মাধ্যমিকের পর কী নিয়ে পড়বো ? What to Do After Madhyamik – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

*মাধ্যমিকের পর সাইন্স, কমার্স না আর্টস ?

আজকের এই প্রতিবেদনটি ছাত্র-ছাত্রীদের
সঠিক কোর্স বেছে নেওয়ার ক্ষেত্রে আশা করি উপকারে লাগবে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমটি দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি একাদশ শ্রেণি এবং দ্বিতীয়টি দ্বাদশ শ্রেণি
মাধ্যমিকের পর ছাত্র-ছাত্রীদের সামনে সাধারণভাবে তিনটি বিভাগ থাকে, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগ। কেউ যদি এই বিভাগগুলির যেকোনো একটি বিভাগ নিয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায় অর্থাৎ লক্ষ্য যদি হয় উচ্চমাধ্যমিক, তাকে প্রথমে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে।


দেখে নাও আর্টস (কলা বিভাগ) এর মধ্যে কী কী বিষয় আছে ?

• ইতিহাস
• ভুগোল
• শিক্ষা বিজ্ঞান
• সংস্কৃত
• রাষ্ট্র বিজ্ঞান
• সোশিয়লজি বা সমাজবিজ্ঞান
• সাইকোলজি
• ইকনমিক্স
• পরিবেশ বিদ্যা
• পুস্টি বিজ্ঞান
• ডান্স
• মিউজিক
• ফাইন আর্টস
• শারীরশিক্ষা
• আরও কিছু বিষয় ।

কমার্স (বাণিজ্য) বিভাগে কী কী বিষয় আছে ?
• আকাউন্টেসি
• ইকোনমিক
• বিজনেস স্টাডিস
• ম্যাথমেটিক্স
• ইনফরম্যাটিক্স প্রাকটিস্
• ম্যানেজমেন্ট
• বিজনেস ফিনান্স
• বিজনেস কমিউনিকেশন
• কস্ট অ্যাকাউন্টিং
• মার্কেটিং
ইত্যাদি আরও কিছু বিষয়।

সাইন্স (বিজ্ঞান) বিভাগে কী কী বিষয় আছে ?
সাইন্স বিভাগে দুটি আরও ভাগ থাকে – 
১) পিওর সাইন্স
২) বায়ো সাইন্স।
• ম্যাথমেটিক্স
• ফিজিক্স
• কেমিস্ট্রি
• বায়োলজি
• এনভায়রনমেন্টাল সাইন্স
• কম্পিউটার সাইন্স
• বায়োটেকনোলজি
• ইঞ্জিনিয়ারিং গ্রাফিক
• পুস্টি বিজ্ঞান
• জিওলজি
ইত্যাদি আরও কিছু বিষয়।

WB Admission 2021 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে (শুধুমাত্র সায়েন্স বিভাগের জন্য) সায়েন্স নিয়ে একাদশে ভর্তি হতে গেলে বিষয়ভিত্তিক কত শতাংশ নম্বর লাগবে ? 


• অঙ্ক বা স্ট্যাটিটিক্স-অঙ্কে ৪৫ শতাংশ।

• বায়োলজিক্যাল সায়েন্স- লাইফ সায়েন্সে ৪৫ শতাংশ।

• ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা দুটোই- ফিজিক্যাল সায়েন্সে ৪৫ শতাংশ।

• ভূগোল- ভূগোলে ৪৫ শতাংশ।

• কম্পিউটার সায়েন্স-অঙ্কে ৪৫ শতাংশ।

২০২২-২৩
      এবার বিজ্ঞান বিভাগে পড়ার জন্য নিয়ম শিথিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷ মাধ্যমিক পরীক্ষায় ৩৫ শতাংশ নম্বর পেলেই বিজ্ঞান বিভাগে পড়ার জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা 

