মহুয়ার দেশ(সমর সেন)কবিতা প্রশ্ন উত্তর – উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন-২০২২ | H.S Bengali Suggestion 2022

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

    H.S Bengali Suggestion-2022
                     বিভাগ- ‘ক’
   রচনাধর্মী প্রশ্নোত্তর প্রতিটি প্রশ্নের মান-৫
        মহুয়ার দেশ- সমর সেন
(এক নজরে আগের বছরের প্রশ্নগুলি)
২.২ “ ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের ক্লান্ত দুঃস্বপ্ন । ” — কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন ১+৪ (২০১৫)
২.২ “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল, নামুক মহুয়ার গন্ধ।”—“আমার’ বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কী? (২০১৭)
২.২ ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলাের
কলঙ্ক’- এখানে কোন্ মানুষদের কথা বলা
হয়েছে ? তারা অবসন্ন কেন ? ‘ধুলাের
কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন। ১+২
+২ (২০২০)
                Suggestion-2022
১.“অনেক, অনেক দূরে আছে মেঘ-মদির মহুয়ার দেশ”—মেঘ-মদির-মহুয়ার দেশ’- এর বর্ণনা দাও। এই ‘মহুয়ার দেশ’ কবির চেতনাকে কীভাবে প্রভাবিত করেছে, তা নিজের ভাষায় আলোচনা করো। ৩+২
২.‘মহুয়ার দেশ’ কবিতায় কবি সমর সেনের প্রকৃতিপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে তা ব্যক্ত করো। ৫
৩. মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তা বর্ণনা করো। ৫
৪. ‘মহুয়ার দেশ’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ৫
৫.”ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কিসের ক্লান্ত দুঃস্বপ্ন।”- কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন?
                      বিভাগ- ‘খ’
   (এক নজরে আগের বছরের প্রশ্নগুলি)
২.৮ কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? (২০২০)
২.৯ “অলস সূর্য দেয় এঁকে”—অলস সূর্য কী এঁকে দেয়? (২০১৭)
২.৭ “ এখানে অসহ্য , নিবিড় অন্ধকারে / মাঝে মাঝে শুনি ” –বক্তা কী শোনেন ? (২০১৬)
২.৪”…গভীর, বিশাল শব্দ,”- কী গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? (২০১৫)
             Suggestion-2022
                   বিভাগ- ‘খ’
অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান-১
১.ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কীভাবে কবির কাছে আসে ?
উঃ মহুয়ার দেশ ’ কবিতা অনুসারে মধ্যবিত্ত শহুরে জীবনে সভ্যতা এবং হতশ্রী ছবি যেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো ঘুরে ফিরে আসে । 
২.‘মহুয়ার দেশ ‘ কবিতায় কবি সমর সেন ‘ মহুয়ার দেশ ‘ বলতে কোন স্থানকে বুঝিয়েছেন ? 
উঃ মহুয়ার দেশ ‘ কবিতায় ‘ মহুয়ার দেশ ’ বলতে কবি সাঁওতাল পরগণাকে বুঝিয়েছেন ।
৩.মহুয়ার দেশের মানুষদের ঘুমহীন চোখে কী দেখা যায় ? 
উঃ মহুয়ার দেশের মানুষদের ঘুমহীন চোখে দেখা যায় ক্লান্ত দুঃস্বপ্ন ।
৪.শিশির-ভেজা সবুজ সকালে’ কবি কী দেখেন? 
উঃ শিশির-ভেজা সবুজ সকালে কবি কয়লাখনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলাের কলঙ্ক দেখেন।
৫.”আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়।” -সেখানে আগুন লাগে কেন ?
উঃ সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় জলের অন্ধকারে ধূসর ফেনা অস্তগামী সূর্যের আলােয় লাল হয়ে ওঠে। সেই দৃশ্য দেখে মনে হয় আগুন লেগেছে।
👉আরো দেখো…..

Leave a Reply