পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ | WBBSE Class 5 Math 3rd Unit Test Model Question Paper with Answer Set-2

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) MATH (WBBSE)
MODEL QUESTION PAPER

পঞ্চম শ্রেণি গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ | WBBSE Class 5 Math 3rd Unit Test Model Question Paper with Answer Set-2

📌 1. পঞ্চম শ্রেণির সমস্ত বিষয়ের সমস্ত পরীক্ষার প্রশ্ন Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৫০ সময় : ১.৩০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১x১০ = ১০

(ক) ২১৩২০ দিনে কত মাস কত দিন ?

উত্তরঃ ২১৩২০ + ৩০

= ৭১০ মাস ২০ দিন।

(খ) ৭৭০ মিনিটে কত ঘণ্টা কত মিনিট ?

উত্তরঃ ৭৭০ : ৬০ = ১২ ঘণ্টা ৫০ মিনিট।

(গ) ৬.৩ টাকা = ______ টাকা ______ পয়সা।

উত্তরঃ ৬.৩ টাকা = ৬ টাকা ৩০ পয়সা।

(ঘ) ছোটো থেকে বড়ো সাজাও : ৬.০০৬, ৬.৬০৬, ৬.০৬৬

উত্তরঃ ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই = ৬.০০৬, ৬.০৬৬, ৬.৬০৬

(ঙ) দশমিক ভগ্নাংশে পরিণত করো: ২৫/১০০০

উত্তরঃ ২৫ ÷ ১০০০ = ০.০২৫

উত্তরঃ = ০.০২৫

(চ) ১৫ × ? + ৪ = ৭৯ (? চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও)

উত্তরঃ

(ছ) বিয়োগ করো: ২০ – ১৫.৫০

উত্তরঃ ২০ – ১৫.৫০ = ২০.০০ – ১৫.৫০

= ৪.৫০

(জ) অতিভুজ কাকে বলে ?

উত্তরঃ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে।

(ঝ) সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি কত ?

উত্তরঃ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি ৯০°।

(ঞ) স্থূলকোণের মান _______ ডিগ্রির চেয়ে বড়ো, আবার _______ ডিগ্রির চেয়ে ছোটো।

উত্তরঃ নিজে করো।

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩x৪=১২

(ক) শম্পা দোকান থেকে ২৫.৫০ টাকার খাতা, ৫.৫০ টাকার পেন, ১২০.৫০ টাকার বই কিনল। শম্পা মোট কত টাকার জিনিস কিনল ?

সমাধানঃ

২৫.৫০ + ৫.৫০ + ১২০.৫০ = ১৫১.৫০

অতএব, শম্পা মোট ১৫১.৫০ টাকার জিনিস কিনল।

(খ) স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো : ৩১৮.০০৫

সমাধানঃ

স্থানীয় মানে বিস্তার করে পাই ৩০০+১০+৮+৫/১০০০

তিনশো আঠারো দশমিক শূন্য শূন্য পাঁচ।

(গ) সূক্ষ্মকোণের চেয়ে বড়ো দুটি কোণের মান লেখো।

উত্তরঃ সূক্ষ্মকোণের চেয়ে বড়ো দুটি কোণের মান হলো- ৭০° ও ১১০°।

(ঘ) কোনো একটি সংখ্যা থেকে ৩৪০২ বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। সংখ্যাটি কত ?

সমাধানঃ

১০০০০ + ৩৪০২ = ১৩৪০২

অতএব, সংখ্যাটি ১৩৪০২ (উত্তর)

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চারটি) : ৩x৪=১২

(ক) শ্যামলবাবু তাঁর ৮ মাসের আয় দিয়ে ৯ মাসের খরচ চালান। তাঁর মাসিক আয় ১১,২৩২ টাকা হলে ৯ মাসের খরচ কত?

সমাধানঃ

শ্যামলবাবুর ১ মাসে আ= ১১,২৩২ টাকা

শ্যামলবাবুর ৮ মাসে আয় ১১,২৩২ × ৮ = ৮৯,৮৫৬ টাকা

অতএব, শ্যামলবাবুর ৯ মাসের খরচ ৮৯,৮৫৬ টাকা। (উত্তর)

(খ) সরল করো: ৬ × ৫ × ৪ ÷ ৮ ÷ ৫ × ৭

সমাধানঃ

৬ × ৫×৪÷৮÷৫×৭

= ১২০÷৮৫×৭

= ১৫÷৫×৭

= ৩×৭

= ২১ (উত্তর)

(গ) নাজিরার কাছে ৫০ টাকা আছে। সে দুটি বিস্কুট কিনতে ১ টাকা দেয়। ৫০ টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে ?

উত্তরঃ ১ টাকায় বিস্কুট পাওয়া যায় ২টি।

(ঘ) একটি বৃত্ত অঙ্কন করো ও তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।

উত্তরঃ নিজে করো।

(ঙ) যে পরিমাণ খাবারে ৫ জন লোকের ১ দিন চলে, সেই পরিমাণ খাবারে ১ জন লোকের কত দিন চলবে ?

উত্তরঃ ৫ জন লোকের ১ দিন চলে।

১ জন লোকের চলবে, ৫×১ = ৫ দিন।

অতএব, যে পরিমাণ খাবারে ৫ জন লোকের ১ দিন চলে, সেই পরিমাণ খাবারে ১ জন লোকের ৫ দিন চলবে।

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চারটি) : ৪x৪ = ১৬

(ক) আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে ৮ জন মিস্ত্রির ১ মাস সময় লেগেছে। একই রকম আর একটা ঘর ২৪ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে ?

উত্তরঃ ৩০ দিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি লেগেছে ৮ জন।

১ দিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি লাগবে, ৩০০৮ = ২৪০ জন।

২৪ দিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি লাগবে, ২৪০÷২৪ = ১০ জন।

অতএব, একই রকম আর একটা ঘর ২৪ দিনে শেষ করতে মোট ১০ জন মিস্ত্রি লাগবে।

(খ) একটি পুতুল তৈরির কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে ৪ জন লোকের ১২ দিন সময় লাগত। বেশি উৎপাদনের জন্য আরও ২ জন লোক নিয়োগ করা হল। এখন এক ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে ? আগের থেকে কত কম সময় লাগবে ?

উত্তরঃ এক ডজন পুতুল তৈরি করতে ৪ জন লোকের সময় লাগে ১২ দিন।

এক ডজন পুতুল তৈরি করতে ১ জন লোকের সময় লাগে, ১২০৪ = ৪৮ দিন।

এক ডজন পুতুল তৈরি করতে ৪+২=৬ জন লোকের সময় লাগবে, ৪৮ ÷ ৬ = ৮ দিন।

অতএব, এখন এক ডজন পুতুল তৈরি করতে ৮ দিন সময় লাগবে।

এবং আগের থেকে (১২ – ৮) = ৪ দিন কম সময় লাগবে।

(গ) একটি শিক্ষণ ক্যাম্পে ২৫০ জন শিক্ষার্থী গিয়েছে। তাঁদের ২৮ দিনের খাদ্য মজুত আছে। শিবির চলার ১৭ দিন পর আরও ২৫ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এল। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে ?

উত্তরঃ ওই খাবারে ২৫০ জনের চলবে (২৮-১৭) = ১১ দিন।

১ জনের চলবে ২৫০×১১ = ২৭৫০ দিন।

(২৫০+২৫) = ২৭৫ জনের চলবে ২৭৫০ ÷ ২৭৫ = ১০ দিন।

অতএব, এখন ওই খাবারে তাদের ১০ দিন চলবে।

(ঘ) একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে ২ ঘণ্টা সময় লাগে। কিন্তু, আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ৬ ঘণ্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব ৮০ কিমি হলে, আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত ?

উত্তরঃ ২ ঘণ্টায় জিপটি যায় ৮০ কিমি।

১ ঘণ্টায় জিপটি যাবে ৮০÷২= ৪০ কিমি।

৬ ঘণ্টায় জিপটি যাবে ৪০×৬ = ২৪০ কিমি।

অতএব, আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব ২৪০ কিমি।

(ঙ) ৪ জন লোক প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করে ১৪ দিনে একটি কাজ শেষ করতে পারেন। ৭ জন লোক প্রতিদিন ৩ ঘণ্টা করে কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন ?

উত্তরঃ ৪ জন লোক প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করে কাজটি শেষ করে ১৪ দিনে।

১ জন লোক প্রতিদিন ১ ঘণ্টা করে কাজ করে কাজটি শেষ করবে, ১৪×৪×৬ = ৩৩৬ দিনে।

৭ জন লোক প্রতিদিন ৩ ঘণ্টা করে কাজ করে কাজটি শেষ করবে, ৩৩৬ ÷ (৭০৩) = ৩৩৬ ÷ ২১ = ১৬ দিনে।

অতএব, ৭ জন লোক প্রতিদিন ৩ ঘণ্টা করে কাজ করে ওই কাজটি শেষ করতে পারবেন ১৬ দিনে।

(চ) চিত্র অঙ্কন করো : তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ (২+২)

উত্তরঃ

Leave a Reply