3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
WBBSE Class 9 Geography Annual Exam Model Question Paper Set-5 | নবম শ্রেণি ভূগোল বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৫
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-5
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ভূগোল
সময় : ৩.১৫ ঘণ্টা পূর্ণমান : ৯০
Jhantipahari P.K. Girls’ High School (H.S.)
Third Summative Evaluation-2022
Class: IX Sub: Geography
Time: 3 Hrs. FM-90
বিভাগ- ‘ক’
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×15=15
(i) ‘সুনামি’- হলো—
(a) সামুদ্রিক জলোচ্ছ্বাস (b) সমুদ্র স্রোত (c) ঘূর্ণিঝড় (d) ভূমিকম্প।
(ii) ‘ভারতের শেফিল্ড’ বলা হয়
(a) বর্ধমানকে (b) শান্তিনিকেতনকে
(c) হাওড়াকে (d) শিলিগুড়িকে।
(iii) পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার
(a) বহরমপুর (b) শিলিগুড়ি (c) চুঁচুড়া (d) ব্যারাকপুর।
(iv) পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অর্থাৎ-
(a) গোলক (b) জিয়ড (c) নীলগ্রহ (d) অভিগত গোলক।
(v) প্রাচীন ভঙ্গিল পর্বত হলো-
(a) আরাবল্লি (b) হিমালয় (c) আল্লস্ (d) আন্দিজ।
(vi) শিলা খনিজের সঙ্গে রাসায়নিকভাবে অক্সিজেন যুক্ত হওয়াকে বলে-
(a) শিটিং (b) স্প্যালিং (c) জারণ (d) জলযোজন।
(vii) পশ্চিমবঙ্গে সার্ভে অফ ইন্ডিয়ার শাখা অফিস অবস্থিত-
(a) উড় স্ট্রিটে (কলকাতা) (b) পার্ক স্ট্রিটে (কোলকাতা) (c) আলিপুরদুয়ারে (d) মালদহে।
(viii) পর্বতের উপর থেকে বিশালাকার বরফের স্তূপ নেমে আসাকে বলে-
(a) তুষার ঝড় (b) রিজার্ড (c) হিমানি সম্প্রপাত (d) তুষারপাত।
(ix) পশ্চিমবলোর ক্ষুদ্র প্রতিবেশি রাজ্য হল-
(a) ভূটান (চ) সিকিম (c) ঝাড়খণ্ড (১) ওড়িশা।
(x) ‘Principia’ গ্রন্থের রচয়িতা-
(a) নিউটন (b) গ্যালিলিও (c) কেপলার (c) কোপারনিকাস।
(xi) 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়-
(a) জাপানে (b) ব্রাজিলে (c) রাশিয়ায় (c) ইংল্যান্ডে।
(xii) রাশিয়ার প্রমাণ-দ্রাঘিমার সংখ্যা- (a) 9টি (b) 11টি (c) 13টি (d) 8টি।
(xii) 1 সেমিতে 500 মিটার এটি (a) বিবৃতিমূলক স্কেল (b) লৈখিক ভেল (c) ভগ্নাংশসূচক স্কেল (d) ডায়াগোনাল স্কেল।
(xiv) ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়- (a) আবহবিকার প্রক্রিয়ায় (b) নগ্নীভবন প্রক্রিয়ায় (c) বিচূর্ণীভবন প্রক্রিয়ায় (d) বিয়োজন প্রক্রিয়ায়।
(xv) ভারতে প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়-
(a) মুসুড়িতে (b) ত্রিবেণীতে (c) শ্রীরামপুরে (d) বেলঘরিয়াতে।
বিভাগ- ‘খ’
2. শূন্যস্থান পূরণ করো : 1×10=10
(i) গ্রিক পণ্ডিত এরাটোসথেনিস পৃথিবীর ___________ নির্ণয়ের চেষ্টা করেন।
(ii) সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক হল ___________।
(iii) গ্রস্ত উপত্যকার অপর নাম ____________।
(iv) বৃষ্টি বহুল অঞ্চলে ___________ আবহবিকার বেশি কার্যকরী।
(v) নিপুণতা ____________ সম্পদের উদাহরণ।
(vi) ____________ হল ইউনিটমুক্ত স্কেল।
(vii) পৃথিবীর আবর্তন না থাকলে __________ দিন অন্তর কোন স্থানে জোয়ার হতো।
(viii) বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত পূর্বে সেখানে ছিল ___________ সাগর।
(ix) একমাত্র ____________ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে।
(x) ন্যাপথা _________ এর উপজাত দ্রব্য।
3. বামদিক ও ডানদিক মিলিয়ে লেখো : 1×7=7
বামদিক | ডানদিক |
(i) ম্যাঙ্গানিজ | (a) কর্কট সংক্রান্তি |
(ii) বরেন্দ্রভূমি | (b) অক্ষাংশ |
(iii) 21 জুন | (c) বেলপাহাড়ী |
(iv) নিরক্ষরেখা থেকে কৌণিক দূরত্ব | (d) পূর্বাশা |
(v) সুন্দরবন অঞ্চলের নতুন দ্বীপ | (e) বারিন্দ |
(vi) মৃত্তিকা ক্ষয় | (f) রিষড়া |
(vii) পাটকল | (g) ঝুমচাষ |
4. সত্য বা মিথ্যা লেখো : 1×8=8
(ⅰ) বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।
(ii) নিরক্ষরেখায় সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে।
(iii) তরাই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়।
(iv) পশ্চিমবঙ্গের অজয় নদী একটি দক্ষিণবাহিনী নদী।
(v) ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো দেওয়াল মানচিত্র।
(vi) ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ।
(vii) পামির গ্রন্থি থেকে হিমালয়ের উৎপত্তি।
(viii) একই গোলার্ধে দুটি স্থানের দ্রাঘিমা যোগ করলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়।
বিভাগ- ‘গ’
5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: (4টি) : 2×4=8
(i) সূর্যের আপাত দৈনিকগতি কী ?
(ii) ক্যালডেরা কী ?
(iii) স্তূপ পর্বত কাকে বলে ? উদাহরণ দাও।
(iv) মানব জীবনে সমভূমির দুটি গুরুত্ব লেখো।
(v) প্রমাণ সময় বলতে কী বোঝ ?
(vi) পৃথিবীকে নীলগ্রহ কেন বলা হয় ?
(vii) ভার্নিয়া স্কেল কাকে বলে ?
বিভাগ- ‘ঘ’
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (4টি) 3×4=12
(ⅰ) আবহবিকারের তিনটি ফলাফল লেখো।
(ii) পশ্চিমবঙ্গে চা শিল্পের তিনটি সমস্যা লেখো।
(iii) আবহবিকারের ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।
(iv) ভগ্নাংশসূচক স্কেলের সুবিধা অসুবিধাগুলি লেখো।
(v) পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলির তিনটি বৈশিষ্ট্য লেখো।
(vi) পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা লেখো।
(vii) মহাবিষুব ও জলবিষুব বলতে কী বোঝ ?
বিভাগ-ঙ
7. যেকোনো 4টি প্রশ্নের উত্তর দাও : 5×4=20
(i) পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন ?
(ii) দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তুষার ঝড় কী ? 3+2
(iii) দুর্গাপুর লৌহ-ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি লেখো।
(iv) সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও।
(v) পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা লেখো।
(vi) হুগলি নদীর উভয় তীরে পাটশিল্পের একদেশীভবনের কারণগুলি লেখো।
(vii) পেনিপ্লেন ও পেডিপ্লেন-এর পার্থক্য লিখ। হড়পা বাণ কী ? 3+2
8. পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করো : 1×10=10
(i) দামোদর নদ (ⅱ) দিঘা (iii) একটি চা উৎপাদক অঞ্চল (iv) একটি তৈল শৌধনাগার (v) কলকাতা বন্দর (vi) জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র (vii) ম্যানগ্রোভ অরণ্য (viii) উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার (ix) ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র (x) ল্যাটেরাইট মাটি।
📌আরও পড়ুনঃ
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here