WBBSE Class 6 Bengali Annual Exam Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 6 (VI) WBBSE
BENGALI QUESTION PAPER

WBBSE Class 6 Bengali Annual Exam Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : ১×১১=১১

১.১ যতীন দাশের দ্বিতীয় ছদ্মনাম ছিল— (কালীবাবু / রবিনবাবু / শচীনবাবু)।

১.২ (ফার্স্ট / সেকেন্ড / থার্ড)- স্লিপের পেটে লেগে বলটা জমে গেল।

১.৩ দত্তদের- (বাঁশবাগানে / ফুলবাগানে / আমবাগানে) ঢুকলেই খাসা সময় কেটে যাবে।

১.৪ ‘এক পথে এক সাথে চল, উড়াইয়ে একতা- (পতাকা / ধ্বজা / নিশান)।

১.৫ (কন্যা / ভ্রাতা / পুত্র) ভিন্ন ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন ?

১.৬ মনে হয় সব নিয়ে এ (ধরণী / পৃথিবী / রমণী) ভালো।

১.৭ ‘ঈশ্বর’ পদটির বিশেষণ হলো- (ঐশ্বরিক / ঈশ্বরিক / ঔশ্বরিক)।

১.৮ ‘ছন্দোবদ্ধ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয়- (ছন্দো + বন্ধ / ছন্দঃ + বদ্ধ / ছন্দঃ + বোদ্ধ)।

১.৯ ‘তুরঙ্গম’ শব্দটি- (অপরিবর্তিত যৌগিক শব্দ / মৌলিক শব্দ / সংকুচিত যৌগিক শব্দ)।

১.১০ ‘ওরা খাবার ফেলে দিয়ে নষ্ট করে তবু গরীবদের দিতে পারে না’— বাক্যটিতে ‘যোজক’ পদটি হলো- (তবু / নষ্ট / দিতে)।

১.১১ সমোচ্চারিত শব্দ যুগল- ‘সুর এবং শূর’-এর অর্থ হলো- (গান ও ছন্দ / দেবতা ও বীর / ধরন ও নরম)।

২। দু-এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও : ১x১৩=১৩

২.১ ‘গাঙচিলেরা উড়বে খালি’– গাঙচিলেরা কীসের সন্ধানে উড়বে ?

২.২ ‘ছুটি পেলে যায় সে ছুটে’– ছুটি পেলে কোথায় ছুটে যায় ?

২.৩ ‘দুই সহোদর ভাই’- সহোদর ভাই কারা ?

২.৪ ‘হাবুর বিপদ’ গল্পে হাবুর ক্লাসের ‘মনিটর’ কে ছিল ?

২.৫ রুপোলি সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল ?

২.৬ যতীন দাশের কোথায় জন্ম হয়েছিল ?

২.৭ ‘১ নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য চার আনা’— হিসেব লেখকটি কে ?

২.৮ ‘ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমোনো হচ্ছে’- বক্তা কে ?

২.৯ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো- ‘সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো’- (সরল বাক্যে)

২.১০ পদান্তর করো : নৈকট্য

২.১১ সন্ধিবিচ্ছেদ করো : বাগাড়ম্বর

২.১২ উপসর্গটি দিয়ে শব্দ বানাও এবং বাক্যে প্রয়োগ করো: ‘খোশ’।

২.১৩ ‘সংযোগমূলক ক্রিয়া’ কাকে বলে ?

৩। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : ২×২=৪

৩.১ ‘চারদিকে তার গান গেয়ে যায়’– কার চারদিকে, কে গান গেয়ে যায় ?

৩.২ ‘বৃদ্ধ এখন, সুধায় লোকে’- কে এখন বৃদ্ধ ? লোকে তাকে কী জিজ্ঞেস করে ?

৩.৩ “সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে’– কার, কোন্ দানের কথা বলা হয়েছে ?

৪। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : ২x২=৪

৪.১ “তোমার মতো মহান বিপ্লবীর জন্যও একটা কাজ আমায় অবশ্যই করতে হবে।’– কে, কাকে একথা বলেছিলেন ?

