মাধ্যমিক বাংলা – আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন ও উত্তর (Short) – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

          M.P Suggestion-2022
         আফ্রিকা-রবীন্দ্রনাথ ঠাকুর
কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও।
১. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে ,” – ওরা কারা ? (২০২০) (Board Test Paper 2022)
উঃ আফ্রিকা কবিতায় ওরা বলতে নির্মম অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসকদের বোঝানো হয়েছে।
২. ‘বিদ্রুপ করছিলে ভীষণকে’ — কীভাবে ‘বিদ্রুপ ’ করছিল ? (২০১৮)
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘ আফ্রিকা ’ কবিতা থেকে উদ্ধৃত আলোচ্যাংশ অনুযায়ী আফ্রিকার রহস্যঘন প্রকৃতি ‘ বিরূপের ছদ্মবেশে ’ ভীষণকে ‘ বিদ্রুপ ’ করছিল ।
৩. ‘এসো যুগান্তের কবি।’- কবি’র ভূমিকাটি কী হবে ? (২০১৭) (Board Test Paper 2022)
উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তের কবি’র কাছে মানহারা মানবীরূপী আফ্রিকার পাশে এসে দাঁড়াবেন এবং তার প্রতি হয়ে চলা অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন ।
৪. ‘নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ’ – কীভাবে তারা আপন নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল?(Board Test Paper 2022)
উঃ পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তির নির্মম অত্যাচার ও আগ্রাসনে ক্ষতবিক্ষত হয় আফ্রিকা মহাদেশ। প্রাকৃতিক সম্পদ লুঠ, স্থানীয় সংস্কৃতির বিনাশ এবং কদর্য দাস প্রথার প্রচলনের মধ্য দিয়ে শ্বেতাঙ্গ শাসকেরা তাদের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল।
৫. “এসাে যুগান্তের কবি” কবির ভূমিকাটি কী হবে? (Board Test Paper 2022)
উঃ কবিকল্পিত যুগান্তের কবি মানব সভ্যতার প্রতিনিধি হয়ে লাঞ্ছিত আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে আফ্রিকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।
৬. ‘ছিনিয়ে নিয়ে গেল তােমাকে আফ্রিকা।’ – কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? (Board Test Paper 2022)
উঃ আফ্রিকা কবিতা অনুসারে ‘রুদ্র সমুদ্রের বাহু’ প্রাচী ধরিত্রীর বুকের থেকে অর্থাৎ পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকা মহাদেশেকে ছিনিয়ে নিয়ে গেল।
৭. ‘সভ্যতার শেষ পুণ্যবাণী।’– পুণ্যবাণীটি কী? (Board Test Paper 2022)
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে সভ্যতার শেষ পূর্ণ বাণীটি হলো, শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।
৮. “এসাে যুগান্তের কবি”– যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে কেন ? (Board Test Paper 2022)
উঃ ‘আফ্রিকা’ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার অত্যাচারিত, লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদীদের হয়ে যুগান্তের কবিকে ক্ষমা চাইতে বলেছেন।
৯. “কবির সংগীতে বেজে উঠেছিল”– বেজে উঠেছিল কী? (Board Test Paper 2022)
উঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে কবির সংগীতে বেজে উঠেছিলো সুন্দরের আরাধনা।
১০.’হায় ছায়াবৃতা’— আফ্রিকাকে ‘ছায়াবৃতা’ বলার কারণ কী? (Board Test Paper 2022)
উঃ দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখন্ড থেকে বহু দূরে অবস্থিত। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত। জঙ্গলাকীর্ণ আফ্রিকাকে তাই ‘ছায়াবৃতা’ বলা হয়েছে।
১১. ‘এল মানুষ ধরার দল’–‘মানুষ ধরার দল’ বলতে কী বােঝাে? (Board Test Paper 2022)
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় নির্মম-অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসকদের ‘মানুষ ধরার দল’ বলা হয়েছে।
১২. ‘নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত’- নতুন সৃষ্টিটি কী? (Board Test Paper 2022)
উঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘আফ্রিকা’ কবিতায় নতুন সৃষ্টি বলতে এই পৃথিবীর আদিম শৈশবের কথা বলেছেন।
১৩.আফ্রিকা কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ? (Board Test Paper 2022)
উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পত্রপুট’ নামক মূল কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে।
১৪.যুগান্তের কবিকে রবীন্দ্রনাথ কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন ? (Board Test Paper 2022)
উঃ যুগান্তের কল্পিত কবিকে রবীন্দ্রনাথ ‘মানহারা মানবী’ তথা সাম্রাজ্যবাদীদের দ্বারা লাঞ্ছিত আফ্রিকার দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াতে বলেছেন।
👉 আরো দেখো….

Leave a Reply