ঠিক বা ভুল নির্ণয় করো : দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় | True or False Question Answer Class 10 (Madhyamik) History Chapter -1 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ঠিক বা ভুল নির্ণয় করো : দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় | True or False Question Answer Class 10 (Madhyamik) History Chapter -1 wbbse

1. দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

ঠিক বা ভুল নির্ণয় করো : দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা | True or False Question Answer Class 10 (Madhyamik) History Chapter-1 Itihaser Dharona wbbse

• ঠিক বা ভুল নির্ণয় করো : প্রতিটি প্রশ্নের মান-

১. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হল দিগদর্শন।

উত্তরঃ ভুল। (সমাচার দর্পণ)।

২. ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রচনা করেন রজনীকান্ত সেন।

উত্তরঃ ভুল। (রবীন্দ্রনাথ ঠাকুর)।

৩. কার্জনের আমলের কিছু চিঠিপত্র থেকে জানা যায় যে, ঐক্যবদ্ধ বাঙালি জাতিকে বিভক্ত করার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ সরকার ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা ভাগ করেছিল।

উত্তরঃ ঠিক।

৪. ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়।

উত্তরঃ ভুল। (মার্শম্যান)।

৫. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

উত্তরঃ ঠিক।

৬. ব্রিটিশ আমলের বিভিন্ন সরকারি নথিপত্র দিল্লির জাতীয় মহাফেজখানায় সংরক্ষিত আছে।

উত্তরঃ ঠিক।

৭. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিগুলি হিন্দি ভাষায় অনুবাদ করেছেন সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ।

উত্তরঃ ঠিক।

৮. ফরেস্ট রচিত ‘হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি’ হল একটি গোয়েন্দা রিপোর্ট।

উত্তরঃ ভুল। (প্রত্যক্ষ বিবরণী)।

৯. প্রথম যুগের একজন ভারতীয় ফটোগ্রাফার হলেন লালা দীনদয়াল।

উত্তরঃ ঠিক।

১০. ১৯১১ খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাব আই.এফ.এ শিল্ড জয় করে।

উত্তরঃ ভুল। (মোহনবাগান ক্লাব)।

১১. খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ প্রভৃতি থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার আভাস পাওয়া যায়।

উত্তরঃ ঠিক।

১২. ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক।

উত্তরঃ ভুল। (সত্যজিৎ রায়)।

১৩. ডেভিড টমসন বলেছেন যে, ‘বিশ শতকে ইউরোপীয় জীবনধারার গুরুত্বপূর্ণ সামাজিক অভ্যাস হল খেলাধুলা’।

উত্তরঃ ভুল। (এরিক হবসন)

১৪. ‘দ্য স্টোরি অব আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন পার্সি ব্রাউন।

উত্তরঃ ভুল। (জোনাথন গ্লান্সি)।

১৫. ‘রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক।

উত্তরঃ ঠিক।

১৬. কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হল ক্রিকেট।

উত্তরঃ ভুল। (সমাজতত্ত্ব)।

১৭. ‘থিওরিজ অব সিনেমা’ গ্রন্থটি রচনা করেন ফ্রান্সেসকো ক্যাসেটি।

উত্তরঃ ঠিক।

১৮. জে ডি বার্নাল নারী ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।

উত্তরঃ ভুল। (বিজ্ঞান ও প্রযুক্তি)।

১৯. ক্রিকেট ‘খেলার রাজা’ নামে পরিচিত।

উত্তরঃ ঠিক।

২০. প্রাচীন ভারতে সংগীত ও নৃত্য সাধারণ মানুষের রোজকার জীবনের সঙ্গে খুবই যুক্ত ছিল।

উত্তরঃ ভুল। (কোন ভূমিকা ছিল না)।

২১. নব্য প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য উৎপাদক।

উত্তরঃ ঠিক।

২২. দেবতার নৈবেদ্য হিসেবে ছানার তৈরি মিষ্টান্ন ব্যবহার করা হয় অন্ধ্রপ্রদেশে।

উত্তরঃ ভুল। (শুধুমাত্র বাংলায়)।

২৩. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।

উত্তরঃ ঠিক।

২৪. নীরা দেশাই স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।

উত্তরঃ ভুল। (নারী ইতিহাস)।

২৫. ভারতের সংগঠিত একটি পরিবেশ আন্দোলন হল চিপকো আন্দোলন।

উত্তরঃ ঠিক।

২৬. সোমপ্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো।

উত্তরঃ ভুল।

২৭. আনন্দ কুমারস্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত।

উত্তরঃ ভুল।

২৮. বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তরঃ ঠিক।

২৯. বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শন পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি।

উত্তরঃ ভুল। (তত্ত্ববোধিনী পত্রিকা)

৩০. রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

উত্তরঃ ঠিক।

৩১. স্বদেশী আন্দোলনের সময় লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠার সঙ্গে সরলা দেবী যুক্ত।

উত্তরঃ ঠিক।

Leave a Reply