WBBSE Class 6 Poribesh O Biggan Annual Exam Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) QUESTION PAPER
PORIBESH O BIGGAN (WBBSE)

WBBSE Class 6 Poribesh O Biggan Annual Exam Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

📌 1. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০        সময় : ২.৩০ মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন কর: 1×12=12

(a) সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় (ক) সমুদ্রে (খ) মাটিতে (গ) উদ্ভিদ দেহে (ঘ) প্রাণীদেহে।

(b) || একটি সংখ্যা, এর মান হলো- (ক) 1.14 (খ) 2.24 (গ) 4.10 (ঘ) 3.14

(c) রেডিও-র নব হলো (ক) কপিকল (খ) লিভার (গ) চক্র ও অক্ষদন্ড।

(d) পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হল (ক) অ্যামোনিয়া (খ) হাইড্রোজেন সালফাইড (গ) সালফার ডাই অক্সাইড

(e) হিলিয়াম হল (ক) মিশ্র পদার্থ (খ) যৌগিক পদার্থ (গ) মৌলিক পদার্থ।

(f) কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয় (ক) কয়লা (খ) বায়ু শক্তি (গ) জোয়ার ভাটা শক্তি (ঘ) জৈব গ্যাস শক্তি।

(g) কাঁচি হল (ক) তৃতীয় শ্রেণীর লিভার (খ) দ্বিতীয় শ্রেণীর লিভার (গ) প্রথম শ্রেণীর লিভার।

(h) চিনির শরবতে দ্রাবক কোনটি ?- (ক) চিনি (খ) নুন (গ) জল।

(i) প্রোটোজোয়া নয় কোনটি (ক) এন্টিমিবা (খ) ল্যাকটোব্যাসিলাস (গ) প্লাসমোডিয়াম।

(j) ফসফিন এর সংকেত হল- (ক) NH₃ (খ) PH₃ (গ) CH₄ (ঘ) PF₃

(k) ভ্রুণ অবস্থায় কাদের নেটোকোর্ড দেখা যায় (ক) তারা মাছ (খ) কেঁচো তে (গ) পাখিতে। (গ) ছত্রাক ঘটিত রোগ।

(l) দাদ একটি (ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া

2. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেকোনো নয়টি : 1×9=9

(a) কুঁয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয় ?

(b) গড় সৌর দিনকে ______ দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক ঘন্টা।

(c) ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থটির নাম লেখ।

(d) দৌড় প্রতিযোগিতা সময় পরিমাপের জন্য কী ব্যবহার করা হয় ?

(e) প্রথম শ্রেণি লিভারে আলম্ববিন্দু কোথায় থাকে ?

(f) কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যায় ?

(g) যন্ত্রের কোন অংশে ঘর্ষণ বেশি হয় ?

(h) জল অপেক্ষা হালকা একটি ধাতুর নাম লেখ।

(i) লোহার গুঁড়ো ও বালির মিশ্রণকে কীভাবে আলাদা করবে ?

(j) ঘড়ির মিনিটের কাঁটা একবার পুরোপুরি ঘুরে আসতে কত সময় নেয় ?

(k) স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে __________।

3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোন সাতটি : 2×7=14

(a) যদি একটি বস্তুর ভর 25 কেজি এবং আয়তন 200 ঘন সেমি, তবে SI তে বস্তুর ঘনত্ব নির্ণয় করো।

(b) যন্ত্রের ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে কী কী উপায়ে পরিচর্যা করবে ?

(c) লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ।

(d) কীভাবে পাললিক শিলার সৃষ্টি হয় ?

(e) 4R বর্জ্য পদার্থ বলতে কী বোঝো ?

