ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
SANSKRIT QUESTION PAPER
WBBSE Class 8 Sanskrit 3rd Unit Test Question Paper Set-1 | অষ্টম শ্রেণি সংস্কৃত তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-১
📌 অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : সংস্কৃত
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট
সতর্কতা : অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের সংস্কৃত বিষয়ের পাঠ্যপুস্তক এক নয়। তাই তোমাদের বিদ্যালয়ের পাঠ্য পুস্তকের সঙ্গে মিল থাকলে তবেই প্রশ্নপত্র প্র্যাকটিস করবে। পাঠ্যপুস্তক না মিললেও ব্যাকরণ অংশটা তোমরা প্র্যাকটিস করতে পারবে।
Third Summative Evaluation
Class : VIII
Subject : Sanskrit
Full Mark : 70
Time: 2.20 hours.
1. সঠিক উত্তরের পাশে (✓) টিক চিহ্ন দাও : 6
(ক) পুত্রেষু রামচন্দ্র (কনিষ্ঠঃ / জ্যেষ্ঠঃ / মধ্যমঃ) পুত্র: আসীৎ।
(খ) অথৈকদা (স / তৌ / তে) মুষিকঃ ক্ষুধাপীড়িতো সঞ্চরতি বহিঃ সক্ষরতি স্ম।
(গ) রত্নাকরো বদতি স্ম-“নৈবম্ (ভবেৎ/ ভবতম / ভবেষু)।
(ঘ) ভারীরথি সুখদায়িনি (পিত / মাত / ভ্রাত)।
(ঙ) দূরীকুরু (তব / সম / তস্য) দুস্কৃতিভারং।
(চ) মধু (তিষ্ঠতি / তিষ্ঠতঃ / তিষ্ঠন্তি) জিহাগ্রে হৃদয়ে হলাহলম।
2. বাংলাতে উত্তর দাও : 7 টি 7×1=7
(ক) চিত্রাঙ্গ কেন বিদেশে গেল ?
(খ) রামচন্দ্রের পত্নীর নাম কী ?
(গ) রামচন্দ্র কেন বনবাসে গেলেন ?
(ঘ) দুর্দান্তো নামে সিংহটি কোথায় বাস করত ?
(ঙ) নারদ তাকে কী বলল ?
(চ) হিরণ্যক কে ছিল ?
(ছ) কাহার মতো পূজ্য এবং কাহার সদৃশ গুরু নেই ?
(জ) প্রকৃত বন্ধু কে ?
(ঝ) কীভাবে মানুষ সারা জীবন বেঁচে থাকে ?
3. সংস্কৃত ভাষায় উত্তর দাও : ৭টি 7×2=14
(ক) কঃ স চিত্রাঙ্গ ?
(খ) চিত্রাঙ্গ কুত্র বসতি স্ম ?
(গ) কঃ নাম অযোধ্যায়াং নৃপঃ ?
(ঘ) কৈকয়ী কিং বরদ্বয়ং যাচিতবতী ?
(ঙ) কঃ অসৌ রত্নাকরঃ ?
(চ) রত্নাকরস্তদা কিমকরোৎ ?
(ছ) কুত্র শম্নলী তরুরতিষ্ঠতি ?
(জ) কঃ চিত্রগ্রীব ?
(ঝ) কঃ অসৌ লবুপতনকঃ ?
(ঞ) গৃহং গত্বা রত্নকরঃ স্বজনেভ্য কিম্ অপৃচ্ছৎ ?
4. বাংলা অর্থ লেখ: ১টি 4×1=4
একদা, শ্রুত্বা, প্রত্যহং, ভয়াৎ, ইত্যালোচ্য, নিগমে, গরীয়সী।
5. রামায়ণ কথা, গল্পটি নিজের ভাষায় লেখো। 6
অথবা,
‘চিত্রগ্রীব হিরণ্যক কথা’ শীর্ষক গল্পটি নিজের ভাষায় লেখো।
6. কারক ও বিভক্তি নির্ণয় করো : ১টি 5×1=5
খাদ্যাভাবাৎ, সীতয়া, সত্বরং, বনপথে, তব, ছদ্মবেশেন।
7. সন্ধি বিচ্ছেদ করো : ১টি
অথৈকদা, অত্রান্তরে, ইত্যুত্ত্বা, নাহং, সুরেশ্বরী, ধনমিচ্ছন্তি।
৪. বাংলায় অনুবাদ করো : 4টি 4×2=8
(i) বরমেকো গুণী পুত্র ন তু মুর্খশতৈরপি। একশ্চন্দ্রস্তমো হস্তি ন তু তারাগনৌরপি।।
(ii) ভাগীরথি সুখদায়িনি মাত
স্তব জলমহিমা নিগমে খ্যাতঃ।
নাহং জানে তব মহিমানং
ত্রাহি কৃপাময়ি মামজ্ঞানম্।।
(iii) রাম পঞ্চবটী বনে কুটিরং নির্মায় সুখেন অতিষ্ঠৎ।
অথৈকদা লঙ্কাধিপতিঃ রাবণঃ ছদ্মবেশেন, জনক দুহিতাং অপহরতি স্ম।
(iv) তচ্ছুত্বা রত্নাকরঃ পরং বিষাদং গতঃ
স দ্রুতং বনপথমাগম্য নারদং ব্রাহ্মণং চ বন্ধনাৎ মুক্তা তয়োঃ পাদয়োরপতৎ ভূশমক্রন্দৎ চ।
(v) অথ স ব্যাধঃ তন্ডুলকণান্ বিকীর্ষ তেষামুপরি জালং নিয়োজিতবা।
ততোহসৌ প্রচ্ছন্নো ভুত্বা স্থিতঃ
9. সংস্কৃত ভাষায় অনুবাদ করো (4টি) : 4×1=4
(i) রাবণ লঙ্কার রাজা ছিলেন।
(ii) পিতা তাঁহার প্রতি ক্রুদ্ধ হয়েছিল।
(iii) মা-বাবাকে ভক্তি করে চলা উচিত।
(iv) কোনো গ্রামে একটি বানর বাস করত।
(v) সীতার সন্ধানে রাম লঙ্কায় যান।
10. অব্যয় যোগে বাক্য রচনা করো (১টি) : 3×1=3
সহ, ইতি, একদা, পুরত, প্রাতঃ, দ্রুতং।
11.যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও : 4×1 = 4
(i) পতি শব্দের ষষ্ঠী বহুবচন।
(ii) নদী শব্দের সপ্তমী একবচন।
(iii) মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন।
(iv) যুষ্মদ শব্দের তৃতীয়া একবচন।
(v) সাধু শব্দের পঞ্চমী একবচন।
12. যেকোনো 3টি প্রশ্নের উত্তর দাও : 3×1 = 3
(i) দৃশ্ ধাতু লৃট্ উত্তম পুরুষ একবচন।
(ii) স্থা ধাতু লঙ্ প্রথম পুরুষ বহুবচন।
(iii) সেব ধাতু লট্ উত্তম পুরুষ দ্বিবচন।
(iv) কৃ ধাতু লৃট্ মধ্যম পুরুষ বহুবচন।