WBBSE Class 8 English 3rd Unit Test Question Paper Set-5 | অষ্টম শ্রেণি ইংরেজি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
ENGLISH QUESTION PAPER

WBBSE Class 8 English 3rd Unit Test Question Paper Set-5 | অষ্টম শ্রেণি ইংরেজি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৫

📌 1. অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper Click Here

Set-5

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০           সময় : ২.৩০ ঘণ্টা

PHYSICAL SCIENCE (Marks : 35)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে কোন 6টি) : 1×6 =6

(i) দুটি আয়নাকে এমনভাবে রাখা হল যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60° আয়নাদুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা—
(a) 3টি (b) 4টি (c) 5টি (d) 6টি।

(ii) পরমানুর নিউক্লিয়াসে থাকে-
(a) ইলেকট্রন ও প্রোটন কণা
(b) প্রোটন ও নিউট্রন কণা
(c) শুধুমাত্র প্রোটন
(d) শুধুমাত্র নিউট্রন।

(iii) একটি বস্তুকে উপর থেকে ফেলে দিলে। বস্তুটি নীচের দিকে পড়বে। তাহলে-
(a) বস্তু পৃথিবীকে বেশী বলে আকর্ষণ করবে।
(b) পৃথিবী বস্তুকে বেশী বলে আকর্ষণ করবে।
(c) বস্তু ও পৃথিবী দুজনেই দুজনকে সমান বলে আকর্ষণ করবে।
(d) উপরের কোনোটিই ঠিক নয়।

(iv) ক্যালসিয়াম অক্সাইড (CaO) হল—
(a) উভধর্মী অক্সাইড
(b) আম্লিক অক্সাইড
(c) ক্ষারকীয় অক্সাইড
(d) প্রশম অক্সাইড।

(v) হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে যে ধাতুটি তা হল—
(a) লোহা
(b) সোনা
(c) পারদ
(d) প্যালাডিয়াম।

(vi) প্রদত্ত জ্বালানীগুলির মধ্যে যেটির তাপনমূল্য সর্বনিম্ন সেটি হল-
(a) LPG
(b) হাইড্রোজেন
(c) কাঠ
(d) কয়লা।

(vii) বায়োডিগ্রেডেবল পলিমার হল-
(a) প্রোটিন
(b) PVC
(c) টেফলন
(d) পলিথিন।

2. অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ (যেকোন 5টি) : 1×5=5

(i) 10N ও 20N ওজনের দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একসঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো। কোনটি আগে মাটি স্পর্শ করবে ?

(ii) কচুপাতার ওপর জলের ফোঁটা চকচক করে আলোর কোন ধর্মের কারণে ?

(iii) মারকিউরাস ক্লোরাইডের সংকেত লেখো।

(iv) স্ট্যালাকটাইট কী ?

(v) ‘লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে ষ্টিম (জলীয় বাষ্প) চালনা করলে কোন্ গ্যাস উৎপন্ন হয় ?

(vi) দুটি বিকল্প জ্বালানি শক্তি উৎসের নাম লেখ।

(vii) কার্বণ-ডাই-অক্সাইড থেকে কোন্ রাসায়নিক সার তৈরী করা হয় ?

৩. বাদিকের স্তম্ভের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও : 1×5=5

বামদিক ডানদিক
(i) সংকট কোণ (a) তরল জ্বালানি
(ii) পতনশীল বস্তুর বেগ (b) গ্রীন হাউজ গ্যাস
(iii) পিভিসি (c) সময় বাড়ার সঙ্গে বাড়ে
(iv) বায়োডিজেল (d) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(v) কার্বণ-ডাই-অক্সাইড (e) নন-বায়োডিগ্রেডবল পলিমার

4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোন পাঁচটি) : 2×5=10

(i) হীরে ও গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য লেখো।

(ii) CaO -এর জলীয় দ্রবণ কী প্রকৃতির এবং কেন ?

(iii) আলোর প্রতিসরণের ক্ষেত্রে নিম্নলিখিত চিত্রদুটি অঙ্কণ করো। (a) আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে। (b) আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে।

(iv) পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি হলে, 1 লিটার পারদের ভর কত গ্রাম ?

(v) সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে একটি পার্থক্য লেখো। আয়নার যে প্রতিবিম্ব তৈরী হয় সেটি কি ধরণের প্রতিবিম্ব ?

(vi) হাইড্রোলিথ কী ? এটি কীভাবে তৈরী করা যায় ?

(vii) গ্রীন হাউস এফেক্ট কাকে বলে ?