(f) কেলাসন পদ্ধতিটির উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও।

(g) শক্তি রূপান্তর গুলি লেখো। মোমবাতি জ্বালানো, মাইক্রোফোন ব্যবহার করা হলো।

(h) নততলের কয়েকটি ব্যবহার লেখো।

জীবন বিজ্ঞান: পূর্ণমান 35

1. সঠিক উত্তর নির্বাচন করো : যেকোনো আটটি : 1×8=8

(a) নিম্নলিখিত কোন বর্জ্যের পুনর্ব্যবহার করা সম্ভব ? (ক) সবজির খোসা (খ) পেনের রিফিল (গ) প্লাস্টিকের ব্যাগ (ঘ) কোনোটিই নয়।

(b) বাঘ শিকার করে (ক) সূর্যাস্তে (খ) গোধূলি বেলায় (গ) সূর্যাস্ত ও গোধূলির মধ্যকার সময়ে।

(c) জোঁক হল একপ্রকার (ক) মোলাস্কা (খ) অ্যানিলিডা (গ) আর্থোপোডা।

(d) বিষধর সাপের বিষ আঘাত করে (ক) স্নায়ুতন্ত্রে (খ) রক্ত সংবহন তন্ত্রে (গ) রেচনতন্ত্রে (ঘ) ক ও খ দুটোই।

(e) সুস্থ পরিবেশের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয়- (ক) পুরনো লোহা (খ) প্লাস্টিক (গ) ফলের খোসা (ঘ) মাছের আঁশ।

(f) বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা (ক) গোপাল চন্দ্র ভট্টাচার্য (খ) সেলিম আলী (গ) রতন লাল ব্রহ্মচারী।

(g) সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো- (ক) লাল পিঁপড়ে (খ) কালো পিঁপড়ে (গ) চাষি পিঁপড়ে।

(h) Panthera tigres কার বিজ্ঞানসম্মত নাম ? (ক) বাঘ (খ) হাতি (গ) সিংহ।

(i) চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠন করে (ক) মোলাস্কা (খ) অ্যানিলিডা (গ) আর্থোপোডা।

(j) গ্যাসীয় বর্জ্য হল (ক) ছাই (খ) মিথেন গ্যাস (গ) শিশি।

2. বামদিক ও ডান দিক মিল করো : 1×2=2

বামদিক ডানদিক
(A) একাইনো ডার্মাটা (i) অ্যানিলিডা
(B) ইউগ্লিনা (ii) তারা মাছ
(iii) প্রোটিস্টা

3. যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 1×6=6

(i) হামব্যাক তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে ?

(ii) ঠিক বা ভুল লেখো : পাইন একটি ব্যক্তবীজী উদ্ভিদ।

(iii) একটি টেরিডোফাইটার উদাহরণ দাও।

(iv) দুটি পরিযায়ী পাখির নাম লেখ।

(v) ব্লাবার কী ?

(vi) খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও ?

(vii) আমি ঠিক পুরোপুরি জীব নই, জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা- আমি কে ?

(viii) বেমানান শব্দটি লেখো : স্পঞ্জ, অ্যামিবা, জেলিফিশ, ইস্ট

4. যে কোন 8টি প্রশ্নের উত্তর দাও : 2×8=16

(i) তারামাছ মাছ নয় কেন ?

(ii) জৈব অভঙ্গুর বস্তু ব্যবহার করার দুটি কুফল লেখো।

(iii) বৃক্ষজাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উদাহরণ দাও।

(iv) মানুষের সঙ্গে হাতির সংঘাত হলো কীভাবে ?

(v) বাঘ কীভাবে শিকার করে ?

(vi) ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো।

(vii) জেন গুডাল শিম্পাঞ্জির আচরণের কীরূপ পরিচয় দিয়েছেন ?

(viii) মসকে উদ্ভিদজগতের উভচর বলে কেন ?

(ix) বর্জ্য কী ? হাসপাতাল ও কৃষি ক্ষেত্রের চারটি বর্জ্য পদার্থের নাম লেখ।

(x) ট্যাপেটাম লুসিডাম কী ? মূত্রে উপস্থিত কোন উপাদানের সাহায্যে বাঘ নিজের এলাকা চিহ্নিত করে ?

5. নিচের প্রশ্নের উত্তর দাও (যেকোনো একটি): 3×1=3

(i) জীব বৈচিত্র্য কাকে বলে ? জীব বৈচিত্রের দুটি গুরুত্ব লেখ।

(ii) এনোফিলিস, কিউলেক্স, এডিস মশার তিনটি পার্থক্য লেখো।

📌আরও দেখুনঃ

1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply