পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-3 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION PAPER

Set-3

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-3 wbbse

📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০            সময় : ৪০ মিনিট

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×৬=৬

(ক) সর্বপল্লী রাধাকৃষ্ণান-এর জন্মটি পালিত হয় যে দিবস রূপে-(শিক্ষক দিবস / পরিবেশ দিবস / শিশু দিবস)।

উত্তরঃ শিক্ষক দিবস।

(খ) ঘুম রেলওয়ে স্টেশন (দার্জিলিং / জলপাইগুড়ি / মালদহ) জেলায় অবস্থিত।

উত্তরঃ দার্জিলিং

(গ) শ্বাসমূল দেখা যায় (নারকেল / সুন্দরী / আম) গাছে।

উত্তরঃ সুন্দরী।

(ঘ) টেরাকোটার কাজ বিখ্যাত- (দিঘায় / কলকাতায় / বিষ্ণুপুর)।

উত্তরঃ বিষ্ণুপুর।

(ঙ) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম- (সিঙ্গালিলা / সান্দাকফু / কাঞ্চন জঙ্ঘা)।

উত্তরঃ সান্দাকফু

(চ) অযোধ্যা পাহাড় অবস্থিত-(বাঁকুড়া / পুরুলিয়া / বীরভূম)।

উত্তরঃ পুরুলিয়া।

(ছ) গান্ধিবুড়ি নামে পরিচিত- (মাতঙ্গিনী হাজরা / প্রীতিলতা ওয়াদ্দেদার / বেগম রোকেয়া)।

উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।

২. শূন্যস্থান পূরণ করো (৬টি) : ১x৬=৬

(ক) বাংলাদেশের জাতীয় সংগীত লিখেছেন _______________।

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

(খ) রায়গঞ্জে ___________ পাখিরালয় আছে।

উত্তরঃ কুলিক পাখিরালয়।

(গ) বারুইপুরের ___________ বিখ্যাত।

উত্তরঃ পেয়ারা।

(ঘ) ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয় _____________।

উত্তরঃ ২৬ জানুয়ারি

(ঙ) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন ______________।

উত্তরঃ জহরলাল নেহেরু

(চ) কলকাতা __________ নদীর তীরে অবস্থিত।

উত্তরঃ হুগলি

(ছ) ডিভিসি-র পুরো কথা হল ____________।

উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন।

৩. বামদিক ও ডানদিক সাজিয়ে লেখো ১×৪=৪

বাম দিক ডান দিক
(১) বোলপুর (ক) মালদা
(২) দিঘা (খ) বীরভূম জেলা
(৩) ইংলিশ বাজার (গ) মুর্শিদাবাদ
(৪) বহরমপুর (ঘ) পূর্ব মেদিনীপুর জেলা

উত্তরঃ

(১) বোলপুর (খ) বীরভূম জেলা
(২) দিঘা (ঘ) পূর্ব মেদিনীপুর জেলা
(৩) ইংলিশ বাজার (ক) মালদা
(৪) বহরমপুর (গ) মুর্শিদাবাদ

৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (২টি) : ২×২=৪

(১) নিত্যবহ নদী কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যে সমস্ত নদীতে সারাবছর জল থাকে এবং নদীগুলি বরফগলা জলে পুষ্ট, সেইসব নদীগুলিকে নিত্যবহ নদী বলে।

• নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হল-গঙ্গা, চূর্ণি, জলঙ্গী, তিস্তা ইত্যাদি।

(২) কয়লার দুটি ব্যবহার লেখো। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ কয়লার দুটি ব্যবহার হল- (i) জ্বালানি হিসেবে রান্নার কাজে, (ii) তাপবিদ্যুৎ উৎপাদনে।

পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম আসানসোল।

(৩) উত্তরবঙ্গের একটি বনভূমির নাম লেখো। এখানে কোন্ কোন্ প্রাণী দেখা যায় ?

উত্তরঃ গরুমারা অভয়ারণ্য।

• এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভালুক, হাতি, বাইসন ইত্যাদি প্রাণী দেখা যায়।

Leave a Reply