প্রশ্ন : ‘তার পরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ।’- কোন দৃশ্যের কথা বলা হয়েছে ? দৃশ্যটি অদ্ভুত কেন ? এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কী পরিস্থিতি তৈরি হয়েছিল ? ১+২+২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রশ্ন : ‘তার পরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ।’- কোন দৃশ্যের কথা বলা হয়েছে ? দৃশ্যটি অদ্ভুত কেন ? এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কী পরিস্থিতি তৈরি হয়েছিল ? ১+২+২

উত্তর : সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত ভারতবর্ষ’ গল্পের শেষের দিকে বুড়ির মরদেহটা হঠাৎ নড়তে দেখা যায়। প্রশ্নোদ্ধৃত অংশে এই ঘটনার কথাই বলা হয়েছে।

          ভারতবর্ষ গল্পানুসারে বুড়ির অসাড় দেহ দেখে অনেকেই ভেবেছিল বুড়ি আর বেঁচে নেই।গ্রামের কিছু লোক তাকে বাঁশের দোলায় বেঁধে নদীর চরে ফেলে দিয়ে এসেছিল। বিকেল বেলায় সেই বুড়ির মৃতদেহটা মুসলমান পাড়ার লোকেরা কবর দেওয়ার জন্য সেখান থেকে তুলে নিয়ে আসে। বুড়ির মরদেহকে কেন্দ্র করে গ্রামের হিন্দু মুসলমানের মধ্যে গোলযোগ শুরু হয়। মারামারির পরিস্থিতি তৈরি হয়। রাস্তার দু’ধারে উত্তেজনা জনতা, মাঝখানে পিচের রাস্তার উপরে মৃতদেহ। এমন সময় হঠাৎ ‘বুড়ির মড়াটা নড়েছে। নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছিল।’ এইজন্য দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে।

এই অপ্রত্যাশিত ঘটনায় সেখানে উপস্থিত জনতা অবাক দৃষ্টিতে হাঁ করে বুড়ির দিকে তাকিয়ে ছিল। দুই দিকে সশস্ত্র জনতার মধ্য থেকে চৌকিদার বেরিয়ে এসে জানতে চাইল- ‘বুড়িমা! তুমি মরোনি।’ এরপর কৌতুহলী জনতা বুড়ির ধর্মপরিচয় জানতে চাই । অবশ্য বুড়ি সোজাসোজি এর উত্তর না দিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দেয় এবং জনতার ভিড়ের মাঝে নড়বড় করতে করতে রাস্তা ধরে চলতে থাকলো। জনতার ভিড়ে তাকে পথ করে দিল।

Leave a Reply