2020 Class 11 Political Science Solved Question Paper | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান উত্তরসহ প্রশ্নপত্র ২০২০

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2020 Political Science question paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২০ সালের উত্তরসহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
(New Syllabus)
POLITICAL SCIENCE
(2020)
Time: 3hrs 15 mts.       Full Marks : 80

বিভাগ-ক

1. বিকল্প উওরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও: 1× 24= 24

(i) আন্তর্জাতিক আইনের উৎস হলো—
(a) সন্ধি (b) আইনসভা (c) ধর্ম
(d) বিচারবিভাগীয় সিদ্ধান্ত।

উত্তরঃ (a) সন্ধি

(ii) সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো—
(a) স্বাভাবিক সাম্য (b) আইনগত সাম্য
(c) সামাজিক সাম্য (d) আন্তর্জাতিক সাম্য।

উত্তরঃ (a) স্বাভাবিক সাম্য

(iii) গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন—
(a) জার্মানীতে (b) ইংল্যান্ডে (c) গ্রিসে। (d) ভারতে

উত্তরঃ (c) গ্রিসে

(iv) স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হলো—
(a) সমাজ (b) সংগঠন (c) রাষ্ট্রসংঘ
(d) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়।

উত্তরঃ (d) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়।

(v) একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো—
(a) নাগরিক
(b) প্রজা
(c) বন্ধুভাবাপন্ন বিদেশী
(d) শত্রুভাবাপন্ন বিদেশী।

উত্তরঃ (a) নাগরিক

(vi) ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের—
(a) 5-11 নম্বর ধারায় (b) 5-10 নম্বর ধারায়
(c) 6-10 নম্বর ধারায় (d) 5-15 নম্বর ধারায়

উত্তরঃ (a) 5-11 নম্বর ধারায়

(vii) ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন—
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) জওহরলাল নেহেরু
(c) ড: বি. আর, আম্বেদকর
(d) সর্দার বল্লভ ভাই প্যাটেল

উত্তরঃ (c) ড: বি. আর, আম্বেদকর

(viii) ভারতের সংবিধান গৃহীত হয়েছিল—
(a) 10 জানুয়ারী, 1946
(b) 15 আগস্ট, 1947
(c) 26 নভেম্বর, 1949
(d) 26 জানুয়ারী, 1950

উত্তরঃ (c) 26 নভেম্বর, 1949

(ix) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন—
(a) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
(b) মৌলানা আবুল কালাম আজাদ
(c) ডঃ আম্বেদকর
(d) সি. রাজাগোপালাচারী।

উত্তরঃ (a) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

(x) ভারতের সংবিধান হলো—
(a) সুপরিবর্তনীয়
(b) দুস্পরিবর্তনীয়
(c) শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়
(d) অংশত সুপরিবর্তনীয় অংশত দুস্পরিবর্তনীয়

উত্তরঃ (d) অংশত সুপরিবর্তনীয় অংশত দুস্পরিবর্তনীয়

(xi) আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় ……….. ব্যবস্থায়।
(a) এককেন্দ্রিক (b) যুক্তরাষ্ট্রীয়
(c) রাষ্ট্রপতি শাসিত (d) সংসদীয়

উত্তরঃ (d) সংসদীয়

(xii) মার্কিন শাসন ব্যবস্থা—
(a) এককেন্দ্রিক (b) যুক্তরাষ্ট্রীয়
(c) আধাযুক্তরাষ্ট্রীয় (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) যুক্তরাষ্ট্রীয়

(xiii) ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো—
(a) তৃতীয় (b) চতুর্থ (c) পঞ্চম (d) ষষ্ঠ।

উত্তরঃ (a) তৃতীয়

(xiv) ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হলো—
(a) সংবিধিবদ্ধ আইন (b) মৌলিক অধিকার
(c) নির্দেশমূলক নীতি (d) সনদ।

উত্তরঃ (b) মৌলিক অধিকার

(xv) একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হল—
(a) ভারতীয় জনতা পার্টি
(b) বহুজন সমাজ পাটি
(c) ভারতের কমিউনিষ্ট পাটি
(d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

উত্তরঃ (d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।

(xvi) ভারতে আছে ________ ব্যবস্থা।
(a) একদলীয় (b) দ্বি-দলীয় (c) ত্ৰি-দলীয় (d) বহুদলীয়

উত্তরঃ (d) বহুদলীয়

xvii) ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয়—
(a) 1985 খ্রী: (b) 1990 খ্রী:
(c) 1995 খ্রি: (d) 2000 খ্রি:

উত্তরঃ (a) 1985 খ্রী:

(xviii) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল—
(a) 1980 সালে (b) 1885 সালে
(c) 1990 সালে (d)1895 সালে

উত্তরঃ (b) 1885 সালে

(xix) ভারতে জাতীয় দল হিসাবে চিহ্নিত
(a) বি. জে. পি (b) ডি. এম. কে.
(c) ফরওয়ার্ড ব্লক (d) আকালি দল

উত্তরঃ (a) বি. জে. পি

(xx) ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে—
(a) মহারাষ্ট্রে (b) কেরালায় (c) তামিলনাড়ুতে
(d) পাঞ্জাবে

উত্তরঃ (b) কেরালায়

(xxi) ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব _______ ওপর ন্যস্ত।
(a) রাষ্ট্রপতির (b) প্রধানমন্ত্রীর
(c) নির্বাচন কমিশনের (d) সুপ্রীম কোর্টের

উত্তরঃ (c) নির্বাচন কমিশনের

(xxii) বিধানসভা ও লোকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ______ হওয়া উচিৎ।
(a) 25 বছর (b) 26 বছর (c) 27 বছর (d) 29 বছর।

উত্তরঃ (a) 25 বছর

(xxiii) মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য
কমিশনারের কার্যকালের মেয়াদ হল—
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) ৪ বছর।

উত্তরঃ (c) 6 বছর

(xxiv) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে ?
(a) 226 (b) 326 (c) 328 (d) 3321

উত্তরঃ (b) 326


👉আরও দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


বিভাগ-খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16 = 16

(i) রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন ?