# একজন ছাত্র বা ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে গেলে কীভাবে বিষয় নির্বাচন করতে হবে ?
সাধারণত একাদশ শ্রেনিতে ছাত্র-ছাত্রীদের ৫ টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। তবে ইচ্ছে করলে সেই ছাত্র/ছাত্রীকে একটি অতিরিক্ত বিষয় নিতে পারে। এই ৫ টি বিষয়ের মধ্যে ২ টি বিষয় বাধ্যতামূলক থাকে । 
∆ প্রথম দুটি আবশ্যিক বিষয় প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা নির্বাচনের জন্য GROUP – A এবং GROUP – B রয়েছে।

∆ দুটি আবশ্যিক বিষয় ছাড়া তিনটি বাধ্যতামূলক বিষয় নির্বাচন করতে হবে এবং তার পর যে-কোনো গ্রুপ থেকে একটি ঐচ্ছিক বিষয় বেছে নিতে হবে (বাধ্যতামূলক নয়)।

∆ GROUP – A থেকে প্রথম ভাষা নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞান, কমার্স ও কলা বিভাগের ছাত্র ছাত্রীদের একই নিয়ম হবে। যার যা মাতৃভাষা সেটা হবে প্রথম ভাষা। পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের বেশিরভাগ ছাত্র ছাত্রী তাদের মাতৃভাষা বাংলাকে প্রথম ভাষা হিসেবে নিয়ে থাকে।

গ্রুপ ‘A’ তে থাকা বিষয়গুলি হলো –
Bengali or Hindi or Nepali or Urdu or Santali or Odia or Telugu or Gujarati or Punjabi or English

∆ ‘A’ গ্রুপের মতোই GROUP – B থেকে দ্বিতীয় ভাষা নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞান, কমার্স ও কলা বিভাগের ছাত্র ছাত্রীদের একই নিয়ম হবে। পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের বেশিরভাগ ছাত্র ছাত্রী তাদের ইংরেজি বিষয়কে দ্বিতীয় ভাষা হিসেবে নিয়ে থাকে।
গ্রুপ ‘B’ তে থাকা বিষয়গুলি হলো –
Bengali or Hindi or Alternative English or Nepali or English

বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের জন্য বিষয় নির্বাচন হবে এইরকম –

১. বাংলা 
২. ইংরাজি 
আরও ৩ টি বিষয় তাদের বিভাগ থেকে
বেছে নিতে হয় । ২ টি বাধ্যতামূলক বিষয় বাংলা ও ইংরাজি + ৩ টি বিষয় + চাইলে ১ টি অতিরিক্ত বিষয় অর্থাৎ মোট ৫ টি + ১টি = মোট ৬ টি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে।

বিজ্ঞান ছাত্র-ছাত্রীদের জন্য সাবজেক্ট কম্বিনেশন :
১. Physics অথবা Nutrition,
২. Chemistry অথবা Economics
৩. Mathematics অথবা Psychology অথবা Anthropology অথবা Agronomy
৪. Biological-Science
৫. Statistics অথবা Geography
৬. Computer Science অথবা Computer Application অথবা Environment Studies

কমার্স ছাত্র-ছাত্রীদের জন্য সাবজেক্ট কম্বিনেশন
১. Accountancy Business Studies
২. Commercial Law and Preliminaries of Auditing
৩. Costing and Taxation
৪. Economics
৫. Computer Application অথবা Environment Studies অথবা Health & Physical Education Mathematics

কলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য সাবজেক্ট কম্বিনেশন।
১. Political Science
২. Education অথবা Nutrition
৩. Journalism & Mass Communication অথবা Economics অথবা Sanskrit অথবা Persian অথবা Philosophy অথবা Sociology
৪. History অথবা Anthropology অথবা Psychology অথবা Mathematics অথবা Agronomy Geography অথবা Home Management & Family Resource Management
৫. Music অথবা Visual Arts অথবা Performing Arts অথবা Health & Physical Education অথবা Environment Studies অথবা Computer Application.

আমাদের শিক্ষাব্যবস্থায় মাধ্যমিকের
পরে চারটে স্ট্রিম নিয়ে পড়া যায়,আগেই বলেছি বাংলা ও ইংরেজি আবশ্যিক, এছাড়া যে যে বিষয় গুলি নেওয়া যায় তা হলো –

(১) পিওর সায়েন্স – অংক, পদার্থবিদ্যা,
রসায়ন। (যদিও সাথে কম্পিউটার বা
জীববিজ্ঞান ও রাখা যায়, কিন্তু আবশ্যিক নয়)

(২) বায়ো সায়েন্স – পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান।

(৩) কমার্স – হিসাব শাস্ত্র (অ্যাকাউন্টস),
বিজনেস স্টাডিস, অর্থনীতি, স্ট্যাটিসটিক্স

(৪) আর্টস/হিউম্যানিটিজ – ইতিহাস,
ভূগোল, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, বাংলা, ইংরেজি ইত্যাদি (পরবর্তী ক্ষেত্রে ভূগোল, অর্থনীতি বা মনোবিজ্ঞান নিলে
যদি সাথে অংক থাকে এবং উচ্চমাধ্যমিকের পর যদি অনার্স পড়া হয় তাহলে ডিগ্রীটা বি.এসসি হয়। যদিও অংক নেওয়া একেবারেই
ঐচ্ছিক)

উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের জন্য বিষয় নির্বাচন কাঠামো কিছুটা এই রকম –
           
                       প্রথম ভাষা
                             +
                      দ্বিতীয় ভাষা
                             +
           (3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয়)
                             +
                    (4th Subject)

এদের মধ্যে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং 3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয় নির্বাচন বাধ্যতামূলক। 4th Subject নেওয়া বাধ্যতামূলক নয়। তবে এই বিষয়টি অত্যন্ত উপযোগী।
তার কারণ : উচ্চমাধ্যমিক পরীক্ষার সর্বমোট নম্বর হলো 500 .  
               প্রথম ভাষা (100)
                          +
              দ্বিতীয় ভাষা (100)
                          +
(3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয়) (100+100+100 = 300)
                          +
             (4th Subject)(100)

অনেক ক্ষেত্রে এমনও হয় যে তুমি যে 3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয় নির্বাচন করেছো, কয়েকদিন পর তোমার কোনো একটি বিষয় পছন্দ হচ্ছে না এবং পরীক্ষার পর দেখা গেলো কোনো একটি বিষয়ে কম নম্বর পেয়েছো। সেই ক্ষেত্রে 4th Subject এ তুমি ভালো ফলাফল করলে সেটি আপনার মূল 3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয় হিসেবে গণ্য হবে।
ধরা যাক, রহিমের নির্বাচিত বিষয় গুলি হলো –
১. প্রথম ভাষা বাংলা 
২. দ্বিতীয় ভাষা ইংরেজি
৩. ফিজিক্স
৪. কেমিস্ট্রি
৫. ম্যাথ  
৬. বায়োলজি (অতিরিক্ত বিষয়)।

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় সে —
    প্রথম ভাষা বাংলায় পেয়েছে (85 /100)
                               +
       দ্বিতীয় ভাষা ইংরেজিতে (95 /100)
                               +
           (3 টি বিজ্ঞান ভিত্তিক বিষয়) 
[(Physics এ 80 /100) + (Chemistry তে 90 /100) + (Math এ 90 /100) = 260 /300]
                               +
    [4th Subject(Biology)=85 /100]

এখানে ভৌত বিজ্ঞানে পেয়েছে 80 এবং ফোর্থ সাবজেক্ট বায়োলজিতে পেয়েছে 85, এক্ষেত্রে ফিজিক্স এর জায়গায় বায়োলজি অন্তর্ভুক্ত হবে। কম নাম্বার পাওয়া বিষয়টি অটোমেটিক বাদ হয়ে যাবে।

বিশদে জানতে Official Website Link-
https://wbchse.nic.in/html/index.html

Leave a Reply