3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
WBBSE Class 9 Life Science Annual Exam Model Question Paper Set-6 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৬
📌নবম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-6
3RD SUMMATIVE EVALUATION
Class – IX Sub : Life Science
Time – 3.15 hours Full Marks – 90
GROUP – A
1. নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে নিয়ে লেখো : 1×15=15
(i) কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া–
(a) পরিফেরা
(b) অ্যানিলিডা
(c) মোলাস্কা
(d) টিনোফোরা
(ii) লিনিয়ান হায়ারার্কির শেষ ধাপটি হল
(a) বর্গ
(b) প্রজাতি
(c) রাজ্য
(d) শ্রেণি
(iii) ন্যাথোস্টোমাস্টার একটি উদাহরণ-
(a) অ্যাসিডিয়া
(b) ল্যামপ্রে
(c) গিনিপিগ
(d) তারামাছ
(iv) জাইলেম কলার সজীব উপাদানটির নাম –
(a) জাইলেম প্যারেনকাইমা
(b) ট্যাকিয়া
(c) ট্র্যাকিড
(d) সিভনল
(v) টোকোফেরল ভিটামিন যে রোগ প্রতিরোধে সাহায্য করে তার নাম
(a) পেলেগ্রা
(b) বন্ধ্যাত্ব
(c) রাতকানা
(d) রিকেট
(vi) কোশের সুইসাইড ব্যাগ নামে পরিচিত কোশ অঙ্গানুটির নাম হল –
(a) প্লাস্টিড
(b) মাইটোকনড্রিয়া
(c) রাইবোজোম
(d) লাইসোজোম
(vii) মৃতজীবীয় পুষ্টি সম্পন্ন করে
(a) অ্যাগারিকাস
(b) বটগাছ
(c) কলশপত্রী
(d) স্বর্ণলত
(viii) অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হল–
(a) পেপটাইড
(b) পেপসিন
(c) ইরিপসিন
(d) ট্রিপসিন
(ix) হেপারিন নিঃসরণকারী শ্বেতরক্তকণিকাটি হল-
(a) বেসোফিল
(b) নিউট্রোফিল
(c) ইওসিনোফিল
(d) লিম্ফোসাইট
(x) অন্ধকার দশায় উৎপন্ন তিন কার্বনযুক্ত স্থায়ী যৌগটির নাম–
(a) NADP
(b) PGA
(c) PGAld
(d) RuBP
(xi) HBV ভ্যাকসিন কোন প্রকার রোেগ সক্রমন থেকে রক্ষা করে?
(a) যক্ষা
(b) হেপাটাইটিস
(c) পোলিও
(d) নিউমোনিয়া
(xii) কার্ডিওলিপিন হল একপ্রকার
(a) ভ্যাকসিন
(b) এক্সোজেনাস অ্যান্টিজেন
(c) অ্যান্টিবডি
(d) এন্ডোজেনাস অ্যান্টিজেন
(xiii) যে সব উদ্ভিদ নিম্নতাপ মাত্রায় অঞ্চলে বসবাস করে তাদের বলা হয়
(a) হেকিস্টোথারমাস
(b) মেগাথারমাস
(c) মেসোথারমাস
(d) হেলিওফাইটস
(xiv কারোয়ার একটি-
(a) জলবিদ্যুৎ কেন্দ্র
(b) পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
(c) তাপবিদ্যুৎ কেন্দ্র
(d) সৌরবিদ্যুৎ কেন্দ্র
(xv) খাদ্য হিসাবে ব্যবহৃত স্পাইরুলিনা একপ্রকার-
(a) মাশরুম
(b) ছত্রাক
(c) শৈবাল
(d) উন্নতমানের গম
GROUP – B
2. নীচের প্রশ্নগুলির একবাক্যে উত্তর দাও (যে কোন সাতটি) : 1×7=7
2.1 তরুনাস্থিময় অন্তঃকঙ্কাল বিশিষ্ট মাছেদের শ্রেণির নাম কী ?
2.2 জীবের মধ্যে সঞ্চারন যোগ্য জিণের আকস্মিক পরিবর্তনকে কী বলে ?
2.3 ক্রিস্টি কাকে বলে ?
2.4 সারকোলেমা কী ?
2.5 মানবদেহে প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গটির নাম কী ?
2.6 সাইনোঅ্যাট্রিয়াল নোডের কাজ কী ?
2.7 রজনের একটি অর্থকরী গুরুত্ব লেখো।
2.8 বাওম্যান ক্যাপসুলের ভিসেরাল স্তরে অ্যামিবার মত কোশগুলির নাম কী ?
2.9 সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি অসুবিধা লেখ।
3. শূন্যস্থান পূরণ কর (যে কোন পাঁচটি) :
1×5=5
3.1 টাইরেসিন নামক অ্যামাইনোঅ্যাসিড থেকে _________ হরমোন তৈরী হয়।
3.2 মাইক্রোটিবিউলে উপস্থিত প্রোটিনটির নাম ___________।
3.3 ইনসুলিন হরমোন কমক্ষরণে ________ নামক রোগ হয়।
3.4 মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে অবস্থিত তরলটির নাম ____________।
3.5 OPV এর পুরো নাম __________।
3.6 পতঙ্গদের রেচন অঙ্গের নাম ____________।
4. ঠিক অথবা ভুল নির্বাচন কর (যে কোন পাঁচটি) : 1×5=5
4.1 বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোশীয় জীব হল মাইক্রোস্ফিয়ার।
4.2 ড্রায়োপটেরিস – ফার্ণ বর্গের উদ্ভিদ।
4.3 বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে থিবেসিয়ান কপাটিকা।
4.4 T লিম্ফোসাইট থাইমাস গ্রন্থিতে পরিণত ও সক্রিয় হয়।
4.5 আয়োডিন মৌলের অভাবে রিকেট রোগ হয়।
4.6 সালোকসংশ্লেষ একধরণের অপচিতি বিপাক।
5. ‘ক’ এবং ‘খ’ স্তম্ভ মিলিয়ে পাশাপাশি সঠিক উত্তর লেখো : 1×4=4
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(1) হাইলাম | (a) মুক্তসংবহন |
(2) শামুক | (b) পরিফেরা |
(3) যক্ষা | (c) নালিপদ |
(4) তারামাছ | (d) বৃক্ক |
(e) ব্যাকটেরিয়া |
GROUP – C
6. নীচের প্রশ্নগুলোর উত্তর দাও (যে কোন ১২ টি) : 12 × 2 = 24
6.1 ইউরোকর্ডাটার উদাহরণ সহ দুটি বৈশিষ্ট্য লেখো।
6.2 ট্যাক্সোনমির গুরুত্ব লেখো।
6.3 পৃবিদ্যা কাকে বলে ? হাইড্রোফবিনাম কী ?
6.4 জীবদেহে শর্করার ভূমিকা লেখো।
6.5 একটি সম্পৃক্ত ও একটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম লেখো।
6.6 জোন-অব-এক্সক্লুশন কি ? ER বলতে কোন কোশ অঙ্গাণুকে বোঝায় ?
6.7 রসের উৎস্রোত বলতে কী বোঝ ?
6.8 সবাতশ্বসন কাকে বলে ? সমীকরণ লেখো।
6.9 স্যাংগুইনিভোরি কী ? উদাহরণ দাও।
6.10 পাকস্থলীর কাজ লেখ।
6.11 লসিকার প্রধান কাজগুলো কী কী ?
6.12 সায়ানোব্যাকটেরিয়া কীভাবে জমির উপকার করে ?
6.13 ন্যাটালিটি বলতে কী বোঝ ?
6.14 জেরোফাইট উদ্ভিদের একটি করে মূল ও কাণ্ডের অভিযোজন গত বৈশিষ্ট্য লেখো।
6.15 IgM কী ? এটি সাধারণত কোথায় থাকে ?
6.16 দাঁতের নাম সহ মানুষের স্থায়ী দন্ত সংকেত লেখো।
6.17 RUBP এবং ATP যৌগদুটির পুরো নাম লেখো।
GROUP – D
7. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় : 6×5 = 30
7.1 শামুক 🐌 প্রাণীটি কোন পর্বভুক্ত ? সেই পর্বের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্ব গুলি কী কী ? প্রতিটির উদাহরণ দাও। 2+3=5
অথবা, গিরগিটি প্রাণীটি যে শ্রেণিভূক্ত সেই শ্রেণির প্রধান বৈশিষ্ট্য লেখো। উভচর উদ্ভিদ কাদের বলা হয় ? তাদের বৈশিষ্ট্য লেখো। 2+3=5
7.2 পেশিকলার প্রধান কাজ গুলি লেখো। প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। 2+3=5
অথবা, গলগি বডির কাজগুলো লেখো। ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। 2+3=5
7.3 রক্ত তঞ্চনের বিভিন্ন পর্যায়গুলো বিস্তারিত ভাবে বর্ণণা করো। ধমনি ও শিরার প্রধান দুটি পার্থক্য লেখো। 3+2=5
অথবা, নেফ্রনের একটি পরিষ্কার চিত্র অঙ্কন কর এবং গ্লোমেরুলাস, ব্যোওম্যানক্যাপসুল, হেনলির লুপ এবং সংগ্রাহীনালি চিহ্নিত করো। 3+2=5
7.4 এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কী ? শর্করা ভঙ্গক তিনটি উৎসেচকের নাম, তাদের উৎস ও পরিপাকে ভূমিকা ছকের মাধ্যমে প্রকাশ করো। 2+3=5
অথবা, ‘সক্রিয় ও নিষ্ক্রিয় ধুমপান – উভয় প্রকার ধূমপানই ফুসফুসের পক্ষে ক্ষতিকারক’ কেন তা কারণসহ লেখো। বাষ্পমোচন পদ্ধতির দুটি উপকারী ভূমিকা লেখো। 3+2=5
7.5 অ্যান্টিবডির গঠন চিত্র সহ বিস্তারিত বর্ণনা করো। 3+2=5
অথবা, রোগনিরাময়ে ধৌতকরণের ভূমিকা বিস্তারিতভাবে লেখো। BCG এই ভ্যাকসিনের পুরো নাম কী ? 4+1=5
7.6 বৃষ্টির জল সংরক্ষণ করার উপায় বা পদ্ধতি গুলো লেখো। বনজসম্পদের ব্যবহার লেখ। 3+2=5
অথবা, বাস্তুপ্রবাহের শক্তিপ্রবাহের স্তরগুলি বিস্তারিত ভাবে বর্ণনা করো।
📌আরও পড়ুনঃ
📌 নবম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here