2014 Class 11 Political Science Solved Question Paper | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান উত্তরসহ প্রশ্নপত্র ২০১৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2014 Political Science question paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৪ সালের উত্তরসহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
(New Syllabus)
POLITICAL SCIENCE
(2014)
Time: 3hrs 15 mts. Full Marks : 80

বিভাগ – ক

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1×24 = 24

(i) রাষ্ট্রবিজ্ঞান হল একটি—
(a) গতিশীল শাস্ত্র (b) স্থিতিশীল শাস্ত্র।

উত্তরঃ (a) গতিশীল শাস্ত্র।

(ii) “রাষ্ট্রবিজ্ঞান-এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন—
(a) গেটেল (b) গার্নার (c) সিলি।

উত্তরঃ (a) গেটেল।

(iii) অ্যারিস্টটল একজন …. দার্শনিক।
(a) গ্রিক   (b) জার্মান   (c) রোমান

উত্তরঃ (a) গ্রিক।

(iv) ‘এ গ্রামার অফ পলিটিক্স’ গ্রন্থটির লেখক—
(a) বার্কার   (b) ল্যাস্কি   (c) হবহাউস।

উত্তরঃ (b) ল্যাস্কি।

(v) ‘নেশন’ শব্দটি এসেছে – শব্দ ‘নেশিও’ থেকে—
(a) জার্মান   (b) লাতিন   (c) গ্রিক।

উত্তরঃ (b) লাতিন।

(vi) “আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখো তরোয়াল” বলেছেন—
(a) জন স্টুয়ার্ট মিল (b) কার্ল মার্কস
(c) লর্ড কার্জন।

উত্তরঃ (c) লর্ড কার্জন।

(vii) বাংলাদেশের বাঙালিরা একটি—
(a) জাতি    (b) জাতি নয়।

উত্তরঃ (a) জাতি।

(viii) রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান—
(a) উপাদান    (b) উপাদান নয়৷

উত্তরঃ (a) উপাদান।

(ix) বিদেশিদের …….অধিকার থাকে না।
(a) রাজনৈতিক (b) সামাজিক (c) ব্যক্তিগত

উত্তরঃ (a) রাজনৈতিক।

(x) ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ……….. বয়সে।
(a) ১৮ (b) ২০ (c) ২১

উত্তরঃ (a) ১৮

(xi) …… এ রাষ্ট্রপতি শাসিত সরকার আছে।
(a) ব্রিটেন (b) ভারত (c) মার্কিন যুক্তরাষ্ট্র।

উত্তরঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র।

(xii) বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা—

(a) 25   (b) 26   (c) 29

উত্তরঃ (c) 29

[ মনে রাখতে হবে, সেই সময় ভারতের রাজ্য ছিল ২৯টি কিন্তু বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল।]

(xiii) সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়—
(a) ১৯৪৬ সালে (b) ১৯৪৭ সালে (c) ১৯৪৮ সালে।

উত্তরঃ (c) ১৯৪৮ সালে।

(xiv) ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় …… সংবিধান সংশোধনের দ্বারা।
(a) ২৫ তম   (b) ৪২ তম   (c) ৪৪ তম।

উত্তরঃ (b) ৪২ তম।

(xv) ভারতে ………… ব্যবস্থা আছে।
(a) একদলীয়   (b) দ্বিদলীয়   (c) বহুদলীয়৷

উত্তরঃ (c) বহুদলীয়৷

(xvi) ভারতের একটি জাতীয় দল হল—
(a) আর এস পি (b) ডি এম কে (c) বি জে পি।

উত্তরঃ (c) বি জে পি।

(xvii) ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়—
(a) নির্বাচন কমিশন (b) পার্লামেন্ট
(c) সুপ্রিম কোর্ট।

উত্তরঃ (a) নির্বাচন কমিশন।

(xviii) জাতীয় দল হতে গেলে ভারতে রাজনৈতিক দলকে অন্তত …….. রাজ্যের স্বীকৃতি পেতে হবে।
(a) ৩টি   (b) ৪টি   (c) ৫টি।

উত্তরঃ (b) ৪টি।

(xix) সিটু হল (CITU) একটি—
(a) রাজনৈতিক দল (b) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
(c) A ও B উভয়ই।

উত্তরঃ (b) চাপসৃষ্টিকারী গোষ্ঠী।

(xx) রাজনৈতিক ক্ষমতা দখল চাপসৃষ্টিকারী গোষ্ঠীর—
(a) লক্ষ্য (b) লক্ষ্য নয়।

উত্তরঃ (a) লক্ষ্য।

(xxi) __________ হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা।
(a) জন স্টুয়ার্ট মিল (b) রুন্টসলি (c) মেকলে।

উত্তরঃ (a) জন স্টুয়ার্ট মিল।

(xxii) ভারতে নির্বাচন কমিশন নিয়োগ করেন—
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী
(c) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

উত্তরঃ (a) রাষ্ট্রপতি।

(xxiii) ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ হল—
(a) ৪ বছর (b) ৫ বছর (c) ৬ বছর।

উত্তরঃ (c) ৬ বছর।

(xxiv) ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতে ________ এর মাধ্যমে ভোট গৃহীত হয়।
(a) ফেসবুক (b) টুইটার
(c) বৈদ্যুতিন ভোটদান যন্ত্ৰ (ই. ভি. এম.)।

উত্তরঃ (c) বৈদ্যুতিন ভোটদান যন্ত্ৰ (ই. ভি. এম.)।


👉আরও দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


বিভাগ – খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16 = 16

(i) পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে ?

উত্তরঃ গ্রিক শব্দ ‘পোলিস’ থেকে পলিটিক্স কথাটি এসেছে।

(ii) মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদদের নাম লেখো।

উত্তরঃ মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন অগাস্টাইন এবং সেন্ট টমাস একুইনাস।

অথবা,

কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ ?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ।

(iii) রিপাবলিক গ্রন্থটি কার লেখা ?

উত্তরঃ গ্রীক রাষ্ট্র দার্শনিক প্লেটোর লেখা।

(iv) আচরণবাদের দুজন প্রবক্তার নাম লেখো।

উত্তরঃ আচরণ বাদের দুজন প্রবক্তা হলেন- চার্লস মেরিয়াম এবং রবার্ট ডাল।

অথবা,

কাদের মতে রাষ্ট্র ‘শ্রেণিশাসনের যন্ত্র’ ?

উত্তরঃ মার্কসবাদীদের মতে রাষ্ট্র ‘শ্রেণিশাসনের যন্ত্র’।

(v) রাষ্ট্রের যে-কোনো পাঁচটি উপাদানের উল্লেখ করো ।

উত্তরঃ রাষ্ট্রের পাঁচটি উপাদান হল- স্থায়ী ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমিকতা এবং স্থায়িত্ব।

অথবা,

রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে যেকোনো একটি পার্থক্য উল্লেখ করো।

উত্তরঃ রাষ্ট্রের সার্বভৌমিকতা থাকে কিন্তু অন্যান্য সংগঠনের তা থাকে না।

(vi) রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রয়োগ মতবাদের একটি সমালোচনা উল্লেখ করো ।

উত্তরঃ শুধুমাত্র বলপ্রয়োগ রাষ্ট্রের ভিত্তি হতে পারে না।

অথবা,

রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য লেখ।

উত্তরঃ রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হল- চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।

(vii) জাতীয়তাবাদের স্বপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ জাতীয়তাবাদ সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

অথবা,

বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো ?

উত্তরঃ জাতীয়তাবাদের ধারণাটি সংকীর্ণ অর্থে প্রযুক্ত হলে নিজেদের মনে অহংবোধ তৈরি হয় এবং অপরের প্রতি বিদ্বেষভাব জন্মায়। এই জাতীয়তাবাদকেই বলে বিকৃত জাতীয়তাবাদ৷

(viii) “দুনিয়ার মজদুর এক হও” কার উক্তি ?

উত্তরঃ এই উক্তিটি কার্ল মার্কসের।

(ix) আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো।

উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা মানুষকে আন্তর্জাতিকতায় অনুপ্রাণিত করেছিল।

(x) জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ বলতে শুধু পশ্চিমি জাতীয়তাবাদকে বুঝিয়েছেন এবং জাতীয়তাবাদের সদগুণগুলি উপেক্ষা করে গেছেন।

(xi) নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ?

উত্তরঃ ‘নগর’ শব্দের সঙ্গে ‘ইক্’ প্রত্যয় যুক্ত হয়ে নগর শব্দটির উৎপত্তি হয়েছে।

(xii) ভারতের নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো।

উত্তরঃ ভারতে জন্মসূত্রে নাগরিকতা লাভ করা যায়।

অথবা,

ভারতের নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ গুরুতর দেশদ্রোহিতার অপরাধে ভারতের কোনো নাগরিকের নাগরিকতা লোপ পেতে পারে।

(xiii) চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি ধরনের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ ?

উত্তরঃ চাপসৃষ্টিকারী গোষ্ঠী উদারনৈতিক গণতন্ত্রের অঙ্গ।

অথবা,

ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো।

উত্তরঃ ডিএমকে, এআইডিএমকে।

(xiv) রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো ।

উত্তরঃ নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক ক্ষমতা দখল করা হল রাজনৈতিক দলের অন্যতম একটি কাজ।

(xv) সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের স্বপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার হল গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি।

অথবা,

সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ সার্বিক শিক্ষা না থাকলে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ব্যর্থতায় পর্যবসিত হবে।

(xvi) ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১-৫২ সালে।

বিভাগ – গ (বড় প্রশ্ন)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5 =40

(i) রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ৪

অথবা,

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি আলোচনা করো। ৪

(ii) আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কী কী ? 3+5

অথবা,

গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য গুলি সংক্ষেপে আলোচনা করো। ৪

(iii) দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুনাগুন আলোচনা করো। 4+4

অথবা,

ভারতীয় সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

(iv) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য নির্ণয় করো।

অথবা,

ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। 8

(v) অধিকার বলতে কী বোঝো? পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। 2 + 3 +3

অথবা,

ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 8

This Post Has One Comment

Leave a Reply