HS Sanskrit Question Paper With Answer | উচ্চমাধ্যমিক উত্তরসহ সংস্কৃত প্রশ্নপত্র ২০১৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2017 question paper of Sanskrit subject for West Bengal Council of higher secondary students. Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র ছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের ২০১৭ সালের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রের MCQ ও SAQ এর উত্তর নীচে দেওয়া হলো।

HIGHER SECONDARY EXAMINATION
2017
SANSKRIT
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :

1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ ক / PART – A (Marks: 54)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো।

(b) বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দুই দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো।

পদ্যাংশ (যে কোনো একটি)

(c) “যদ্ যদ্ আচরতি শ্রেষ্ঠস্তবদ্ এবেতরো জনঃ”— তাৎপর্য লেখো।

(d) গঙ্গাস্তোত্রম-এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) বাসন্তিকস্বপ্নম-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

(f) “বিজয়তাম্ অস্মাকম্ অবনিপঃ”— উক্তিটি কার ? অবনিপঃ কে ? বক্তা তাঁর কাছে কেন এসেছিলেন ?

সাহিত্যেতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

(h) জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

2. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি)
4×1=4

(a) ন কর্মণাম্ অনারম্ভান্ নৈষ্কর্ম্যং পুরুষোহশ্নুতে।

(b) কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্।
ইন্দ্রিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে ।।

3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো : (যে-কোনো তিনটি) 1×3=3

(a) वालक: सर्पात् बिभेति।

উত্তরঃ ‘ভীত্রার্থানাং ভয়হেতুঃ’ – সূত্রানুসারে ‘সর্পাৎ’ পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে।

(b) भिशुक: पादेन खन्जः

উত্তরঃ ‘যেনাঙ্গবিকারঃ’ সূত্রানুসারে ‘পাদেন’ পদে বিকারার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে।

(c) मुक्तये हरि भजति

উত্তরঃ ‘কর্তুরীপ্সিততমং কর্ম’ সূত্রানুসারে ‘হরিং’ পদে কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে।

(d) वालिकया पुष्पं दृश्यते।

উত্তরঃ ‘পুষ্পং’ পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে।

4. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে-কোনো দুটি) 2×2=4

(a) सिंहभयम = সিংহাৎ ভয়ৎ – ৫মী তৎপুরুষঃ সমাসঃ

(b) त्रिभुवनम् = ত্ৰয়াণাং ভুবনানাং সমাহারঃ – সমাহার দিগুঃ স

(c) उपकृष्पम् = কৃষ্ণস্য সমীপম্ – অব্যয়ীভাবঃ সমাসঃ

5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো : (যে-কোনো দুটি) 1×2=2

(a) शुद्रा – शुद्री

» शुद्रा— শূদ্র জাতীয়া কন্যা।
» शुद्री— শূদ্রের পত্নী।

(b) यवनी – यवनानी

» यवनी— যবনের পত্নী।
» यवनानी— যবনদের লিপি।

(c) आचार्या – आचार्यानी।

» आचार्या— অধ্যাপিকা।
» आचार्यानी— অধ্যাপকের স্ত্রী।

6. এককথায় প্রকাশ করো : (যে-কোনো তিনটি) 1×3=3

(a) जनानां समूह:; = জনতা।

(b) इन्द्र: देवता अस्य (मूलप्रातिपदिकम्); = ঐন্দ্রঃ।

(c) नदी माता यस्य सः (मूलप्रातिपदिकम्); = নদীমাতৃকঃ ।

(d) कर्तुम इच्छति = চিকীর্ষতি

7. পরিনিষ্ঠিত রূপটি লেখো : (যে-কোনো তিনটি) 1 x 3 = 3

(a) वह् + तुमुन् = বোঢ়ুম।

(b) कुन्ती + ढक् (मूलप्रातिपदिकम्) = কৌন্তয়ঃ

(c) भू + कत्वा = ভূত্বা।

(d) कृ + शतृ (मूलप्रातिपदिकम्) = কুর্বৎ ।

8. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) কেন্তুম্ ও সতম্ সম্পর্কে লেখো।

(b) ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও।

9. সংস্কৃতে অনুবাদ করো : 5×1=5

একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্টি ফল খেত। নদীতে একটি কুমীর থাকত। বানরের সঙ্গে কুমীরের বন্ধুত্ব হল। তারা প্রতিদিন গল্প করত।

উত্তরঃ नदीतीरे एकः वानरः निवसति स्म। सः प्रतिदिनं मधुराणि फलानि खादति स्म। पूर्वं नदीयां ग्राहः आसीत्। ग्राहः वानरेण सह मित्रतां कृतवान्। ते प्रतिदिनं वार्तालापं कुर्वन्ति स्म।
(একঃ বানরঃ নদ্যাঃ তীরে অবসৎ। সঃ প্রতিদিনং মধুরং ফলম্ অখাদৎ। নদ্যাম্ একঃ মকরঃ অতিষ্ঠৎ। বানরেণ সহ মকরস্য বন্ধুত্বম্ অভবৎ ।)

অথবা,

এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছাল। সেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেল।

উত্তরঃ एकः क्षुधार्तः शृगालः एकं युद्धक्षेत्रम् आगतः। तत्र विचित्रशब्दान् श्रुतवान्। सः ततः पलायिष्यामि इति चिन्तितवान्। परन्तु तदा सः निश्चयं कृतवान् यत् सः शब्दस्य स्रोतः अन्वेषयिष्यति इति। सः एकं आवरणं दृष्टवान्।

(একঃ ক্ষুধার্তঃ শৃগালঃ রণভূমৌ আগতঃ। তত্ৰ সঃ অদ্ভূতং শব্দং শ্রুতবা। সঃ অচিন্তয়ৎ, তস্মাৎ সঃ পলায়িষ্যতি। পরন্তু অনন্তরং স নিরূপিতবান্ যৎ, সঃ শব্দস্য উৎসঃ অন্বেষণং করিষ্যতি। সঃ একাং ঢক্কাং দৃষ্টবান্।)

10. যে-কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো : 5
(a) मम ग्राम: (b) मम देश: (c) मम जीवने स्मरणीयं दिनम्।

PART-B (Marks: 26)

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো : 1×15=15

গদ্যাংশ

(i) আর্যাবর্তবর্ণনম্ — গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত ?
(a) প্রথম, (b) তৃতীয়, (c) চতুর্থ, (d) ষষ্ঠ।

উত্তরঃ (a) প্রথম।

(ii) समान: सेव्यतया नाकलोकस्य– ‘নাকলোক’ শব্দের অর্থ কী ?
(a) নরক, (b) নাসিকা, (c) স্বর্গ, (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) স্বর্গ।

(iii) সাম কী ?
(a) সাহিত্য, (b) উপন্যাস, (c) দর্শন, (d) বেদ।

উত্তরঃ (d) বেদ।

(iv) অলিপর্বার ভাইয়ের নাম কী ?
(a) শনিপর্বা, (b) কশ্যপ, (c) মহাপর্বা, (d) নল।

উত্তরঃ (b) কশ্যপ

* পদ্যাংশ *

(v) অথ কেন প্রযুক্তোইয়ং পাপং চরিত পুরুষঃ কে, কাকে বলেছেন ?
(a) কৃষ্ণ অর্জুনকে,
(b) অর্জুন কৃষ্ণকে,
(c) শঙ্করাচার্য গঙ্গাকে,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) অর্জুন কৃষ্ণকে।

(vi) ‘कल्पलता’ কাকে বলা হয়েছে ?
(a) কামধেনু, (b) গঙ্গা, (c) সুরভি, (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) গঙ্গা।

(vii) শঙ্করমৌলিবিহারিণি – কোন্ বিভক্তি ? (a) প্রথমা, (b) দ্বিতীয়া, (c) সপ্তমী, (d) সম্বোধন

উত্তরঃ (d) সম্বোধন।

(viii) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় ?
(a) সত্ত্বগুণ, (b) রজোগুণ, (c) তমোগুণ, (d) সত্ত্ব ও রজঃ।

উত্তরঃ (b) রজোগুণ।

* নাট্যাংশ *

(ix) वासन्तिकस्वप्नम्– অনুবাদটি কার ?

(a) গোবিন্দকৃষ্ণ মোদক-এর,
(b) শঙ্করাচার্য-এর,
(c) বিদ্যাসাগর-এর
(d) কৃষ্ণমাচার্য-এর।

উত্তরঃ (d) কৃষ্ণমাচার্য-এর।

(x) রাজার নাম কী ?
(a) ইন্দ্ৰশৰ্মা, (b) ইন্দুধর্মা, (c) ইন্দুকর্মা, (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (d) এদের কোনোটিই নয়।

(xi) নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল ?
(a) ঘণ্টাধ্বনি, (b) হর্ষধ্বনি, (c) বংশীধ্বনি, (d) মৃদঙ্গধ্বনি।

উত্তরঃ (d) মৃদঙ্গধ্বনি।

(xii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন ?
(a) প্রমোদ, (b) মকরন্দ (c) বসন্ত, (d) ইন্দুশর্মা।

উত্তরঃ (c) বসন্ত।

সাহিত্যের ইতিহাস

(xiii) স্বপ্নবাসবদত্তম্ কার রচনা ?
(a) কালিদাস, (b) বিশাখদত্ত, (c) শূদ্রক, (d) ভাস।

উত্তরঃ (d) ভাস।

(xiv) মেঘদূত কে লিখেছেন ?
(a) কালিদাস, (b) জয়দেব, (c) শূদ্রক, (d) বিশাখদত্ত।

উত্তরঃ (a) কালিদাস।

(xv) মৃচ্ছকটিকম্ কে লিখেছিলেন ?
(a) কালিদাস, (b) জয়দেব, (c) শূদ্রক, (d) বিশাখদত্ত।

উত্তরঃ (c) শূদ্রক।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : 1×11=11

* গদ্যাংশ (যে-কোনো তিনটি) *

(i) স্ফোট কারা স্বীকার করেন ?

উত্তরঃ বৈয়াকরণেরা।

(ii) অলিপর্বার কয়টি গাধা ?

উত্তরঃ তিনটি।

(iii) আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল ?

উত্তরঃ গুরুকুল কেন্দ্রিক।

(iv) অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল ?

উত্তরঃ ৪০ জন।

* পদ্যাংশ (যে-কোনো তিনটি) *

(v) শ্রীমদ্ভগবদ্‌গীতায় কতগুলি অধ্যায় ?

উত্তরঃ ১৮টি।

(vi) নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষলাভ করেছেন এমন কারও নাম পাঠ্যাংশ অনুসারে বলো।

উত্তরঃ রাজা জনক।

(vii) শ্বপচঃ শব্দের অর্থ কী ?

উত্তরঃ চণ্ডাল।

(viii) গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত ?

উত্তরঃ নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে।

* নাট্যাংশ (যে-কোনো তিনটি) *

(ix) রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ?

উত্তরঃ কনকলেখার।

(x) রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন ?

উত্তরঃ রাজা তার বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

(xi) বৈবস্বতনগর শব্দের অর্থ কী ?

উত্তরঃ যমপুরী।

(xii) জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ – কার উক্তি ?

উত্তরঃ রাজা ইন্দ্রবর্মার।

* সাহিত্যের ইতিহাস (যে-কোনো দুটি) *

(xiii) আর্যভট্ট কোন্ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

উত্তরঃ জ্যোতির্বিজ্ঞান।

(xiv) ভাস কয়টি নাটক লিখেছেন ?

উত্তরঃ ১৩টি।

(xv) একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো।

উত্তরঃ ঊরুভঙ্গ।

H.S SANSKRIT QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
NoEx NoEx 2022 2023 2024

This Post Has One Comment

Leave a Reply