THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) MATHS (WBBSE)
MATHEMATICS QUESTION PAPER
WBBSE Class 6 Maths Annual Exam Question Paper Set-1 | ষষ্ঠ শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-১
📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (10টি) : 1×10=10
(a) 0.7 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো।
(b) `frac(165){180}` কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো।
(c) অঙ্কে লেখো : আটাত্তর লক্ষ আটশত আট।
(d) চিহ্ন ও প্রতীকের সাহায্যে লেখো : x এর তিনগুণের থেকে 8 বিয়োগ।
(e) 7 ডেকামিটার = কত ডেসিমিটার ?
(f) `4\frac3{8}` কে শতকরায় পরিণত করো।
(g) –22 এর পরম মান লেখো।
(h) 10:15 অণুপাতটি লঘু না গুরু অণুপাত লেখো।
(ⅰ) ঘনকের কটি শীর্ষবিন্দু ?
(j) চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ?
(k) একটি স্থুলকোণী ত্রিভুজে কয়টি স্থূলকোণ থাকতে পারে ?
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (8টি) : 2×8=16
(a) স্কুলের গেটে `frac5{7}` অংশ রং করা হয়েছে। কত অংশ রং করতে বাকি আছে ?
(b) সমবাহু ত্রিভুজ এবং বিষম বাহু ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাও।
(c) 77 এবং 85 সংখ্যা দুটি রোমান সংখ্যায় লেখো।
(d) কত টাকার `frac1{3}` অংশ = 4 টাকা।
(e) –24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি এর বিপরীত রাশিটি লেখো।
(f) সংখ্যারেখার সাহায্যে যোগ করো : (+6), (–11)
(g) চাঁদার সাহায্যে 67° কোণ আঁক।
(h) 15² + 20² এর বর্গমূল কত ?
(i) সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত ?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (4টি) : 4×3=12
(a) দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গ সা গু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে হিসাব করে লেখো।
(b) সরল করো : `6\frac2{5}+3\frac1{2}+frac1{2}–frac7{10}`
(c) সরল করো : 12 –(–3)+(–6) এর বিপরীত সংখ্যা)
(d) 2004 সালের 1 মার্চ সোমবার। 2005 সালের 1 লা এপ্রিল কী বার ছিল হিসাব করে লেখো।
(e) আমার বই ও গল্পের বই এর অনুপাত 4 : 3 পড়ার বই 28টি হলে গল্পের বই এর সংখ্যা কত হিসাব করো। ও মোট বই কত হিসাব করো।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (4টি) : 4×5=20
(a) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লেখো।
(b) ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করে লেখ।
(c) 28,33,42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করো।
(d) এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রাকারে ও সাজিয়েছেন। ওইদিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করো।
(e) হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম।
নিজের সুবিধামতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (2টি) : 6×2=12
(a) স্কেল ও পেনসিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল ও পেনসিলের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মাপ।
(b) চাঁদার সাহায্যে 120° কোণ আঁক। কোণটিকে স্কেল ও পেনসিলের সাহায্যে সমান চারভাগে ভাগ করো।
(c) একটি সরলরেখাংশ AB অঙ্কন কর যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু K নাও। স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে, K বিন্দু থেকে AB সরল রেখাংশের উপর KL লম্ব আঁক।
📌আরও দেখুনঃ
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here