বাংলা ভাষাচর্চা
অষ্টম শ্রেণি বাংলা ব্যাকরণ
প্রথম অধ্যায় – দল
ভাষাচর্চা বই প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় অষ্টম শ্রেণি বাংলা ব্যাকরণ | Bhasachorcha 1st Chapter Question Answer Class 8 Bengali Grammar wbbse
1. অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here
হাতে কলমে প্রশ্নোত্তর : ভাষা চর্চা বই প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় অষ্টম শ্রেণি বাংলা ব্যাকরণ | 1st Chapter Bhasachorcha Question Answer Class 8 Bengali Grammar wbbse
১. ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ ব্যাকরণে দল শব্দটির অর্থ–
(ক) অক্ষর (খ) পাপড়ি (গ) জনতা (ঘ) বর্ণসমষ্টি।
উত্তরঃ (ক) অক্ষর।
১.২ আমি অষ্টম শ্রেণিতে পড়ি। বাক্যটিতে মোট দলসংখ্যা হলো–
(ক) ৩ টি (খ) ৭ টি (গ) ৯ টি (ঘ) ১০ টি।
উত্তরঃ (গ) ১টি।
১.৩ উচ্চারণ’ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে–
(ক) উচ্চারণ (খ) উচ-চা-রণ (গ) উদ্-চারণ (ঘ) উচ্চা-রণ।
উত্তরঃ (খ) উচ্-চা-রণ।
২. নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ ‘দল’ কাকে বলে?
উত্তরঃ বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয়, তাকে ‘দল’ বলে।
২.২ দলের শ্রেণিবিভাগ গুলি নির্দেশ করো।
উত্তরঃ দল দুই প্রকার— (১) স্বরান্ত বা মুক্তদল (২) ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল।
২.৩ তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো।
উত্তরঃ অত্যুজ্জ্বল শব্দে তিনটি দল। অত্ – তুজ্ – জল্, তিনটিই রুদ্ধদল।
২.৪ তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো।
উত্তরঃ তিনটি দল বিশিষ্ট একটি শব্দ হল সম্মোহন। সম্ – মো – হন্।
২.৫ মুক্তদল বলতে কী বোঝ ?
উত্তরঃ যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটিই স্বরধ্বনি, তাকে মুক্তদল বলে।
২.৬ রুদ্ধদল-এর এমন নাম হওয়ার কারণ কী ?
উত্তরঃ রুদ্ধদল-এর পরে কোনো ধ্বনি যুক্ত করা যায় না। তাহলেই দুটো দল হয়ে যায়। তাই দলের শেষে ব্যঞ্জনান্ত শব্দ বসে এবং রুদ্ধ হয়ে যায়। তাই একে রুদ্ধদল বলা হয়।
২.৭ হলন্ত শব্দ কাকে বলে ?
উত্তরঃ যে শব্দের উচ্চারণ ব্যঞ্জনধ্বনির দ্বারা সমাপ্ত হয় এবং শেষে হসন্ত থাকে তাকে হলন্ত বা ব্যঞ্জনান্ত শব্দ বলে। যেমন– দেব্, তপন্ ইত্যাদি।
২.৮ মুক্তস্বর কী ?
উত্তরঃ যে স্বরগুলি পুরোপুরি উচ্চারিত হয় এবং নিজের উপর নির্ভরশীল সেগুলি মুক্তস্বর। যেমন– অ, আ, ই, উ, এ, ও।
২.৯ রুদ্ধস্বর বলতে কী বোঝ ?
উত্তরঃ মুক্তস্বর ও খণ্ডস্বর জুড়ে বা যুক্ত হয়ে রুদ্ধস্বর হয়। যেমনঃ অই = (‘অ’ মুক্তস্বর + ই’ খণ্ডস্বর)
২.১০ মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন ?
উত্তরঃ মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকে এবং এদের উচ্চারণ প্রলম্বিত হয়। তাই মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয়।
৩. নীচের শব্দগুলির শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধদল, কোনটি মুক্তদল তা লেখো :
ব্যাকরণ— ব্যা – ক – রণ্ (রুদ্ধদল)
জলছবি— জল্ – ছ – বি (মুক্তল)
বাসযাত্রী— বাস্ – যা – ত্রী (মুক্তদল)
তাৎপর্য— তাৎ – পর্ – য (মুক্তদল)
পাকারাস্তা— পা – কা – রাস্ – তা (মুক্তদল)
অকালবোধন— অ-কাল-বো-ধন (রুদ্ধদল)
সমাধান— স – মা – ধান (রুদ্ধদল)
নবেন্দু— ন – বেন্ – দু (মুক্তদল)
টেনিদা— টে – নি – দা (মুক্তদল)
কবিতা— ক – বি – তা (মুক্তদল)
৪. নীচের শব্দগুলির ‘দল’ বিশ্লেষণ করে কোন শব্দে কটি ‘দল’ আছে নির্দেশ করো :
ধানদূর্বা, শ্যামলিমা, কন্ঠস্বর, নৌকাডুবি, পাঁচফোড়ন, শীর্ষেন্দু, ধাঁধা, শেষ, আকাশপাতাল, আকস্মিক, বাতাস, অরণ্য।
ধানদূর্বা— ধান – দূর্ – বা (তিনটি দল– ধান- রুদ্ধদল, দুর- রুদ্ধদল, বা- মুক্তদল)
শ্যামলিমা— শ্যাম – লি – মা (তিনটি দল— শ্যাম- রুদ্ধদল, লি- মুক্তদল, মা- মুক্তদল)
কণ্ঠস্বর— কন্ – ঠ – স্বর (তিনটি দল— কন্- রুদ্ধদল, ঠস্- মুক্তদল, সর্- রুদ্ধদল)
নৌকাডুবি— নৌ-কা-ডু-বি (চারটি দল : চারটিই মুক্তদল)
পাঁচফোড়ন— পাঁচ – ফো – ড়ন (তিনটি দল : পাঁচ-রুদ্ধদল, ফো-মুক্তদল, ড়ন-রুদ্ধদল)
শীর্ষেন্দু— শীর্ – ষেন – দু (তিনটি দল : শীর- রুদ্ধদল, ষেন- রুদ্ধদল, দু- মুক্তদল)
ধাঁধা— ধাঁ-ধা (দুটি দল : দুটিই মুক্তদল)
শেষ— শেষ্ (একটি রুদ্ধদল)
আকাশপাতাল— আ-কাশ-পাতাল (চারটি দল : আ, পা- মুক্তদল; কাশ, তাল- রুদ্ধদল)
আকস্মিক— আ-কস্-মিক্ (তিনটি দল : আ- মুক্তদল, কস, মিক- রুদ্ধদল)
বাতাস— বা-তাস (দুটি দল : বা-মুক্তদল, তাস-রুদ্ধদল)
অরণ্য— অ – রণ্ – ণ্য (তিনটি দল : অ- মুক্তদল, রণ্- রুদ্ধদল, ণ্য- মুক্তদল)