(viii) ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটি কোন্ ক্যাটায়ন এবং কোন্ অ্যানায়ন দিয়ে তৈরী‌ ? যৌগটির সংকেত লেখো।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোন তিনটি)‌ : 3×3 =9

(i) একটি গামলাতে 10 কেজি জল রয়েছে। গামলাটির মেঝের ক্ষেত্রফল 0.2 বর্গমিটার হলে গামলাটির তলদেশের ওপর জল যে চাপ দেয় তার পরিমাণ নির্ণয় করো। 3

(ii) হিরে চকচকে দেখায় কেন ? অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও। 2+1

(iii) কার্বণ-ডাই-অক্সাইডের জলীয় দ্রবণে চুনজল চালনা করলে কী ঘটবে সমীকরণসহ লেখো। অতিরিক্ত চুনজল পাঠালে কী ঘটবে সমীকরণসহ লেখো।
1½+1½

(iv) আইসোটোপ ও আইসোবার কাকে বলে? উদাহরণসহ লেখো। 1½+1½

(v) অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়ার মাধ্যমে দেখাও জিঙ্ক অস্কাইড উভধর্মী অক্সাইড। 1½+1½

LIFE SCIENCE (Marks : 35)

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: (যে কোন পাঁচটি) : 1×5=5

(i) প্রোটিন তৈরী করতে সাহায্য করে-
(a) গলজি বস্তু,
(b) সাইটোপ্লাজম,
(c) লাইসোজোম,
(d) রাইবোজোম।

(ii) ডেঙ্গি রোগের জীবানু বহন করে যে প্রাণী সেটি হলো-
(a) অ্যানোফিলিস মশা,
(b) কিউলেক্স মশা,
(c) এডিস মশা,
(d) মাছি।

(iii) ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো-
(a) অগ্ন্যাশয়,
(b) থাইরয়েড,
(c) অ্যাড্রিনাল,
(d) পিটুইটারি।

(iv) নালিপদের সাহায্যে চলাফেলা করে এমন একটি প্রাণী হলো-
(a) হাঙর,
(b) সাগরকলম,
(c) তারামাছ,
(d) অক্টোপাস।

(v) কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হলো-
(a) দারচিনি, (b) হলুদ, (c) রসুন, (d) আদা।

(vi) আমেরিকার মরু অঞ্চলের রেড ইণ্ডিয়ানরা পাথরের তৈরী যে বাড়িতে থাকে তার নাম-
(a) ইগলু, (b) পুয়েবলা, (c) তাঁবু, (d) ঝুপড়ি।

2. নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন পাঁচটি) : 1×5 = 5

(i) লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় অবস্থিত কোশের নাম কী ?

(ii) একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।

(iii) থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে ?

(iv) একটি এককোশী ফাইটোপ্ল্যাংকটনের নাম লেখো।

(v) এস্কীমো শব্দের অর্থ কী ?

(vi) ঘৃতকুমারীর নির্যাসের কোন উপাদান জ্বর কমাতে ব্যবহার করা হয় ?

3. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন পাঁচটি)। 2×5=10

(i) পার্থক্য লেখো: যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষন যন্ত্র।

(ii) মানুষের খাদ্যনালিতে কোন অনুজীব বাস করে ? তার দ্বারা আমরা কীভাবে উপকৃত হই ?

(iii) আপদকালীন হরমোন কাকে বলে ও কেন ?

(iv) বায়োলুমিনিসেন্ট জীবদের দেহে উপস্থিত রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম লেখো।

(v) কচুরীপানার দুটি ব্যবহার লেখো।

(vi) বনে আগুন লাগার দুটি কারণ লেখো।

4. নীচের প্রশ্নগুলির ৩-৪টি বাক্যে উত্তর দাওঃ (যে কোন পাঁচটি) 3×5=15

(i) উদ্ভিদ কোশ ও প্রাণীকোশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। 3

(ii) অনাক্রম্যতা কী ? দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। 1+2

(iii) অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য এবং মানবদেহের হৃৎপিন্ডের স্পন্দন কোন কোন হরমোনের প্রভাবে হয় ? 1+1+1

(iv) IUCN-এর সম্পূর্ণ রূপটি লেখো। একটি এক্সসিটু সংরক্ষণের উদাহরণ ও থর মরুভূমির সবচেয়ে বড়ো পাখির নাম কী ? 1+1+1

(v) বন ধ্বংসের ফলে কী কী সমস্যা দেখা যায় ? 3

(vi) আমলকীতে কোন ভিটামিন থাকে ? ত্রিফলা কোন কোন ফলের সমন্বয়ে গঠিত ? ত্রিফলার একটি ব্যবহার লেখো। 1+1+1

📌আরও পড়ুনঃ

📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply