Class 7 Geography 2nd Unit Test Question Paper with Answer Set-4 | সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 7 GEOGRAPHY SECOND SUMMATIVE EVALUATION WBBSE

Class 7 Geography 2nd Unit Test Question Paper with Answer Set-4 | সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি         বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ২৫ ‌  সময়ঃ ৫০ মিনিট

সিলেবাস— ১. ভূমিরূপ (৪র্থ অধ্যায়) ২. নদী (৫ম অধ্যায়) ৩. শিলা ও মাটি (ষষ্ঠ অধ্যায়) ৪. আফ্রিকা মহাদেশ (দশম অধ্যায়)

SET – 4

১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×৫=৫

(i) হিমালয় হল __________ পর্বতের প্রকৃষ্ট উদাহরণ।
(ক) ভঙ্গিল
(খ) আগ্নেয়
(গ) স্তূপ
(ঘ) ক্ষয়জাত

উত্তরঃ (ক) ভঙ্গিল

(ii) নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয়—
(ক) গিরিখাত
(খ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(গ) বদ্বীপ
(ঘ) প্লাবনভূমি

উত্তরঃ (খ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(iii) প্রাথমিক শিলার উদাহরণ হল—
(ক) গ্রানাইট
(খ) বেলেপাথর
(গ) শেল
(ঘ) মারবেল

উত্তরঃ (ক) গ্রানাইট

(iv) দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হল—
(ক) প্রেইরি
(খ) ডাউন
(গ) ভেল্ড
(ঘ) পম্পাস

উত্তরঃ (গ) ভেল্ড

(v) সাহারা মরুভূমি যে মহাদেশ অবস্থিত—
(ক) এশিয়া,
(খ) আফ্রিকা,
(গ) উত্তর আমেরিকা,
(ঘ) দক্ষিণ আমেরিকা।

উত্তরঃ (খ) আফ্রিকা

২. নির্দেশ অনুসারে উত্তর দাও : ১×২=২

(i) পার্বত্য অঞ্চলে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। (সত্য মিথ্যা নির্ণয় করো)

উত্তরঃ মিথ্যা। (সমভূমি অঞ্চলে)

(ii) নদীর নিম্নপ্রবাহে উল্লেখযোগ্য ভূমিরূপ হল প্লাবনভূমি ও _________ । (শূন্যস্থান পূরণ করো)

উত্তরঃ বদ্বীপ

৩. এক কথায় উত্তর দাও : ১×৩=৩

(i) মালভূমির অপর নাম কী ?

উত্তরঃ টেবিলল্যান্ড।

(ii) মার্বেল কোন্ জাতীয় শিলা ?

উত্তরঃ মার্বেল রূপান্তরিত শিলা।

(iii) আফ্রিকার কোন্ নদী সবচেয়ে বেশি জল বহন করে ?

উত্তরঃ কঙ্গো নদী।

৪. টীকা লেখো : (যে-কোনো দুটি) : ২×২=৪
(i) আগ্নেয় পর্বত, (ii) ওয়াদি, (iii) খাঁড়ি

উত্তরঃ

(i) আগ্নেয় পর্বত : অগ্ন্যুৎপাতের সময় নির্গত লাভা, ছাই, পাথর প্রভৃতি ক্রমাগত সঞ্চিত সঞ্চিত হতে হতে উঁচু হয়ে যে ত্রিকোণাকার পর্বত গঠিত হয়, তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন- জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, ইতালির এটনা, ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো প্রভৃতি।

(ii) ওয়াদি : সাহারা মরুভূমি অঞ্চলের অধিকাংশ নদী আটলাস পর্বত ও মধ্যভাগের উঁচু ভূমি থেকে উৎপত্তি হয়েছে। জলের অভাবে নদীগুলি অত্যন্ত সরু আকারের এবং বৃষ্টির অভাবে অধিকাংশ নদী শুকিয়ে গেছে। ওয়াদ্রা এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। স্থানীয় ভাষায় এখানকার নদীখাতগুলিকে ওয়াদি বলে।

(iii) খাঁড়ি : কিছু নদীর মোহানায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল মোহানার ভেতর দিয়ে ওপরের দিকে উঠে যায়। আবার ভাটার সময় সমুদ্রে জল নেমে আসে। এভাবে চওড়া মোহানা বা খাঁড়ির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়।

৫. অনধিক ৫০ শব্দে মধ্যে উত্তর দাও : ৩x২=৬

(i) নিত্যবহ ও অনিত্যবহ নদী বলতে কী বোঝো ? কয়েকটি নিত্যবহ নদীর উদাহরণ দাও।

উত্তরঃ উঁচু পার্বত্য অঞ্চলের বরফ গলা জলে পুষ্ট যে সব নদীতে সারা বছর জল থাকে, তাকে নিত্য বহ নদী বলে। যেমন- ভারতের গঙ্গা, সিন্ধু, তিস্তা প্রভৃতি।

যে সব নদীতে সারা বছর জল থাকে না, তাদের অনিত্যবহ নদী বলে। সাধারণত মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের দরুন যে সব নদীর সৃষ্টি হয় সেগুলিতে বর্ষা কাল ব্যতীত অন্য সময় জল প্রবাহ থাকে না বলে, এই নদীগুলিকে অনিত্য বহ নদী বলা হয়।

(ii) টীকা লেখো: পাত।

উত্তরঃ ভূ-পৃষ্ঠ অনেকগুলি ছোটো বড়ো খণ্ড নিয়ে গঠিত। এক একটি খণ্ডকে পাত বলা হয়। চায়ের প্লেট ভাঙলে যে রকম টুকরো হয়ে যায় পাতগুলিও সেই রকম টুকরোর সঙ্গে তুলনীয়। পাতগুলি একটি সান্দ্র বা থকথকে অ্যাস্থেনোস্ফিয়ার ত্বকের মধ্যে ভেসে রয়েছে। পাতগুলি চলনশীল, ভাসতে ভাসতে এগুলি কখনও পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায় আবার কখনও দূরে সরে যায়।

৬. নীচের যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : (অনধিক দশটি বাক্যে) : ৫×১=৫

৬.১ নীলনদ ও কঙ্গো ছাড়া আফ্রিকার অন্য প্রধান তিনটি নদী কী কী ? এদের গতিপথের বর্ণনা দাও।

উত্তরঃ নীলনদ ও কঙ্গো ছাড়া আফ্রিকার অন্যান্য নদনদীগুলি হল নাইজার, জাম্বেসি ও অরেঞ্জ।

নাইজার : পশ্চিম আফ্রিকার প্রধান নদী নাইজার-এর দৈর্ঘ্য 4180 কিমি.। আটলান্টিক মহাসাগর থেকে 200 কিমি দূরে গিনি উচ্চভূমি হল এর উৎসস্থল। এই নদীটি আটলান্টিকের উল্টোদিকে সাহারা মরুভূমির দিকে প্রবাহিত হয়েছে। নাইজার নদী উত্তর দিকে টিমবাকটু শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণদিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে। এই নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। মোহানার কাছে এই নদীর সৃষ্টি করা ব-দ্বীপ বেশ জনবহুল। এখানকার মানুষের জীবিকা চাষ-আবাদ ও পশুপালন।

জাম্বেজি : আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী জাম্বেজি, এর দৈর্ঘ্য 2574 কিমি। জাম্বিয়া, অ্যাঙ্গোলা ও কঙ্গো—এই তিনটি দেশ যেখানে মিলিত হয়েছে সেখানে এই নদীর উৎপত্তি। জাম্বেজি নদীটি পড়েছে ভারত মহাসাগরে। এই নদীপথে সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। এই নদীপথে দুটি বড়ো জলবিদ্যুৎ কেন্দ্রও তৈরি হয়েছে।

অরেঞ্জ : আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদী অরেঞ্জ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য 2200 কিমি। ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন এই নদী আটলান্টিক মহাসাগরে পড়েছে। জলসেচের উদ্দেশ্যে এই নদীতে প্রায় 29টি জলাধার তৈরি করা হয়েছে।

৬.২ মৃত্তিকার শ্রেণিবিভাগ করে বিভাগগুলি সম্বন্ধে লেখো।

উত্তরঃ মৃত্তিকা বা মাটির দানার মাপ বড়ো না সূক্ষ্ম অর্থাৎ তার আকার ও গঠনের ওপর ভিত্তি করে মাটিকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, এগুলি হল– (i) বেলে মাটি (ii) এঁটেল মাটি ও (iii) দোআঁশ মাটি।

(i) বেলেমাটি : এই মাটিতে বালির ভাগ বেশি থাকে বেলেমাটির দানা মোটা হয়। এই দানাগুলির মধ্যে ফাঁক বেশি থাকায় এই মাটির জলধারণ ক্ষমতা অত্যন্ত কম হয়। ফলে জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়। এই মাটির ওপরের স্তর শুষ্ক ও অনুর্বর হওয়ার কৃষিজ ফসল ও উদ্ভিদ তাদের প্রয়োজনীয় খাদ্য এই মাটি থেকে সংগ্রহ করতে পারে না। তাই বেলেমাটিতে কৃষিজ ফসল ভালো হয় না।

(ii) এঁটেল মাটি : এই মাটিতে কাদার ভাগ বেশি। এই মাটির স্তরে কাদামাটির ও পলির দানা অত্যন্ত সূক্ষ্ম ও ঘনসন্নিবিষ্ট থাকে। এঁটেল মাটির দানার মধ্যে ফাঁক এতই কম যে, জল ঢাললে দাঁড়িয়ে থাকে, ফলে এঁটেল মাটি জলপূর্ণ হলে আঠালো ও কর্দমাক্ত হয় আর জলশূন্য অবস্থায় কঠিন হয়, এই মাটিতে চাষ করা কষ্টকর তবে কোনো কোনো ফসল এই মাটিতে ভালো ফলে।

(iii) দোঁয়াশ মাটি : এই মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান। ছোটো ও বড়ো কাদায় বালির কণা এই মাটিতে ঘন সন্নিবিষ্ট থাকে, এর ফলে দোঁয়াশ মাটিতে জল, বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে। সুতরাং এই মাটি উর্বর ও ফসল ফলানোর জন্য বেশ ভালো।

📌আরও পড়ুনঃ

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here

📌আরও পড়ুনঃ

সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Leave a Reply