WBBSE Class 8 Sanskrit 3rd Unit Test Question Paper Set-2 | অষ্টম শ্রেণি সংস্কৃত তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
SANSKRIT QUESTION PAPER

WBBSE Class 8 Sanskrit 3rd Unit Test Question Paper Set-2 | অষ্টম শ্রেণি সংস্কৃত তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নপত্র সেট-২

📌 অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : সংস্কৃত
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট

সতর্কতা : অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের সংস্কৃত বিষয়ের পাঠ্যপুস্তক এক নয়। তাই তোমাদের বিদ্যালয়ের পাঠ্য পুস্তকের সঙ্গে মিল থাকলে তবেই প্রশ্নপত্র প্র্যাকটিস করবে। পাঠ্যপুস্তক না মিললেও ব্যাকরণ অংশটা তোমরা প্র্যাকটিস করতে পারবে।

Third Summative Evaluation
Class : VIII
Subject : Sanskrit
Full Mark : 70
Time: 2.20 hours.

1. পূর্ণবাক্যে উত্তর দাওঃ (যে কোনো ১০ টি) 1×10=10

(i) “দারিদ্র পীড়িতাঃ” – শব্দের অর্থ লিখ।

(ii) কুমোর কী কাজ করে ?

(iii) ‘ভল্লুক বন্ধুদ্বয় কথা’- গল্পে কে গাছে উঠতে পারত ?

(iv) ‘সারমেয়’ শব্দের অর্থ কী ?

(v) ‘পকটীবৃক্ষঃ’ – মানে কী গাছ?

(vi) ‘পান্থঃ’ – শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ?

(vii) কে, পথিকের মুখে ছায়া দান করেছিল ?

(viii) যজমানের কী কাজ লিখ।

(ix) বিদ্যাবন্দনানুসারে কী থেকে সুখ আসে ?

(x) যামিনী শব্দের দ্বারা কী বোঝানো হয়েছে ?

(xi) “কমললোচন” শব্দটির অর্থ কী ?

২. অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :

(i) ‘সমাজস্য বন্ধু’- গল্পের নীতি কথা লিখ।

(ii) প্রকৃতবন্ধু কাকে বলে ?

(iii) ‘মাতৃভক্তঃ বালকঃ’ গল্পে কে, কার গুরু ছিল ?

(iv) মৃতের কানে কে, কি কথা বলেছিল?

(v) দেবী সরস্বতীর চারটি বিশেষণ লিখ (পাঠ্যানুসারে)।

3. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও : 4×2=8

(i) “অতিলোভস্য পরিণামঃ” গল্পটি নিজের ভাষায় লিখ।

(ii) সমাজের বন্ধু কারা ? তাদের কী কাজ আলোচনা কর (পাঠ্যানুসারে)।

4. বাংলায় অনুবাদ করঃ (পদ্যাংশ) : 4×2=8

(i) সুহাসিনীং সুমধুর ভাষিনীং।
সুখদাং বরদাং মাতরম্ ।।

(ii) রুপযৌবনসম্পন্না বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংশুকাঃ।

5. বাংলায় অনুবাদ করঃ (গদ্যাংশ) : 5×2=10

(i) নিদ্রাভঙ্গাত্ পান্থঃ উর্ধ্বমবলোক্য বৃক্ষোপরি হংসং পশ্যতি স্ম।
সঃ অতৃক্ষণমেব ধনুঃশরমাদায়ে হংসং হন্তি স্ম।

(ii) তাদৃশঃ বন্ধুঃ ন বিশ্বসনীয়ঃ যঃ বিপদি বন্ধুম পরিত্যজতি ইতি মাম উপদিশাতি স্ম ভল্লুকঃ।

6. শব্দরূপ লিখঃ 1×3=3

(i) পথিন শব্দের প্রথমা একবচন।

(ii) রাজণ শব্দের সপ্তমী একবচন।

(iii) আত্মন্ শব্দের সপ্তমী বহুবচন।

7. ধাতুরূপ লিখ: 1×3=3

(ⅰ) √দিব ধাতু লট প্রথম পুরুষ একবচন।

(ii) √হিষ ধাতু লঙ্ প্রথম পুরুষ একবচন।

(iii) √প্রচ্ছ ধাতু লট মধ্যম পুরুষ একবচন।

8. সন্ধি কার্য সম্পন্ন করঃ 1×4=4

(i) নিঃ + চয়ঃ

(ii) মনঃ + তাপঃ

(iii) নীরোগঃ

(iv) অহরহঃ

9. অর্থসহ অব্যয় বাক্যে প্রয়োগ করঃ 2×4=8

(i) প্রাতঃ

(ii) অধুনা

(iii) ঋতে

(iv) নিকষা

10. প্রত্যয় নির্ণয় করঃ 1×4=4

(i) √হন + ক্ত্বাচ

(ii) √গ্রহ + তুমুন

(iii) √কৃ + শতৃ

(iv) অধি-ই + শানচ্

11. সংস্কৃত অনুবাদ করঃ 1×2=2

(i) আমি তোমাকে দেখেছিলাম।

(ii) আমরা দরিদ্রকে বস্ত্র দিয়েছিলাম।

This Post Has 3 Comments

  1. SHYAMAL CHANDRA GHOSH

    Very important tasks

  2. 5000 Proxies

    I like this weblog very much so much excellent information.

  3. 5000 Proxies

    I as well think thus, perfectly written post! .

Leave a Reply