THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) GEOGRAPHY (WBBSE)
GEOGRAPHY QUESTION PAPER
WBBSE Class 6 Geography Annual Exam Question Paper Set-2 | ষষ্ঠ শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-২
📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১×১৬=১৬
(ক) কর্কটসংক্রান্তি হয় (২১ জুলাই/ ২১ জুন / ২১ মার্চ)।
(খ) বসন্তকালীন বিষুব এর তারিখটি হল (২১শে মার্চ / ২৩শে সেপ্টেম্বর / ২৫শে ডিসেম্বর)।
(গ) গ্রীনিচ অবস্থিত – (ভারতে / লণ্ডনে / আমেরিকাতে)।
(ঘ) ভারতের প্রমাণ দ্রাঘিমা হল- (৮৮°৩০’ / ৮২°৩০′ / ৯০°)।
(ঙ) উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ (কমে / বাড়ে / একই থাকে)।
(চ) বায়ুর চাপ মাপার যন্ত্র হল- (ব্যারোমিটার / অ্যানিমোমিটার / হাইগ্রোমিটার)।
(ছ) ভারতে ছোটোনাগপুরের মালভূমি এক ধরণের (পর্বতবেষ্টিত / মহাদেশীয় / ব্যবচ্ছিন্ন) মালভূমির উদাহরণ।
(জ) উত্তর আমেরিকার রকি (স্তুপ / আগ্নেয় / ভঙ্গিল) পর্বতের উদাহরণ।
(ঝ) ভারতের একটি আন্তর্জাতিক নদী হল- (সিন্ধু / গঙ্গা / নর্মদা)।
(ঞ) ব-দ্বীপ গঠিত হয় নদীর (উচ্চপ্রবাহে / নিম্নপ্রবাহে / মধ্যপ্রবাহে)।
(ট) মিনামাটা অসুখ হয়- (ক্যাডমিয়াম / পারদ / ফ্লুরাইড) দূষণে।
(ঠ) ১৯৮৪ সালে ভারতের (ভােপালে / দিল্লীতে / পুণেতে) বিষাক্ত গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।
(ড) পৃথিবীর মোট জলের (৯৭ / ৩ / ৮৭) ভাগ সমুদ্রের লোনা জল।
(ঢ) মাটি সর্বাধিক দূষিত হয়- (কাগজ / প্লাসটিক / গৃহস্থালির) আবর্জনা দ্বারা।
(ণ) লন্ডন অববাহিকার প্রধান নদী (সীন / দানিয়ুব / টেমস)।
(ত) রূঢ় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ (চুনাপাথর / কয়লা / ফায়ার ক্লে)।
২। শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫
(ক) বিষুব কথার অর্থ ……………. ।
(খ) নিরক্ষরেখার মান ……………..।
(গ) বায়ুর চাপ মাপার একক হল …………….।
(ঘ) ভারতের …………. স্তুপ পর্বতের উদাহরণ।
(ঙ) ইউরোপের বৃহত্তম হ্রদটি হল ………………।
৩। এক কথায় উত্তর দাও : ১×৫=৫
(ক) পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে অবস্থান করে ?
(খ) G.P.S. এর পুরো নাম কী ?
(গ) কোন্ বিজ্ঞানীর আবিস্কৃত সূত্র থেকে ব্যারোমিটার তৈরি হয় ?
(ঘ) পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয় ?
(ঙ) নেদারল্যাণ্ডের রাজধানীর নাম কী ?
৪। সত্য/মিথ্যা নির্বাচন করো : ১×৪=৪
(ক) মৃত্তিকা দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়।
(খ) পৃথিবীর কক্ষ পথের আকৃতি উপবৃত্তাকার।
(গ) লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী।
(ঘ) ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা সাতান্নটি।
৫। নীচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ২×৪=৮
(ক) চান্দ্রমাস কাকে বলে ?
(খ) সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝ ?
(গ) স্থানীয় সময় কাকে বলে ?
(ঘ) জল বিভাজিকা কাকে বলে ?
(ঙ) স্টেপ তৃণভূমি সৃষ্টির দুটি কারণ লেখো।
(চ) লাভাগঠিত মালভূমি কাকে বলে ?
৬। টীকা লেখো : (৪টি) : ৩×৪=১২
(ক) অধিবর্ষ। (খ) মধ্যরাত্রির সূর্যের দেশ। (গ) বায়ুর নিম্নচাপ। (ঘ) প্লাবন ভূমি। (ঙ) জলদূষণ প্রতিরোধের তিনটি উপায়। (চ) পোল্ডার ভূমি। (ছ) ট্রাক-ফার্মিং।
৭। নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও : ৫×৪=২০
(ক) পৃথিবীতে ঋতু পরিবর্তন কীভাবে ঘটে ?
অথবা, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যগুলি লেখো।
(খ) নদীর মধ্য প্রবাহে সৃষ্ট দুটি ভূমিরূপ চিত্রসহকারে আলোচনা করো।
অথবা, স্তুপপর্বত ও আগ্নেয় পর্বত উৎপত্তি চিত্রের মাধ্যমে বর্ণনা করো।
(গ) বায়ুর চাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।
অথবা, উৎপত্তি অনুসারে তিন প্রকার সমভূমি চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো।
(ঘ) লন্ডন অববাহিকার কৃষিকাজ ও পরিবহন ব্যবস্থার পরিচয় দাও।
অথবা, রূঢ় শিল্পাঞ্চলের মৃত্তিকার পরিচয় দাও। রূঢ় শিল্পাঞ্চলে কী কী শিল্প গড়ে উঠেছে ? ২+৩
📌আরও দেখুনঃ
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here