উত্তরঃ অধ্যাপক গার্নার।

(ii) রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী ?

উত্তরঃ রাষ্ট্রের সরকার থাকে কিন্তু জাতির সরকার থাকে না।

অথবা,

“সোসাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতার নাম লেখো।

উত্তরঃ ফরাসি দার্শনিক রুশো।

(iii) আইনের প্রাচীনতম উৎস কী ?

উত্তরঃ আইনের প্রাচীনতম উৎস হল প্রথা।

(iv) স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো।

উত্তরঃ স্বাধীনতার একটি রক্ষাকবচ হলো আইনের অনুশাসন।

(v) পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝ?

উত্তরঃ যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় তাকে পরোক্ষ গণতন্ত্র বলে।

অথবা,

দলগত একনায়কতন্ত্রের অর্থ কী ?

উত্তরঃ কোন রাষ্ট্রের শাসনক্ষমতা যখন একটি রাজনৈতিক দলের হাতে ন্যস্ত থাকে তখন তাকে বলা হয় দলগত একনায়কতন্ত্র৷

(vi) সাম্য বলতে কী বোঝায় ?

উত্তরঃ ল্যাস্কির মতে, সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ-সুবিধা অনুপস্থিতি এবং সকলকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা।

(vii) বিদেশী ও নাগরিকের মধ্যে প্রধান পার্থক্য লেখো।

উত্তরঃ বিদেশিদের রাজনৈতিক অধিকার থাকে না কিন্তু নাগরিকদের থাকে।

অথবা,

নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি উল্লেখ করো।

উত্তরঃ (1) জন্মসূত্রে এবং (2) অনুমোদনের দ্বারা।

(viii) দ্বৈত নাগরিকতা কাকে বলে ?

উত্তরঃ কোনো ব্যক্তি যদি রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী একটি রাষ্ট্রের নাগরিক হয় এবং জন্মস্থান নীতি অনুযায়ী অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা লাভ করে তবে সেই ব্যক্তির নাগরিকতাকে দ্বৈত নাগরিকতা বলা হয়।

অথবা,

নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ চিহ্নিত করো।

উত্তরঃ (1) কেউ স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে পূর্বেকার রাষ্ট্রের নাগরিকতা লোপ পায়; (2) দেশদ্রোহিতার অপরাধেও অনেক সময় নাগরিকতা লোপ পায়।

(ix) গণপরিষদের প্রধান কাজ কী ছিল ?

উত্তরঃ গণপরিষদের প্রধান কাজ ছিল স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান রচনা করা।

(x) এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান রয়েছে।

উত্তরঃ ইংল্যান্ডে অলিখিত সংবিধান রয়েছে।

(xi) লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য লেখো।

উত্তরঃ (1) লিখিত সংবিধান সম্পূর্ণ বা অধিকাংশ লিখিত হয়, কিন্তু অলিখিত সংবিধানের বেশিরভাগ অংশ অলিখিত; (2) লিখিত সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় হয়, কিন্তু অলিখিত সংবিধান
সুপরিবর্তনীয় হয়।

অথবা,

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও।

উত্তরঃ ইংল্যান্ডের সংবিধান একটি সুপরিবর্তনীয় সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান।

(xii) গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ গণপরিষদের অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিংহ।

(xiii) আঞ্চলিক দলের সংজ্ঞা দাও।

উত্তরঃ যেসব রাজনৈতিক দল চারটির কম রাজ্যে স্বীকৃত, সেগুলিকে আঞ্চলিক দল বলা হয়।

(xiv) রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ প্রতিটি রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট কর্মসূচি থাকে।

অথবা,

রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না।

(xv) সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো ?

উত্তরঃ দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার পায় তবে তাকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে।

(xvi) নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তরঃ নির্বাচন কমিশন যে সুপারিশ দেয় সেগুলি কেন্দ্র সরকার মানতে পারে, আবার নাও পারে।

অথবা,

আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত ?

উত্তরঃ আঞ্চলিক নির্বাচন কমিশনার দের কার্যকালের মেয়াদ ছয় মাস।

বিভাগ-গ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8 × 5 = 40

(i) রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো।

অথবা,

রাষ্ট্রবিজ্ঞান কী বিজ্ঞান ? ব্যাখ্যা করো।

(ii) রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো।

অথবা,

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো।

(iii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো ? আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও।

অথবা,

জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো।

(iv) এককেন্দ্রিক সরকার কাকে বলে ? এর
বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।

অথবা,

রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত সরকারের মধ্যে পার্থক্য লেখো।

(v) ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো।

অথবা,

মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থকাগুলি লেখো।

This Post Has 2 Comments

Leave a Reply