2015 Class 11 Political Science Solved Question Paper | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান উত্তরসহ প্রশ্নপত্র ২০১৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2015 Political Science question paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৫ সালের উত্তরসহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
(New Syllabus)
POLITICAL SCIENCE
(2015)
Time: 3hrs 15 mts.     Full Marks : 80

বিভাগ – ক

1.বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24

(i) রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন—
(a) অ্যারিস্টটল (b) গার্নার (c) গেটেল (d) মার্কস।

উত্তরঃ (a) অ্যারিস্টটল।

(ii)”রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান” বলেছেন—
(a) গ্রিন (b) লর্ড ব্রাইস (c) সিলি (d) গেটেল৷

উত্তরঃ (b) লর্ড ব্রাইস

(iii) Public Opinion গ্রন্থটির লেখক—
(a) অ্যারিস্টটল (b) গার্নার (c) লিপম্যান (d) ব্লুন্টসলি

উত্তরঃ (c) লিপম্যান৷

(iv) রাষ্ট্রবিজ্ঞান _________ বিজ্ঞানের শাখা৷
(a) প্রাকৃতিক (b) নৈতিক (c) জীব (d) সামাজিকা

উত্তরঃ (d) সামাজিক৷

(v) ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন—
(a) নাগরিক (b) বিদেশি (c) জাতীয় (d) রাষ্ট্রহীন৷

উত্তরঃ (b) বিদেশি৷

(vi) ভারতে আছে—
(a) এক নাগরিকত্ব (b) দ্বিনাগরিকত্ব৷

উত্তরঃ (a) এক নাগরিকত্ব৷

(vii ভারতে সংবিধান গৃহীত হয়েছিল—
(১) ২৬ নভেম্বর, ১৯৪৯
(b) ১০ জানুয়ারি, ১৯৪৬
(c) ১৫ আগস্ট, ১৯৪৭
(d) ২৬ জানুয়ারি, ১৯৫০

উত্তরঃ (d) ২৬ জানুয়ারি,১৯৫০ সালে।

(viii) ভারতীয় সংবিধানের রূপকার হলেন—
(a) ড. রাজেন্দ্র প্রসাদ
(b) সোমনাথ লাহিড়ি
(c) জওহরলাল নেহরু
(d) ড.বি. আর. আম্বেদকর৷

উত্তরঃ (d) ড.বি.আর.আম্বেদকর৷

(ix) ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন—
(a) ড. বি. আর. আম্বেদকর
(b) পণ্ডিত জওহরলাল নেহরু
(c) সর্দার বল্লভভাই প্যাটেল
(d) ড. রাজেন্দ্র প্ৰসাদ৷

উত্তরঃ (a) ড.বি. আর. আম্বেদকর৷

(x) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল—
(a) ৩৮ তম সংশোধনে (b) ৪০ তম সংশোধনে
(c) ৪২ তম সংশোধনে (d) ৫৪ তম সংশোধনে৷

উত্তরঃ (c) ৪২ তম সংশোধনে৷

(xi) এককেন্দ্রিক সরকার আছে—
(a) যুক্তরাজ্যে (b) ভারতে (c) আমেরিকায়
(d) কোনোটিই নয়৷

উত্তরঃ (a) যুক্তরাজ্যে৷

(xii) সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে—
(a) রাষ্ট্রপতির কাছে (b) প্রধানমন্ত্রীর কাছে
(c) আইনসভার কাছে (d) কোনোটিই নয়৷

উত্তরঃ (c) আইনসভার কাছে।

(xiii) ভারতে নাগরিকগণের জন্য মৌলিক অধিকার স্বীকৃত আছে—
(a) ৬টি (b) ৭টি (c) ১০টি (d) কোনোটিই নয়৷

উত্তরঃ (a) ৬টি।

(xiv) মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে—
(a) আন্তর্জাতিক বিচারালয়
(b) মানবাধিকার কমিশন৷

উত্তরঃ (b) মানবাধিকার কমিশন৷

(xv) দলব্যবস্থা অপরিহার্য—
(a) গণতন্ত্রে (b) একনায়কতন্ত্রে
(c) রাজতন্ত্রে (d) অভিজাততন্ত্রে৷

উত্তরঃ (a) গণতন্ত্রে।

(xvi) সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে—
(a) ভারতে (b) ফ্রান্সে (c) ইংল্যান্ডে
(d) আমেরিকায়৷

উত্তরঃ (c) ইংল্যান্ডে৷

(xvii) __________ একটি আঞ্চলিক দল৷
(a) ভারতীয় জাতীয় কংগ্রেস
(b) সি.পি.আই.
(c) বি.জে.পি.
(d) এ. আই. এ.ডি.এম. কে.

উত্তরঃ (d) এ. আই. এ.ডি.এম.কে

(xviii) ভারতীয় সংসদে বর্তমানে বিরোধী দলটির নাম হল—
(a) কংগ্রেস (b) সমাজবাদী পার্টি
(c) সিপিআই (d) বি.জে.পি৷

উত্তরঃ (a) কংগ্রেস

(xix) ডিএমকে হল একটি ________ দল৷
(a) জাতীয় (b) সাম্প্রদায়িক
(c) ভাষাভিত্তিক (d) কোনোটিই নয়৷

উত্তরঃ (c) ভাষাভিত্তিক৷

(xx) ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন—
(a) মহাত্মা গান্ধী (b) সুভাষচন্দ্র বসু
(c) চিত্তরঞ্জন দাস (d) জহরলাল নেহেরু।

উত্তরঃ (b) সুভাষচন্দ্র বসু

(xxi) ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব __________ ওপর ন্যস্ত।
(a) নির্বাচন কমিশনের (b) প্রধানমন্ত্রীর
(c) রাষ্ট্রপতির (d) স্পিকারের।

উত্তরঃ (a) নির্বাচন কমিশনের।

(xxii) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের
ভোটদানের বয়স ছিল—
(a) 18 বছর (b) 20 বছর (c) 21 বছর
(d) 25 বছর৷

উত্তরঃ (c) 21 বছর।

(xxiii) ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়—
(a) 1947 খ্রিস্টাব্দে (b) 1952 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে (d) 1975 খ্রিস্টাব্দে৷

উত্তরঃ (b) 1952 খ্রিস্টাব্দে৷

(xxiv) মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর কর্ম থেকে অপসারিত করতে পারেন—
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি
(d) এঁদের কেউই নন৷

উত্তরঃ (c) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি [আসলে, আইনসভার সুপারিশক্রমে রাষ্ট্রপতি৷]


👉আরও দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


বিভাগ-খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16

(i) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদদের নাম লেখো৷

উত্তরঃ ব্লুন্টসলি, গেটেল প্রমুখ৷

(ii) কার মত অনুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীসংক্রান্ত আলোচনা?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েলের মতে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীসংক্রান্ত আলোচনা৷

অথবা,

রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী
দৃষ্টিভঙ্গির নাম লেখো।

উত্তরঃ সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি

(iii) UNESCO এর পুরো কথাটা কি ?

উত্তরঃ ইউনাইটেড নেশন্স এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশন৷

(iv)’পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ গ্রিক রাষ্ট্রদার্শনিক অ্যারিস্টটলের লেখা৷

অথবা,

রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো৷

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তা হলেন মেটল্যান্ড এবং কোঁত৷

(v) জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো।

উত্তরঃ জাতীয়তাবাদ সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে৷

অথবা,

জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করো।

উত্তরঃ জাতীয়তাবাদকে সংকীর্ণ অর্থে গ্রহণ করলে তার ফল হয় মারাত্মক৷

(vi) “ন্যাশনালিজম” গ্রন্থের লেখক কে ?

উত্তরঃ “ন্যাশনালিজম” গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

(vii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার হল জাতীয় গুণাবলি বিকাশের পক্ষে সহায়ক৷

অথবা,

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি হল যে এই মতবাদ শান্তিপূর্ণ সহাবস্থানকে বিঘ্নিত করে।

(viii) বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করো৷

উত্তরঃ জাতীয়তাবাদের কয়েকটি প্রকারভেদ হল- উদারনৈতিক (Liberal) জাতীয়তাবাদ, জাতিগত জাতীয়তাবাদ, স্থানীয় (Native), (Racial) জাতীয়তাবাদ ইত্যাদি৷

(ix) লিখিত ও অলিখিত সংবিধানের দুটি পার্থক্য লেখো৷

উত্তরঃ প্রথমত, লিখিত সংবিধানে রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন এবং অন্যান্য বিধিব্যবস্থা সব লিপিবদ্ধ অবস্থায় থাকে কিন্তু অলিখিত সংবিধানের বেশিরভাগটাই অলিখিত৷ দ্বিতীয়ত: লিখিত সংবিধান প্রধানত দুষ্পরিবর্তনীয় হয়। অপরদিকে অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হয়।

অথবা,

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের
একটি করে উদাহরণ দাও।

উত্তরঃ একটি সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল গ্রেট ব্রিটেনের সংবিধান৷ একটি দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান৷

(x) “ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে” কে বলেছেন ?

উত্তরঃ কে সি হোয়্যার৷

(xi) এমন একটি দেশের নাম করো যেখানে
অলিখিত সংবিধান রয়েছে৷

উত্তরঃ গ্রেট ব্রিটেনে অলিখিত সংবিধান রয়েছে।

(xii) কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল ?

উত্তরঃ 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল।

অথবা,

গণপরিষদের প্রধান কাজ কী ছিল ?

উত্তরঃ গণপরিষদের প্রধান কাজ ছিল স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান রচনা করা৷

(xiii) পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম লেখো৷

উত্তরঃ (1) তৃণমূল কংগ্রেস (2) ফরওয়ার্ড ব্লক৷

(xiv) ভারতের দুটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নাম লেখো৷

উত্তরঃ INTUC (ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস) এবং BMS (ভারতীয় মজদুর সংঘ)।

(xv) ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গণতন্ত্রের সাফল্যের একটি অপরিহার্য শর্ত হল সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার৷

অথবা,

ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের
ভোটাধিকারের ব্যর্থতার দুটি কারণ লেখো।

উত্তরঃ প্রথমত, সার্বিক শিক্ষার অভাব এবং
দ্বিতীয়ত, রাজনৈতিক চেতনার অভাব।

(xvi) ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজের উল্লেখ করো।

উত্তরঃ ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ হল নির্বাচক তালিকা প্রকাশ করা।

বিভাগ-গ (বড় প্রশ্ন)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5=40

(i) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো।

অথবা,

জাতীয় জনসমাজের উপাদানগুলি
আলোচনা করো।

(ii) স্বাধীনতার সংজ্ঞা নিরূপণ করো। এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো।

অথবা,

গণতন্ত্র কাকে বলে ? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

(iii) অলিখিত সংবিধান কী ? অলিখিত সংবিধানের গুণ ও দোষগুলি আলোচনা করো।

অথবা,

দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের
পার্থক্য নির্দেশ করো।

(iv) তুমি কী মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রিক ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও৷

অথবা,

রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা
করো৷

(v) ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য গুলি উল্লেখ করো।

অথবা,

ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো।

This Post Has One Comment

Leave a Reply