প্রশ্নোত্তর- কারক ও অকারক সম্পর্ক সাজেশান-২০২২ | মাধ্যমিক বাংলা ব্যাকরণ-Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারক ও অকারক সম্পর্ক 

সাজেশান-২০২২
১.’ শূন্যবিভক্তি ‘ কাকে বলে ? (২০১৭)
উঃ শব্দকে পদে পরিণত করতে হলে তার সঙ্গে কোনো না কোনো বিভক্তি যুক্ত হয় । যে শব্দবিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে সেটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্যবিভক্তি বলে । যেমন- অলোক ভালো ছেলে নয় । 
২. ‘অস্ত্র রাখো’— নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো । (২০১৭)
উঃ অস্ত্র- কর্মকারকে , ‘ শূন্য ‘ বিভক্তি।
৩.নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও । (২০১৮)
উঃ নির্দেশক বাক্যের একটি উদাহরণ হল — সে মন দিয়ে পড়াশোনা করে । 
৪. শব্দবিভক্তির একটি উদাহরণ দাও। (২০১৮) 
উঃ তারক বোনকে বই দিল। — এই বাক্যে ‘ তারক ’ ( তারক + ‘ শূন্য ’ বিভক্তি ) শব্দের ‘ শূন্য ’ বিভক্তি , ‘ বোনকে ‘ ( বোন + ‘ কে ’ বিভক্তি ) শব্দের ‘ কে ’ বিভক্তি ও ‘ বই ’ ( বই + ‘ শূন্য’ বিভক্তি ) শব্দের ‘ শূন্য ’ বিভক্তি শব্দবিভক্তির উদাহরণ । 
৫. প্রযোজ্য কর্তা কাকে বলে ? (২০১৮)
উঃ প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন- মা মেয়েকে ভাত খাওয়াচ্ছে। এখানে ‘ মা ’ খাওয়ানোর কাজ করলেও ভাত খাচ্ছে ‘মেয়ে ‘ । তাই ‘ মেয়ে ’ এখানে প্রযোজ্য কর্তা ।
৬. নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো : কহ দাসে লঙ্কার কুশল । (২০১৮)
উঃ কুশল – কর্মকারকে শূন্যবিভক্তি। 
৭.সম্বন্ধপদ কাকে বলে ? (২০১৮)
উঃ ‘ র ’ বা ‘ এর ’ বিভক্তিযুক্ত যে পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্বন্ধ থাকে না কিন্তু বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধপদ বল।  যেমন — রমার বাবা বেড়াতে গেছেন ।
৮. বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো । (২০১৯)
উত্তরঃ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য হল — বিভক্তির চিহ্নগুলি অর্থহীন কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে । 
৯. মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা — নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো । (২০১৯)
উত্তরঃ মন্দিরে – অধিকরণ কারকে ‘ এ ’ বিভক্তি ।১০. তির্যক বিভক্তি কাকে বলে ? (২০২০)
উঃ যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে।
১১. সম্বন্ধপদ কারক নয় কেন ? (২০২০)
উঃ সম্বন্ধ পদ কারক নয়, অকারক পদ। ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকেনা তাই তা কারক নয়।
১২. নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও । (২০২০)
উঃ তুমি এলে, আমি যাবো। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। এখানে অসমাপিকা ক্রিয়া হলো ‘এলে’। তাই ‘তুমি’ হচ্ছে নিরপেক্ষ কর্তা।
১৩. নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো : “পৃথিবী হয়তো বেঁচে আছে । ” (২০২০)
উঃ ‘পৃথিবী’ কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
১৪. সহযােগী কর্তার একটি উদাহরণ দাও।
উঃ ভাই-বোনে পড়তে বসেছে। ভাই-বোনে= সহযোগী কর্তা।
১৫. ‘ছেলেটি জ্বরে কাঁপছে’ – কারক ও বিভক্তি নির্ণয় করাে।
উঃ জ্বরে- করণ কারকে ‘এ’ বিভক্তি।
১৬. সাপুড়িয়া সাপ নাচাচ্ছে – কোন কর্তার উদাহরণ?
উঃ সাপ- প্রযোজ্য কর্তার উদাহরণ।
১৭. একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও।
উঃ বাবা অরুণকে অঙ্ক শেখাচ্ছেন।
অঙ্ক- মুখ্য কর্ম। অরুণকে- গৌণ কর্ম।
১৮. রহিম আজ আসবে – কারক ও বিভক্তি নির্ণয় করাে।
উঃ ‘অধিকরণ’ কারকে ‘শূন্য’ বিভক্তি।
১৯. সম্বােধন পদের একটি উদাহরণ দাও।
উঃ সুমন, তুমি আগামীকাল এসো।
২০.অধিকরণ কারকে ‘তে’ বিভক্তির প্রয়ােগ দেখাও।
উঃ কলসিতে জল আছে।
২১.সমধাতুজ কর্মকারকের উদাহরণ দাও।
উঃ দাদা আজ একটা লম্বা ঘুম ঘুমিয়েছে।
২২. নির্দেশক বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উঃ নির্দেশক হল এক ধরনের ধ্বনিগুচ্ছ, যেগুলির স্বাধীন অর্থ নেই, কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে।
উদাহরণ- ছেলেগুলো কোথায় যাচ্ছে ?
২৩.‘খাঁচার পাখি ছিল সােনার খাঁচাটিতে’- চিহ্নিত পদটি কারক না অকারক নির্দেশ করে কারক বিভক্তি নির্ণয় করাে।
উঃ পাখি- কর্ম কারকে শূন্য বিভক্তি।
২৪.সম্বােধন পদকে কারক বলা যায় না কেন?
উঃ সম্বোন্ধন পদ কারক নয়, অকারক পদ। ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে।ক্রিয়াপদের সঙ্গে সম্বোন্ধন পদের সরাসরি সম্পর্ক থাকেনা তাই তা কারক নয়।
২৫.‘তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে’- পুলিশে এর কারক ও বিভক্তি নির্ণয় করাে।
উঃ পুলিশে- কর্ম কারকে ‘এ’ বিভক্তি।
 ২৬.অকারক কয় প্রকার ও কী কী ?
উঃ অকারক পদ দুই প্রকার সম্বন্ধ পদ ও সম্বোধন পদ।
২৭.বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উঃ বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। অনুসর্গ পদের পরে আলাদা ভাবে বসে।
২৮.’আকাশ আমায় শিক্ষা দিল’- ‘আকাশ’ কী ধরনের কর্তা ?
উঃ আকাশ- প্রযোজক কর্তা।
২৯.’কলমে কায়স্থ চিনি’- রেখা চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। 
উঃ কলমে- করণ কারকে এ বিভক্তি।
শীঘ্রই আরো সংযোজন করা হবে….

Leave a Reply