WBBSE Class 9 Geography Annual Exam Model Question Paper Set-4 | নবম শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

WBBSE Class 9 Geography Annual Exam Model Question Paper Set-4 | নবম শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৪

📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি   বিষয় : ভূগোল
সময় : ৩.১৫ ঘণ্টা          পূর্ণমান : ৯০

‘ক’ – বিভাগ

১. বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×14=14

১.১ পৃথিবীর নিকটতম গ্রহের নাম (মঙ্গল / শুক্র / চাঁদ / বুধ)।

১.২ পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের মধ্যে পার্থক্য- (34কিমি / 40 কিমি / 43 কিমি / 53 কিমি)।

১.৩ 21 শে মার্চ দিনটিকে বলা হয় (মহাবিষুব / জলবিষুব / কর্কটসংক্রান্তি / মকরসংক্রান্তি)।

১.৪ সর্বোচ্চ অক্ষাংশ হল (0° / 90° / 180° / 360°)।

১.৫ ভারতের ১টি আগ্নেয় পর্বত হল (আরাবল্লী / সাতপুরা / বিন্ধ্য / ব্যারেণ)।

১.৬ লাভাগঠিত মালভূমির উদাহরণ হল (পামির মালভূমি / ছোটোনাগপুর মালভূমি / ডেকানট্যাপ / লাদাখ)।

১.৭ শল্কমোচন ঘটে মূলত (ব্যাসল্ট শিলায় / গ্রানাইট শিলায় / চুনাপাথরে / পাললিক শিলায়)।

১.৮ রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় যে জলবায়ু অঞ্চলে- (উষ্ণ মরু / মেরু / নিরক্ষীয় / পার্বত্য)।

১.৯ ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় (সাইক্লোন / টাইফুন / হ্যারিকেন / টর্নেডো)।

১.১০ সম্পদ সৃষ্টির প্রধান উপাদান হল (1টি / 2টি / 3টি / 4টি)।

১.১১ পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে (কর্কটক্রান্তিরেখা / মকরক্রান্তিরেখা / নিরক্ষরেখা / মূলমধ্যরেখা)।

১.১২ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম (দামোদর / অজয় / হাড়িয়াডাঙ্গা / তিস্তা)।

১.১৩ কলকাতা বন্দরের সহায়ক বন্দরের নাম (দুর্গাপুর / হলদিয়া / শিলিগুড়ি / কাকদ্বীপ)।

১.১৪ মানচিত্রের 1টি অপরিহার্য উপাদান হল (রং / পেন্সিল / কম্পাস /স্কেল)।

‘খ’ – বিভাগ

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো : 1×6=6

২.১.১ বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।

২.১.২ পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে।

২.১.৩ দক্ষিণ মেরুতে ধ্রুবতারার উন্নতি 90° ।

২.১.৪ আন্তর্জাতিক তারিখরেখার মান 180° উত্তর।

২.১.৫ ছোটোনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি।

২.১.৬ সুনামি মনুষ্যসৃষ্ট দুর্যোগ।

২.২ এক কথায় উত্তর দাও (6টি) : 1×6=6

২.২.১ GPS-এর পুরো নাম কী ?

২.২.২ ভূ-পৃষ্ঠের কোথায় বছরে ৬ মাস দিন ও ৬ মাস রাত্রি হয় ?

২.২.৩ অক্ষরেখার অপর নাম কী ?

২.২.৪ কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত ?

২.২.৫ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি কোনটি ?

২.২.৬ রেগোলিথ থেকে কী সৃষ্টি হয় ?

২.২.৭ হিমানী সম্প্রপাত কোথায় দেখা যায় ?

২.৩ শূন্যস্থান পূরণ করো (6টি) : 1×6=6

২.৩.১ বিদ্যালয় একটি _____________ সম্পদ।

২.৩.২ ভারতের ___________ রাজ্য লৌহআকরিক উৎপাদনে ১ম স্থান অধিকার করেছে।

২.৩.৩ __________ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

২.৩.৪ নেপাল দেশটি পশ্চিমবঙ্গের __________ দিকে অবস্থিত।

২.৩.৫ __________ কে ‘ভারতের রূঢ়’ বলে।

২.৩.৬ পশ্চিমবঙ্গে প্রধানত __________ অঞ্চলে পর্ণমোচী বনভূমি দেখা যায়।

২.৩.৭ বৃহৎ স্কেলের মানচিত্রের একটি উদাহরণ হল মানচিত্র।

২.৪ বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে লেখো : 1×4=4

বামস্তম্ভ ডানস্তম্ভ
ভার্নিয়ার শহর
গোসাবা পাহাড়
বারাসাত নদী
বিহারীনাথ স্কেল

গ- বিভাগ

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×6=12

৩.১ দিগন্তরেখা কী ? অথবা, অভিগত গোলক বলতে কী বোঝ ?

৩.২ অধিবর্ষ কাকে বলে ? অথবা, প্রতিপাদস্থান কী ?

৩.৩ স্তূপ পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা, নগ্নীভবন কাকে বলে ?

৩.৪ খরা কাকে বলে ? অথবা, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝ ?

৩.৫ অদ্বিতীয় সম্পদ কী ? অথবা, বরেন্দ্রভূমি বলতে কী বোঝ ?

৩.৬ মানচিত্র কাকে বলে ? অথবা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী ?

‘ঘ’ – বিভাগ

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও : 3×4=12

৪.১ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে তুলনা করো। অথবা, পৃথিবীর গোলীয় আকৃতির সমর্থনে তিনটি প্রমাণ দাও।

৪.২ স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কী ? অথবা, আগ্নেয় পর্বতের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৪.৩ পশ্চিমবঙ্গের কোন্ জেলাগুলিতে বন্যার প্রকোপ বেশী এবং কেন ? অথবা, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো।

8.8 দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ উৎপাদিত হয় কেন ? অথবা, পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা কি কি ?

‘ঙ’ – বিভাগ

৫.১ যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও : 5×2=10

৫.১.১ ঋতু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো।

৫.১.২ গ্রিনীচে যখন সকাল 10 টা তখন নিউইয়র্কের (74° পশ্চিম) স্থানীয় সময় কত হবে ?

৫.১.৩ রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও।

৫.১.৪ পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।

৫.২ যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও : 5×2=10

৫.২.১ সম্পদ সংরক্ষণের উপায় কী কী ?

৫.২.২ পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো।

৫.২.৩ পশ্চিমবঙ্গে লৌহ-ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন ?

৫.২.৪ মানচিত্রের গুরুত্ব উল্লেখ করো।

‘চ’ – বিভাগ

৬. প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ
চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ 1×10=10

পুরুলিয়া জেলা, কর্কটক্রান্তিরেখা, উত্তরের পার্বত্য অঞ্চল, সান্দাকফু পর্বতশৃঙ্গ, দামোদর নদ, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য, পশ্চিমবঙ্গের 1টি পাটশিল্পকেন্দ্র, হলদিয়া বন্দর, শিলিগুড়ি শহর, সৈকত শহর দিঘা।

📌আরও পড়ুনঃ

📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply