THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) HISTORY (WBBSE)
HISTORY QUESTION PAPER
WBBSE Class 6 History Annual Exam Question Paper Set-2 | ষষ্ঠ শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-২
📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×14=14
১.১ ঋবৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল—
(a) সপ্তসিন্ধু অঞ্চল,
(b) পাঞ্জাব,
(c) গঙ্গা-দোয়াব অঞ্চল,
(d) আফগানিস্তান
উত্তরঃ
১.২ প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার–
(a) ভগবানপুরায়,
(b) হস্তিনাপুরে,
(c) অহিচ্ছাত্রে,
(d) বুরজাহোমে।
উত্তরঃ (a) ভগবানপুরায়
১.৩ শিক্ষার্থীরা গুরুদক্ষিণা হিসেবে প্রদান করত–
(a) অর্থ, (b) বস্ত্র, (c) গোরু, (d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) গোরু।
১.৪ গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম–
(a) চারজনকে,
(b) পাঁচজনকে,
(c) একজনকে,
(d) দশজনকে।
উত্তরঃ (b) পাঁচজনকে।
১.৫ ষোড়শ মহাজনপদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল, কারণ-
(a) সবাই কৃষিকাজ করত,
(b) রাজারা কৃষিকাজের জন্য সকলকে
বাধ্য করত,
(c) লোহার লাঙল ব্যবহার করা হত,
(d) সব জায়গায় জমি খুব উর্বর ছিল
উত্তরঃ (c) লোহার লাঙল ব্যবহার করা হত।
১.৬ কুষাণরা ছিলেন—
(a) স্কাইথীয় গোষ্ঠীর,
(b) ইউয়ে-ঝি যাযাবর গোষ্ঠীর,
(c) পার্থীয় গোষ্ঠীর,
(d) ইন্দো-গ্রিক গোষ্ঠীর-একটি শাখা।
উত্তরঃ (b) ইউয়ে-ঝি যাযাবর গোষ্ঠীর।
১.৭ সম্রাট অশোকের শাসনব্যবস্থা অনেকটাই নির্ভর করত–
(a) অমাত্যদের,
(b) মহামাত্রদের,
(c) রক্তিমদের,
(d) গুপ্তচরদের ওপর।
উত্তরঃ (b) মহামাত্রদের।
১.৮ ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়ণের সূচনা হয়—
(a) ৫০০
(b) ৬০০
(c) ৭০০
(d) ৮০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ।
উত্তরঃ (b) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ।
১.৯ প্রথম রুপোর মুদ্রা ভারতে চালু করেন–
(a) সমুদ্রগুপ্ত,
(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত,
(c) প্রথম কুমার গুপ্ত,
(d) স্কন্দগুপ্ত।
উত্তরঃ (b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১.১০ ‘অভিজ্ঞান শকুন্তলম’ নাটকটির রচয়িতা হলেন–
(a) ভাস, (b) শূদ্রক, (c) কালিদাস, (d) অশ্বঘোষ
উত্তরঃ (c) কালিদাস।
১.১১ বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটিই হল এক একটি–
(a) মহাকাব্য,
(b) পদ্য সংকলন,
(c) নীতিশিক্ষামূলক গ্রন্থ,
(d) নাট্যশাস্ত্র।
উত্তরঃ (c) নীতিশিক্ষামূলক গ্রন্থ।
১.১২ আলেকজান্ডার ধ্বংস করেন–
(a) পার্সিপোলিস নগরী,
(b) তক্ষশিলা নগরী,
(c) পাটলিপুত্র নগরী,
(d) শিয়ালকোট নগরী।
উত্তরঃ (a) পার্সিপোলিস নগরী।
১.১৩ একজন বিখ্যাত পারসিক সম্রাট ছিলেন–
(a) সেলিউকাস, (b) কুরুষ, (c) হামুরাবি, (d) দরায়ুষ।
উত্তরঃ (b) কুরুষ।
১.১৪ ঋবৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হত—
(a) তামার, (b) লোহার, (c) পাথরের, (d) ব্রোঞ্জের যন্ত্রপাতি।
উত্তরঃ (a) তামার।
১.১৫ ওয়াড়’ কথার অর্থ –
(a) বাণিজ্য, (b) শহর, (c) গঞ্জ, (d) প্রতিবেশী।
উত্তরঃ (b) শহর।
১.১৬ মৌর্য বংশের পতন ঘটে-
(a) ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে,
(b) ১৮৬ খ্রিস্টপূর্বাব্দে,
(c) ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে,
(d) ১৮৯ খ্রিস্টপূর্বাব্দে।
উত্তরঃ (c) ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে|
২। শূন্যস্থান পূরণ করো : 1×5=5
(ক) কনিষ্ক ________ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন ।
উত্তরঃ ৭৮
(খ) গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন _________।
উত্তরঃ
(গ) জীবক ছিলেন রাজ __________।
উত্তরঃ বৈদ্য।
(ঘ) দিগম্বরদের নেতা ছিলেন _________।
উত্তরঃ ভদ্রবাহু
(ঙ) হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি _________।
উত্তরঃ প্রদেশ।
৩। এককথায় উত্তর দাও : (যে কোনো ন- টি) : 1×9=9
(ক) মহাস্থানগড় কোথায় অবস্থিত ?
(খ) দেবকুল কী ?
(গ) পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হত ?
(ঘ) গৌতম বুদ্ধ কোন্ নগরে মারা যান ?
(ঙ) ফাসিয়ানের মতে, দেশের সেরা নগর কোনটি ?
(চ) বৈদিক যুগের ক-টি ভাগ ও কী কী ?
(ছ) শুশ্রুত কে ছিলেন ?
(জ) ‘রাজা’ কথার আক্ষরিক অর্থ কী ?
(ঝ) ত্রিপিটক কোন্ ভাষায় লেখা হয়েছে ?
(ঞ) সেতু কী ?
৪। নীচের প্রশ্নগুলি দু-তিনটি বাক্যে উত্তর দাও : 2×6=12
(ক) ঋবৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয় দাও।
(খ) আর্যসত্যের পরিচয় দাও।
(গ) ‘ত্রিরত্ন’ কী ?
(ঘ) ‘অগ্রহার ব্যবস্থা’ কী ?
(ঙ) মিশরকে ‘নীলনদের দান’ বলা হয় কেন ?
(চ) গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো ?
(ছ) সংখ্যায়ন কী ?
৫। নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : 3×5=15
(ক) স্যাট্রাপি বা প্রদেশে শাসনব্যবস্থা কীরূপ ছিল ?
অথবা, টীকা লেখ : ইন্ডিকা।
(খ) গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও।
অথবা, গুহাবাস কী ?
(গ) ষোড়শ মহাজনপদের আমলে অর্থনীতি কীরূপ ছিল ?
অথবা, ষোড়শ মহাজনপদের আমলে নগরগুলির অবস্থা কেমন ছিল ?
(ঘ) টীকা লেখো: দশরাজার যুদ্ধ।
অথবা, জৈনধর্ম ও বৌদ্ধধর্মের কী কী মিল তোমার চোখে পড়ে ?
(ঙ) অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো।
অথবা, অশোকের ‘ধর্ম’ সম্পর্কে সংক্ষেপে লেখো।
৬। নীচের প্রশ্নগুলির আট-দশটি বাক্যে উত্তর দাও : 5×3=15
(ক) সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো।
অথবা, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো।
(খ) গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও।
অথবা, প্রাচীন ভারতে পরিবেশ- চিন্তা কেমন ছিল ?
(গ) গুপ্তযুগে শিক্ষাব্যবস্থার পরিচয় দাও।
অথবা, প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো।
📌আরও দেখুনঃ
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here