3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER
WBBSE Class 9 History Annual Exam Model Question Paper Set-3 | নবম শ্রেণি ইতিহাস বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৩
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ইতিহাস
সময় : ৩ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান : ৯০
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ ১ x ২০ = ২০
১.১ ১৭৮৯-এ ফরাসি বিপ্লবের প্রাকালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন—
(ক) চতুর্দশ লুই (খ) ষোড়শ লুই (গ) নেকার (ঘ) রোবপিয়র।
১.২ কাকে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত ? (ক) প্যারিসের ‘স্টেটস জেনারেল’
(খ) বাস্তিল দূর্গ
(গ) ভার্সাইয়ের রাজপ্রাসাদ
(ঘ) টুইলারিস রাজপ্রাসাদ।
১.৩ রোবস্পিয়র ছিলেন একজন—
(ক) জ্যাকোবিন নেতা (খ) জিরন্ডিন নেতা
(গ) অভিজাত নেত্রা (ঘ) রাজতন্ত্রী।
১.৪ ‘কোড নেপোলিয়ান’ সংকলিত হয় ? (ক) ১৮০০ খ্রিস্টাব্দে (খ) ১৮০২ খ্রিস্টাব্দে (গ) ১৮০৪ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮১২ খ্রিষ্টাব্দে।
১.৫ স্পেন বিজয়ের পর নেপোলিয়ান সেখানকার সিংহাসনে বসান–
(ক) ফার্দিনান্দকে (খ) যোশেফ বোনাপার্টকে (গ) মুরটিকে (ঘ) ওয়েলেসলি-কে।
১.৬ নেপোলিয়ানের মৃত্যু হয়—
(ক) কিউবায় (খ) সেন্ট পিটার্সবার্গে
(গ) সেন্ট হেলেনা দ্বীপে (ঘ) এলবা দ্বীপে
১.৭ ‘কূটনীতির যাদুঘর’ বলা হত—
(ক) বিসমার্ককে (খ) মেটারনিখকে
(গ) ক্যাসালরিকে (ঘ) ক্যাভুরকে।
১১.৮ ‘ভৌগোলিক সংজ্ঞা’ বলা হত—
(ক) ইংল্যান্ড (খ) ইতালি (গ) ফ্রান্স
(ঘ) অস্ট্রিয়াকে।
১.৯ হেটাইরিয়া ফিলিকে হল—
(ক) ইতালির বুদ্ধিজীবী সংস্থা
(খ) গ্রিসের গুপ্ত সমিতি
(গ) ইংল্যান্ডের সেনানিবাস
(ঘ) রাশিয়ার বিদ্যালয়
১.১০ ‘শিল্প বিপ্লব’ কথাটির প্রথম ব্যবহার করেন—
(ক) কার্ল মার্কস (খ) মেটারনিখ
(গ) তাগাস্তে ব্ল্যাঙ্কি (ঘ) লেনিন।
১.১১ ‘ওয়াটার ফ্রেম’ আবিষ্কার করেন— (ক) জেমস্ ওয়াট (খ) আর্করাইট
(গ) স্টিফেনসন (ঘ) ফিলিপ ডীন।
১.১২ ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয়—
(ক) ১৯০৭ সালে (খ) ১৯০৫ সালে
(গ) ১৮৯০ সালে (ঘ) ১৯১৪ সালে।
১.১৩ ‘নতুন অর্থনৈতিক নীতি’র প্রবর্তক হলেন—
(ক) ক্রুশ্চেভ (খ) কেরেনস্কি (গ) ট্রটস্কি (ঘ) লেনিন।
১.১৪ ‘হুভার স্থগিতকরণ’ জারি হয়–
(ক) ১৯৩০ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩১ খ্রিষ্টাব্দে
(গ) ১৯০২ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিষ্টাব্দে।
১.১৫ ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটি রচনা করেন– (ক) হিটলার (খ) মুসোলিনি (গ) ক্রুশ্চেভ (ঘ) লেনিন।
১.১৬ ব্লিৎজিগ হল—
(ক) জার্মান বিমান হানা
(খ) মার্কিন জাহাজ
(গ) ব্রিটিশ ট্যাংক আক্রমন
(ঘ) জার্মান ট্যাংক আক্রমন ।
১.১৭ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষরূপে অংশ নিয়েছিল—
(ক) অপারেশন বারবারোসা ব্যর্থ হওয়ার পর
(খ) জাপান কর্তৃক চিন আক্রমনের পর
(গ) পার্ল হারবারে জাপান কর্তৃক বোমাবর্ষনের পর
(ঘ) হিরোশিমায় বোমাবর্তনের পর।
১.১৮ মার্শাল ঝুকভ হলেন—
(ক) রুশ সেনাপতি (খ) জার্মান পররাষ্ট্রমন্ত্রী (গ) ফরাসি কূটনীতিক (ঘ) ব্রিটিশ অর্থমন্ত্রী।
১.১৯ জাতিসংঘের প্রথম মহাসচিব—
(ক) চার্চিল (খ) ট্রিগভিলি (গ) এরিখ ভ্রমন্ড (ঘ) উড্রো উইলসন।
১.২০ জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা—
(ক) ৫টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ২টি।
বিভাগ-খ
২. প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলটি প্রশ্নের উত্তর দাও : ১× ১৬=১৬
উপবিভাগ – ২.১
• একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও :
২.১.১ ফ্রান্সের কোন রাজাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত ?
২.১.২ ক্যাম্পো-ফর্মিও-র সন্ধি কবে সম্পন্ন হয় ?
২.১.৩ ভিয়েনা সম্মেলনের (১৮১৫ খ্রিঃ) সভাপতি কে ছিলেন ?
২.১.৪ ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক পুস্তিকার লেখক কে ?
উপবিভাগ – ২.২
• সত্য-মিথ্যা নির্ণয় করো :
২.২.১ ‘করভি’ ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান।
২.২.২ রুশ বিপ্লব হয়েছিল ১৯০৯ খ্রিষ্টাব্দে।
২.২.৩ অক্ষশক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ হল ইংল্যান্ড ও ফ্রান্স।
২.২.৪ WHO সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ একটি গোয়েন্দা সংস্থা।
উপবিভাগ-২.৩
• ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | খ’ স্তম্ভ |
২.৩.১ টাইথ | (ক) জন কে |
২.৩.২ ফরাসি বাহিনী | (খ) মুসোলিনি |
২.৩.৩ উড়ন্ত মাকু | (গ) গ্র্যান্ড আর্মি |
২.৩.৪ ইল পপলো দ্য ইতালিয়া | (ঘ) চার্চকে দেয় কর |
উপবিভাগ-২.৪
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৪.১ বিবৃতি : নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন।
ব্যাখ্যা-১ : মহাদেশ জুড়ে ফরাসি শাসন ফ্রাই দুর্বল হয়ে পড়ছিল।
ব্যাখ্যা-২ : ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় কাল ক্রমশ পিছিয়ে পড়ছিল।
ব্যাখ্যা-৩ : ইংল্যান্ড, জার্মানি ও ইটালি এই তিন মহাদেশীয় শক্তি সাপ আক্রমনের প্রস্তুতি শুরু করেছিল।
২.৪.২ বিবৃতিঃ মেটারনিকের ধারনায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে।
ব্যাখ্যা-১ : মেটারনিক মনে করতেন বিপ্লবের ভাবধারা হল জীবানুর মতো।
ব্যাখ্যা-২ : ফরাসি বিপ্লব ইউরোপে যুদ্ধ ডেকে আনবে।
ব্যাখ্যা-৩ : বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিকের পতন ঘটাবে।
২.৪.৩ বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্প বিপ্লব ঘটেছিল।
ব্যাখ্যা-১ : ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল।
ব্যাখ্যা-২ : ইংল্যান্ডের মানুষ অন্য দেশের তুলনায় অধিক শিক্ষিত ছিল।
ব্যাখ্যা-৩ : ইংল্যান্ডে শিল্পজাত পন্যসামগ্রীর চাহিদা ছিল সর্বাধিক।
২.৪.৪ বিবৃতি : রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়।
ব্যাখ্যা-১ : জার সরকার অ-রুশদের ওপর অত্যাচার শুরু করে।
ব্যাখ্যা-২ : জার সরকার অ-রুশদের ওপর রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়
ব্যাখ্যা-৩ : জার সরকার অ-রুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয়।
উপবিভাগ – ২.৫
প্রদত্ত ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
২.৫.১ ক্রিমিয়া যুদ্ধের প্রাণকেন্দ্রঃ ক্রিমিরা
২.৫.২ প্যারিসঃ প্রথম বিশ্বযুদ্ধোত্তর শান্তি সম্মেলন
২.৫.৩ অস্ট্রিয়ার রাজধানী : ভিয়েনা
২.৫.৪ ইংল্যান্ডের রাজধানী : লন্ডন
বিভাগ-‘গ’
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো ১১টি) :২×১১ = ২২
৩.১ ‘সামাজিক চুক্তি’ মতবাদ কী ?
৩.২ ‘ব্রান্সউইক ঘোষণাপত্র’ কী ?
৩.৩ ‘কনফেডারেশন অব দ্য রাইন’ বলতে কী বোঝা ?
৩.৪ ‘একশ দিনের রাজত্ব’ কী ?
৩.৫ ‘মেটারনিখের যুগ’ বলতে কি বোঝ?
৩.৬ ‘রক্ত ও লৌহ নীতি’ কী ?
৩.৭ ‘ফ্যাক্টরি প্রথা’ কী ?
৩.৮ আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত কেন ?
৩.৯ প্রথম বিশ্বযুদ্ধকে কেন সমগ্র বিশ্বের ইতিহাসে ‘প্রথম সর্বাত্মক যুদ্ধ’ বলা হয় ?
৩.১০ ‘বিশ্ব অর্থনৈতিক মহামন্দা’ বলতে কি বোঝ ?
৩.১১ ভার্সাই সন্ধিকে কেন ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয় ?
৩.১২ ‘লেড-লিজ আইন’ কী ?
৩.১৩ জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?
৩.১৪ ‘ভেটো’ বলতে কী বোঝায় ?
বিভাগ – ‘ঘ’
৪. সাত-আটটি বাক্যে ‘উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও) : ৪×৬= ২৪
উপবিভাগ – ‘ক’
৪.১ ফরাসী বিপ্লবে দার্শনিকদের সত্যিই কী কোনো অবদান ছিল ?
৪.২ জ্যাকোবিন শাসনে ফ্রান্সের কী কোনো মঙ্গল হয়েছিল ?
উপবিভাগ – ‘খ’
৪.৩ নেপালিয়ান বোনাপার্ট কীভাবে ইউরোপ পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছিলেন ?
৪.৪ ‘স্পেনীয় ক্ষত’ নেপোলিয়ানের পতনকে ত্বরান্বিত করেছিল বলা যায় কী ?
উপবিভাগ – ‘গ’
৪.৫ ইতালির ঐক্য আন্দোলনে মাসিনি ও ক্যাভুরের মতাদর্শ ও পন্থাগত কি পার্থক্য না দেখতে পাওয়া যায় ?
৪.৬ জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার’ বলা হয় কেন ?
উপবিভাগ – ‘ঘ’
৪.৭ ইংল্যান্ড ও মহাদেশের শিল্পবিপ্লবের মধ্যে পার্থক্য কোথায় ?
৪.৮ শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশ স্থাপনে সাহায্য করেছিল ?
উপবিভাগ – ‘ঙ’
৪.৯ ১৯১খ্রিষ্টাব্দের রুশ বিপ্লবের প্রাকালে রুশ-শ্রমিকদের অবস্থা কেমন ছিল ?
৪.১০ স্পেনীয় গৃহযুদ্ধে বিদেশি শক্তিগুলির কী ভূমিকা ছিল ?
উপবিভাগ – ‘চ’
৪.১১ ইঙ্গ-ফরাসি তোষণ নীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে ?
৪.১২ কীভাবে রোম-বার্লিন-টোকিও জোট গড়ে উঠেছিল ?
বিভাগ – ‘ঙ’
৫. পনেরো-ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
৫.১ নেপোলিয়ানের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের বিবাদ কীভাবে ব্যাখ্যা করবে ? ৮
৫.২ শিল্পজাত পন্যের পরিবহনে সুয়েজ খালের কী ভূমিকা ছিল ? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথের ভূমিকা লেখো। ৩+৫
৫.৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় ? ৮
📌আরও পড়ুনঃ
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here