পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ | WBBSE Class 5 Math 3rd Unit Test Model Question Paper Set-3

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) MATH (WBBSE)
MODEL QUESTION PAPER

পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ | WBBSE Class 5 Math 3rd Unit Test Model Question Paper Set-3

📌 1. পঞ্চম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৫০ সময় : ১.৩০ মিনিট

‘ক’ -‌ বিভাগ (পাটীগণিত)

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে কোনো চারটি) : ১×৪

(ক) দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য (৯৯ / ১০/ ৮৯ / ৭৯)।

(খ) ৩ এবং ৯-এর ল.সা.গু ও গ.সা.গু-র গুণফল (৩ / ৯ / ২৭ / ৩০)।

(গ) `frac১(৪)` + `frac১(৪)` + `frac১(৪)` + `frac১(৪)` + `frac১(৪)` এর মান (`frac১(৪)` / `frac৩(৪)` / ১ / `frac৫(৪)`)

(ঘ) একটি বর্গাকার চিত্রের পরিসীমা ২৪ মিটার হলে, তার একটি বাহুর দৈর্ঘ্য (২ মি / ৪ মি / ৬ মি / ৮ মি)।

(ঙ) ১.২৫-কে ভগ্নাংশে পরিণত করলে সেটি একটি (প্রকৃত ভগ্নাংশ / অপ্রকৃত ভগ্নাংশ / মিশ্র ভগ্নাংশ / কোনোটিই নয়)।

(চ) ৯টি পেনের দাম ৪৫ টাকা হলে ১০টি পেনের দাম হবে (৪০ টাকা / ৫০ টাকা / ৩০ টাকা / ৬০ টাকা)।

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) : ২×৪

(ক) (দুটি সংখ্যার গুণফল ১০৩৫, একটি সংখ্যা ২৩ হলে অন্যটি কত ?

(খ) সিরাজ বাগানের `frac৬(১৭)` অংশে ফুলের চারা লাগিয়েছে। মণিকা অংশে `frac৩(৩৪)` অংশে ফুলের চারা লাগিয়েছে। তারা দুজনে মোট কত অংশে ফুলের চারা লাগিয়েছে ?

(গ) আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। মাঠের পরিসীমা কত ?

(ঘ) ৪টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে ৫ দিন সময় লাগে। ১টি লাঙল দিয়ে ঐ জমি চাষ করতে কত দিন সময় লাগবে?

(ঙ) সরল করো :

১ – [১ – {১ – (১ – `\overline{১–১}`)}]

(চ) সানিয়া ১৫৭৫০ টাকায় এক-ঝুড়ি আম কিনল। বাজারে গিয়ে ১৭৫ টাকায় তা বিক্রি করে দিল। সে কত টাকা বেশী পেল ?

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) : ৩x৪

(ক) তিনটি ঘণ্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘণ্টাগুলি আবার একসঙ্গে বাজবে ?

(খ) মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় `frac৭(৮)` অংশ বাসে ও `frac১(১২)` অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির কত অংশ পথ হেঁটে গেল ?

(গ) একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে ?

(ঘ) ১ ডজন ডিমের দাম ৪৮ টাকা হলে ১৯টা ডিমের দাম ঐকিক নিয়মে নির্ণয় করো। (১ ডজন = ১২টি)

(ঙ) একটি পোলট্রিতে ৪০০০টি মুরগির ২৫০ দিনের খাবার মজুত ছিল। কিন্তু আরো ১০০০টি মুরগি আনা হল। ঐ মজুত খাবারে মুরগিগুলির কতদিন চলবে ?

(৮) সরল করো : ১০×৬ – [৫ + ১০ (৫ – ২)}৩]

‘খ’ বিভাগ

৪। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (চারটি): ১×৪

(ক) কোনটি আঁকতে সবচেয়ে কম জায়গা লাগবে ? (সরলরেখা /সরলরেখাংশ‌ / কোণ / বিন্দু)।

(খ) তিনটি সমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ? (১টি / ২টি / ৩টি/ অসংখ্য)।

(গ) সরল কোণটি হল (০° / ৯০° / ৬০° / ১৮০°)।

(ঘ) একটি মুর্খবন্ধ কৌটার সমতলের সংখ্যা (১টি / ২টি / ৩টি / একটিও না)।

(ঙ) শঙ্কুর তলদেশ (বৃত্তাকার ক্ষেত্র / ত্রিভুজাকার ক্ষেত্র / বর্গক্ষেত্রাকার‌ / আয়তক্ষেত্রাকার)।

(চ) সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা (১টি / ২টি / ৩টি / ৪টি)।

৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো আটটি) : ২×৮

(ক) স্কেলের সাহায্যে ৬.৭ সেমি সরলরেখাংশ আঁকো ও তার নাম দাও।

(খ) স্থূলকোণ কাকে বলে চিত্রসহ লেখো।

(গ) একটি আয়তঘনকের চিত্র আঁকো। একটি উদাহরণ দাও।

(ঘ) একটি চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তলসংখ্যা ও ধার সংখ্যা লেখো।

(ঙ) চাঁদার সাহায্যে ৭৫০° কোণ আঁকো। এটি কী ধরণের কোণ ?

(চ) ১ সেমি, ৩ সেমি ও ৫ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কী ? যুক্তি দাও।

(ছ) ১.৫ সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্ত আঁকো।

(জ) কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী ?

(ঝ) বৃত্তাকার মাঠে যখন দৌড় প্রতিযোগীতার জন্য বিভিন্ন লাইন করা হয় তখন বাইরের প্রতিযোগী আগে দাঁড়ায় আর ভেতরের প্রতিযোগী পিছনে দাঁড়ায় কেন ?

(ঞ) একটি সমকোণী ত্রিভুজ আঁকো। এর কটি সূক্ষ্মকোণ ?

৬। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 8

(ক) দুটি সুষম বস্তুর উদাহরণ চিত্রসহ লেখো। প্রতি ক্ষেত্রে বস্তুর তলসংখ্যা কত হবে লেখো। ২+২

(খ) একটি বৃত্ত এঁকে তার জ্যা, ব্যাস ও কেন্দ্র দেখাও। বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী ? ৩+১

‘গ’ বিভাগ

৭। (ক) ১১, ১৭, ২৩, _____। পরের সংখ্যাটি কত ?

(খ) পরের চিত্রটি আঁকো।

Leave a Reply