৪.২ ‘কেন তোমাদের পাহারা দিতে হবে ?’– কে, কোথায় পাহারা দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন ?

৪.৩ ‘সুধীরবাবুর একটি মুদ্রাদোষ’— সুধীরবাবু কোন্ বিষয়ের শিক্ষক ? তাঁর ‘মুদ্রাদোষ’টি কী ?

৫। সংক্ষেপে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩x১=৩

৫.১ ‘সাক্ষী দিবি ? চার আনা পয়সা পাবি’– কে, কাকে এই প্রস্তাব দিয়েছিল ? যে প্রস্তাব পেয়েছিল সে কী করেছিল ? ২+১

৫.২ ‘সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব’– কে রায় দিয়েছিল ? সে কোথায় বসেছিল ? তাকে কে বাতাস করছিল ? ১+১+১

৬। যথাযথ উত্তর দাও (যে-কোনো দুটি) : ৫x২=১০

৬.১ “ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান”– পঙ্ক্তিটি কোন্ কবির কোন্ কবিতার অংশ ? কবি দুই প্রখ্যাত ব্যক্তির কোন্ কোন্ কীর্তির কথা স্মরণ করেছেন তা বিবৃত করো। ২+৩

৬.২ “চাঁদ সুরুযের আলো কেহ কম বেশি কি পাই”– পঙ্ক্তিটি কার লেখা, কোন্ কবিতা থেকে নেওয়া হয়েছে ? কবির প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। ২+৩

৬.৩ ‘ধরাতল’ কবিতায় কবি কাদের ভাইবোনের সঙ্গে তুলনা করেছেন ? গ্রামগুলি দেখে কবির কী মনে হয়েছে ? ‘আমি যেন চলিয়াছি’- ‘যেন’ শব্দটি ব্যবহারের কারণ কী ? নদী তীরে কবির চোখে কোন্ দৃশ্য ধরা পড়েছে ? ১+১+২+১

৭। যথাযথ উত্তর দাও (যে-কোনো দুটি) : ৫x২=১০

৭.১ “থাম, আমি রচনা লিখতে বলেছি। বই থেকে কপি করতে বলিনি।”— কে, কাকে একথা বলেছেন ? কোন্ রচনার কথা এখানে বলা হয়েছে ? এই প্রসঙ্গে বক্তার ‘মেথড্’টি উল্লেখ করো। ২+১+২

৭.২ ‘সারা মাঠ অবাক, শুধু ননীদা ছাড়া’— সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন্ ঘটনা ঘটেছিল ? ননীদার অবাক না হওয়ার কারণ প্রসঙ্গসহ উল্লেখ করো। ২+৩

৭.৩ ‘সমবেত অনশন’ শুরু হওয়ার পূর্বে যতীন্দ্রনাথ দাশ সহযোদ্ধাদের কী অঙ্গীকার করিয়ে নেন ? যতীন্দ্রনাথের অনশন ভঙ্গের জন্য ইংরেজরা কী কী ব্যবস্থা নিয়েছিল ? ২+৩

৮। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৮.১ ‘ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা।’— মানহানির মোকদ্দমাটি কে কার বিরদ্ধে এনেছিল ? প্যাঁচা এই মোকদ্দমায় কী রায় দিয়েছিল ? ২+৩

৮.২ “নালিশ বাতলাও” বক্তা কে ? তাকে কে হাতপাখা দিয়ে বাতাস করছিল ? বক্তার নির্দেশে কে নালিশ করতে গিয়ে কী বলেছিল ? ১+১+১+২

৯। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের নিকট একটি পত্র লেখো। ৫

অথবা, প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। ৫

১০। অনধিক ১০০ শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো (যে-কোনো একটি) : ৫

১০.১ ঋতুরাজ বসন্ত।
১০.২ বিদ্যালয়ের প্রথম দিন।
১০.৩ বইমেলায় একদিন।
১০.৪ স্বামী বিবেকানন্দ।

📌আরও দেখুনঃ

1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply