প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় Aloukik Golper Mock Test. তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী Quiz. যে কোনো পরীক্ষায় সময় ধরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা সব সময় এগিয়ে থাকে। নিজের অগ্রগতি জানার জন্য অবশ্যই মক্ টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য এই Quiz Blog এর আয়োজন করা হলো । প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যদি কোন ভুল থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।ধন্যবাদ।
Q ➤ ১. গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিল— (ক) হাসান আবদালের জঙ্গলে (খ) মন্দিরে (গ) বামন পাহাড়ে (ঘ) আরব সাগরের তীরে
Q ➤ ২. গুরু নানকের শিষ্যের নাম ছিল— (ক) গোবিন্দ সিংহ (খ) বাহাদুর (গ) মর্দানা (ঘ) রামদাস
Q ➤ ৩. বলী কান্ধারী ছিলেন একজন— (ক) তান্ত্রিক (খ) সুফি সাধক (গ) ভক্তিবাদী (ঘ) দরবেশ
Q ➤ ৪. বলী কান্ধারীর জলের উৎস ছিল— (ক) কুঁয়ো (খ) সমুদ্র (গ) ঝর্না (ঘ) সরোবর
Q ➤ ৫. নানক সম্পর্কে নিচের কোন বিশেষণটি গল্পে পাওয়া যায় ? (ক) সাধু (খ) মহাত্যাগী (গ) ফকির (ঘ) পীর
Q ➤ ৬. বলী কান্ধারী নানককে বলেছিলেন— (ক) নিষ্টুর (খ) ভগবান (গ) কাফের (ঘ) সদগুরু
Q ➤ ৭. গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিলেন— (ক) ‘জয় নিরঙ্কার’ বলে (খ) ‘জয়সত্যসাই’ বলে (গ) ‘জয়ভবানীশংকর’ বলে (ঘ) ‘জয় শ্রীভগবান’ বলে
Q ➤ ৮. পাথর সরানোর পরে মর্দানা কী দেখতে পেয়েছিলেন ? (ক) জলের ঝরনা (খ) গুপ্তধন (গ) বিষধর সাপ (ঘ) গুহামুখ
Q ➤ ৯. নানককে অনুচরসহ বসে থাকতে দেখা গিয়েছিল— (ক) নদীর ধারে (খ) বাবলাতলায় (গ) পাথরের উপরে (ঘ) কুঠির প্রাঙ্গণে
Q ➤ ১০. হাসান আবদালের বর্তমান নাম— (ক) অমৃতসর (খ) চণ্ডীগড় (গ) গ্রন্থসাহেব (ঘ) পাঞ্জাসাহেব
Q ➤ ১১. নানকের গল্প নিয়ে গল্পের কথক কার সঙ্গে তর্ক করেছিলেন ? (ক) মাস্টারমশাইয়ের সঙ্গে (খ) মা এর সঙ্গে (গ) বন্ধুর সঙ্গে (ঘ) গুরু নানকের সঙ্গে
Q ➤ ১২. ‘সাকা’ হলেই অনিবার্য ছিল— (ক) সত্যাগ্রহ (খ) উপবাস (গ) অরন্ধন (ঘ) প্রার্থনা
Q ➤ ১৩. নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল কারা ? (ক) পুলিশরা (খ) ডাকাতরা (গ) ফিরিঙ্গীরা (ঘ) স্বদেশীরা
Q ➤ ১৪. পাঞ্জা সাহেবে ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হয় ? (ক) ট্রেনের চালকের কাছে (খ) স্টেশন মাস্টারের কাছে (গ) সরকারের কাছে (ঘ) স্থানীয় প্রশাসনের কাছে
Q ➤ ১৫. পাঞ্জা সাহেবের ট্রেনের গল্প কথককে শুনিয়েছিলেন তাঁর— (ক) মা (খ) মা– এর বান্ধবী (গ) মাষ্টারমশাই (ঘ) বন্ধু
Q ➤ ১৬. বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ? (ক) চারবার (খ) দুবার (গ) একবার (ঘ) তিনবার
Q ➤ ১৭. ‘কিন্তু তার কাকুতি-মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন।’— তার দুশ্চিন্তার কারণ …? (ক) মর্দানার অসুস্থতা (খ) মর্দানার খিদে পাওয়া (গ) মর্দানার জলতেষ্টা (ঘ) মর্দানার বাড়ি ফেরার ইচ্ছা
Q ➤ ১৮. বলী কান্ধারী থাকতেন— (ক) গুহার ভিতরে (খ) সমতলে (গ) পাহাড়চূড়ায় (ঘ) বনের মধ্যে
Q ➤ ১৯. নানক শিষ্য মর্দানাকে জলের জন্য কোথায় যেতে বলেছিলেন ? (ক) সমুদ্রধারে (খ) পাহাড় চূড়ায় (গ) নদীর ধারে (ঘ) সমতলে
Q ➤ ২০. ‘আমি পীর নানকের সঙ্গী।’— বক্তা কে ? (ক) বলী কান্ধারী (খ) মর্দানা (গ) লেখক (ঘ) লেখকের মাষ্টারমশাই
Q ➤ ২১. ‘উনি রীতিমতো হতভম্ভ।’— উনি কে ? (ক) নানক (খ) মর্দানা (গ) বলী কান্ধারী (ঘ) লেখকের মা
Pingback: উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | WBBSE H.S Bengali Question Answer - Prosnodekho - Prosnodekho