CLASS 8 HISTORY 2ND UNIT TEST
WBBSE Class 8 History Second Unit Test Question Paper With Answer Set-8 | অষ্টম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৮
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
Set-8
সিলেবাস/Syllabus—
(১) ৪র্থ অধ্যায় : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র।
(২) ৫ম অধ্যায় : ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া।
(৩) ৬ষ্ঠ অধ্যায় : জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ।
Kanchantala J.D.J.Institution (H.S.)
2nd Summative Evaluation: 2022
Class: VIII বিষয়: ইতিহাস
F.M: 25 Time-50 Min
১। সঠিক উত্তরটি বেছে নাও : ১x৫=৫
১.১ মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল-
(ক) বাংলায় (খ) দক্ষিণ ভারতে (গ) উত্তর ভারতে (৫) বোম্বাই-এ
১.২ ভারতের আধুনিক মানুষ বলা হয়-
ক) রাজেল রামমোহন রায় (খ) স্বামী বিবেকানন্দ (গ) কেশবচন্দ্র সেন
(দ) বিদ্যাসাগরকে
১.৩ বিধবা বিবাহ আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন- ক) রাজা রাধাকান্ত দেব (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) অরবিন্দ ঘোষ (ঘ) রামমোহন রায়।
১.৪ কংগ্রেসকে সংখ্যালঘিস্টের প্রতিনিধি বলে বিদ্রুপ করেছেন- ক) হিউম (খ) ডাফরিন (গ) বেন্টিঙ্ক (ঘ) কার্জন
১.৫ ১৮৭৮ খ্রিঃ দেশীয় মুদ্রন আনি জারি করেন- (ক) লর্ড লিটন (খ) লর্ড রিপন (গ) লর্ড ক্লাইভ (ঘ) জন মর্লে
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (চারটি বা পাঁচটি বাক্যে) : ১x৫=৫
২.১ “দাদন’ কথার অর্থ কী ?
২.২ ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয় ?
২.৩ তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ?
২.৪ শূন্যস্থান পূরন করো : ___________ খ্রিষ্টাব্দে চালু হয় বঙ্গলক্ষী কটন মিল।
২.৫ শূন্যস্থান পূরন করো : ___________ জাতীয় কংগ্রেসে প্রথম সভা বসেছিল।
৩। নিচের যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : ২x২=৪
৩.১ ‘দাক্ষিনাত্য হাঙ্গমা’ বলতে কী বোঝ ?
৩.২ ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তনে ব্রিটিশ সরকারের মূল উদ্দেশ্য কী ছিল ?
৩.৩ ইলবার্ট বিল বিতর্ক কী ?
৪। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৩x২=৬
(ক) বাগিচা শিল্প বলতে কী বোঝ ?
(খ) দক্ষিণ ভারতের মোপালা বিদ্রোহের কারন কী ছিল ?
(গ) চরমপন্থীদের দাবিগুলির প্রতি ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া কী ছিল ?
৫. নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
(ক) ভারতের কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ব্যবস্থার বিকাশ সংক্ষেপে লেখ ?
(খ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে বিদ্রোহ কেবল ‘সিপাহী বিদ্রোহ ছিল’ তোমার উত্তরে পক্ষে যুক্তি দাও ?
(গ) সভা সমিতির যুগ বলতে কী বোঝো ? ১৯০৭ খ্রিষ্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো ?