
উঃ ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি ‘দ্বাদশ রবি’ বলতে ভাবী প্রলয়ের প্রচণ্ডতাকেই বুঝিয়েছেন। নব যুগের সূচনাকারী ভয়ঙ্কর প্রলয় যেনো বারোটি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র। এই তীব্রতা বোঝাতেই উক্ত শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে।
৫. ‘সিন্ধুপারের সিংহদ্বারে’ বলতে কী বােঝানাে হয়েছে? (Board Test Paper 2022)
উঃ কাজী নজরুল ইসলাম সিন্ধুপারের সিংহদার বলতে বুঝিয়েছেন সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে।
৬. ‘প্রলয় বয়েও আসছে হেসে’–‘প্রলয়’ বহন করেও তার হাসির কারণ কী? (Board Test Paper 2022)
উঃ ‘প্রলয়’ বহন করেও তার হাসির কারণ প্রলয়ের মধ্যেই আছে নতুন সৃষ্টির হাতছানি। তরুণ বিপ্লবী দল সেই প্রলয়ের বার্তাবাহক। তারা জানে জীর্ণ পুরাতন ধ্বংস হলে তবেই নতুন সৃষ্টির জন্ম হবে।
৭.“তােরা সব জয়ধ্বনি কর”-কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে? (Board Test Paper 2022)
উঃ আলোচ্য উদ্ধৃতাংশে কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন।
৮. “ওই আসে সুন্দর।”- সুন্দর কেমন ভাবে আসে? (Board Test Paper 2022)
উঃ ‘প্রলয়োল্লাস’ কবিতা অনুসারে ‘সুন্দর’ ‘কাল ভয়ংকরের বেশে’ অর্থাৎ রুদ্র রূপ ধরে আসে। কেননা নতুনের মাঝেই সুন্দরের অধিষ্ঠান।
৯. “এবার মহানিশার শেষে”—কে আসবে বলে কবি জানিয়েছেন ? (Board Test Paper 2022)
উঃ প্রলয়ের আগমনে দীর্ঘ দুশো বছরের পরাধীনতার অন্ধকার কাটিয়ে স্বাধীনতার নতুন সূর্য জেগে উঠবে অর্থাৎ মুক্তি ঘটবে। সেই সূর্যোদয়ের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্ভাসিত হবে।
১০. ‘ওই নূতনের কেতন ওড়ে’–‘নূতনের কেতন’ কী? (Board Test Paper 2022)
উঃ ‘কেতন’ কথাটির অর্থ নিশান বা পতাকা। এখানে ‘নূতনের কেতন’ হল নতুন সম্ভাবনা বা আগমনবার্তার প্রতীক পতাকা অর্থাৎ পরাধীনতার শৃংখল মোচনের আগমন বার্তার প্রতীক।
১১. ‘আলাে তার ভরবে এবার ঘর’ কার আলােতে ঘর এবার ভরে উঠবে? (Board Test Paper 2022)
উঃ পরাধীনতার মুক্তির আলো তথা স্বাধীনতার আলো আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। দীর্ঘদিনের গ্লানিময় জীবনের অবসান ঘটবে, নব নব সম্পদ ও সমৃদ্ধিতে প্রতিটি মানুষের জীবন
 উদ্ভাসিত হয়ে উঠবে।
১২.’দিগম্বরের জটায় হাসে’- দিগম্বর কে ? (Board Test Paper 2022)
উঃ কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় ‘দিগম্বর’ শব্দের অর্থ হলো বস্ত্রহীন অবস্থা তবে এখানে মহাদেব কে বোঝানো হয়েছে।
👉 আরো দেখো….

Leave a Reply