THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) GEOGRAPHY (WBBSE)
GEOGRAPHY QUESTION PAPER
WBBSE Class 6 Geography Annual Exam Question Paper Set-1 | ষষ্ঠ শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-১
📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। একটি বাক্যে উত্তর দাও। (যে কোনো দশটি) : ১×১০=১০
(ক) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি ?
(খ) প্রথম মানচিত্র বই কত সালে প্রকাশ পায় ?
(গ) পূর্ব ভারতে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে কী বলে ?
(ঘ) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
(ঙ) পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি ?
(চ) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ?
(ছ) জলীয় বাষ্প জলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
(জ) সৌর কিরণের মোট কত শতাংশ অ্যালবেডো ?
(ঝ) শব্দ দূষণের একটি কারণ লেখো।
(ঞ) সূর্যের অবস্থান অনুযায়ী কোনো স্থানে কোন সময় গণনা করা হয় ?
(ট) একটি বামন গ্রহের নাম লেখো।
(ঠ) আর্থ আওয়ার কত তারিখ পালিত হয় ?
২। সঠিক উত্তর নির্বাচন করো। (যে কোনো দশটি) : ১×১০=১০
(ক) সর্বনিম্ন বায়ুমণ্ডলের স্তরকে (ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার) বলে।
(খ) বারাণসী (গোদাবরী / গঙ্গা / সুবর্ণরেখা) নদী তীরে অবস্থিত।
(গ) পৃথিবীতে (৫ / ৬ / ৭) টি তাপবলয় আছে।
(ঘ) (বায়ু / শব্দ / জল) দূষণে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়।
(ঙ) অ্যাসিড / ঘূর্ণ / পরিচালন) বৃষ্টির ফলে তাজমহলের ক্ষতি হচ্ছে।
(চ) ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য (সিকিম / বিহার / উত্তর প্রদেশ)।
(ছ) (গঙ্গা / সিন্ধু / ব্রহ্মপুত্র) নদীকে সাংপো বলে।
(জ) ভারত (নিরক্ষীয় / মৌসুমি / তুন্দ্রা) জলবায়ুর দেশ।
(ঝ) পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর (শিলিগুড়ি / আলিপুর / রাণীগঞ্জ) শহরে অবস্থিত।
(ঞ) হিমাদ্রি ও পীরপাঞ্জালের মাঝে (কাশ্মীর / হিমাচল / লাদাখ) উপত্যকা অবস্থিত।
(ট) মানচিত্র দূরত্ব এবং প্রকৃত দূরত্বের অনুপাতকে (ডেল / কম্পাস / আটলাস) বলে।
(ঠ) সন্ধ্যাতারা হলো (বৃহস্পতি / শুক্র / শনি) গ্রহ।
৩। শূন্যস্থান পূরণ করো। (যে কোনো পাঁচটি) : ১×৫=৫
(ক) ল্যাটেরাইট মাটির রং ………………।
(খ) শব্দের তীব্রতা মাপার একক হলো ……………..।
(গ) ……………… বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
(ঘ) মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে ……………….।
(চ) ভারতের প্রমাণ দ্রাঘিমার মান ……………….।
(ছ) পৃথিবী ……………… ছায়া পথে অবস্থিত।
৪। বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। (যে কোনো পাঁচটি) : ১×৫=৫
(ক) পৃথিবীর সর্বত্র একসাথে সূর্যোদয় হয় না।
(খ) নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।
(গ) ভারতের বৃহত্তম শহর পাটনা।
(ঘ) মানচিত্রে কোনো প্রতীক চিহ্ন ব্যবহার হয় না।
(ঙ) ৩২° ফারেনহাইট তাপমাত্রায় জল জমে বরফ হয়।
(চ) নাইট্রোজেন একটি বিষাক্ত গ্যাস।
(ছ) বিদ্যালয়ের সামনে গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ।
৫। বাম দিকের সাথে ডান দিক মেলাও : ১x৫=৫
বাম | ডান |
(ক) কল্পনা চাওলা | (i) মহারাষ্ট্র |
(খ) পেঙ্গুইন | (ii) মহাকাশ অভিযাত্রী |
(গ) করমণ্ডল | (iii) ব্যারোমিটার |
(ঘ) মারাঠী | (iv) আন্টার্কটিকা |
(ঙ) বায়ুর চাপ | (v) উপকূল |
৬। টীকা লেখো। (যে কোনো চারটি) : ২x৪=৮
(ক) প্রাকৃতিক মানচিত্র
(খ) জাতীয় উদ্যান
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) সমোষ্ণ রেখা
(ঙ) দক্ষিণ গঙ্গোত্রী
(চ) মূলমধ্যরেখা
৭। সংক্ষেপে উত্তর দাও। (যে কোনো চারটি) : ৩x৪=১২
(ক) ছোটস্কেল ও বড়স্কেল মানচিত্র কী ?
(খ) শব্দ দূষণ কমাবার কিছু উপায় লেখো।
(গ) ওজোন স্তর ক্ষয়ের কারণ কী ?
(ঘ) সবুজ বিপ্লব বলতে কী বোঝ ?
(ঙ) আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন ?
(চ) প্যানজিয়া ও প্যানথালাসা কী ?
৮। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৫x৩=১৫
(ক) বায়ুদূষণ কমাতে আমাদের কী কী করা উচিৎ আলোচনা করো।
(খ) ভারতের ধানচাষের জলবায়ু, মাটি ও উৎপাদক রাজ্যের বিবরণ দাও।
(গ) ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কীভাবে দেখা যায় লেখো।
(ঘ) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট লেখো।
(ঙ) আবর্তনগতির ফলে কীভাবে দিন রাত্রি হয় আলোচনা করো।
(চ) বায়ুর তাপমাত্রা পৃথিবীর সবজায়গায় একরকম হয় না কেন ?
📌আরও দেখুনঃ
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here