WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-6 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 8 HISTORY 2ND UNIT TEST

WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-6 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬

📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper

Set-6

সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র।
(২) ৫ম অধ্যায় : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া।
(৩) ৬ষ্ঠ অধ্যায় : জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : 25 সময় : 50 মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: (যে কোনো চারটি) : ১x৫=৫

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়- (১৮৯৩ / ১৮১৩ / ১৭৯৩) খ্রিস্টাব্দে।

(খ) ১৮২৯ খ্রীঃ আইন করে সতীদাহের বন্ধ করেন– (রাজা রামমোহন রায় / লর্ড বেন্টিঙ্ক / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

(গ) ‘নীলদর্পন’ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন- (তিতুমীর / দয়ানন্দ সরস্বতী / দীনবন্ধু মিত্র।)।

(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন- (উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় / হিউম / বাল গঙ্গাধর তিলক)।

(ঙ) ‘দাদন’ কথাটির সঙ্গে যুক্ত- (সাঁওতাল বিদ্রোহ / নীল বিদ্রোহ / দাক্ষিণাত্যের বিদ্রোহ)।

২। অতি সংক্ষিপ্ত উত্তর দাও : ১x৫=৫

(ক) নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কী বোঝ ?

(খ) সাঁওতাল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো।

(গ) জাতীয় কংগ্রেসের নরমপন্থী কাকে বলে ?

(ঘ) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল ?

(ঙ) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?

৩। টাকা লেখো : (যে কোনো ৪টি) : ২.৫×৪= ১০

(ক) মেকলে মিনিট (খ) পলাশির লুন্ঠন (গ) স্বত্ববিলোপ নীতি (ঘ) দ্বৈতশাসন ব্যবস্থা (ঙ) উডের ডেসপ্যাচ। (চ) কর্ণওয়ালিশ কোড

৪. যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো: (আট-দশটি বাক্যে) ৫×১=৫

(ক) ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লার বিরোধের কারণগুলি আলোচনা করো।

(খ) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ? এর শর্তগুলি আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ? এর সুফল ও কুফলগুলি আলোচনা করো।

(গ) তুমি কি মনে করো ১৮৫৭ খ্রীঃ বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্ত দাও।

Leave a Reply