পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন মকর টেস্ট | Porte Jane Emon Ek Mojurer Proshno HS [WBCHSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 

প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় Porte Jane Emon Ek Mojurer Proshno Mock Test. তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী Quiz. যে কোনো পরীক্ষায় সময় ধরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা সব সময় এগিয়ে থাকে। নিজের অগ্রগতি জানার জন্য অবশ্যই মক টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য এই Quiz Blog এর আয়োজন করা হলো । প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যদি কোন ভুল থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।ধন্যবাদ।

Q ➤ ১. ব্যবিলন বিখ্যাত ছিল যে কারণে— (ক) শূন্য মাঠ (খ) শূন্য পুরী (গ) শূন্য মরুভূমি (ঘ) শূন্য উদ্যান।


Q ➤ ২. ‘কে জিতেছিল ? একলা সে ?’ —একলা বলতে কার কথা বলা হয়েছে ? (ক) সিজার (খ) স্পেনের ফিলিপ (গ) দ্বিতীয় ফ্রেডারিক (ঘ) আলেকজান্ডার।


Q ➤ ৩. পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন— (ক) অনিন্দ্য সৌরভ (খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ) শঙ্খ ঘোষ (ঘ) উৎপল কুমার বসু।


Q ➤ ৪. “আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন”— (ক) ফ্রেডারিক (খ) সিজার (গ) ফিলিপ (ঘ) আলেকজান্ডার।


Q ➤ ৫. “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত ?”— কোন জায়গার কথা বলা হয়েছে ? (ক) ব্যাবিলন (খ) বাইজেনটিয়াম (গ) রোম (ঘ) আটলান্টিস্


Q ➤ ৬. “সাত বছরের যুদ্ধ জিতেছিল”— (ক) দ্বিতীয় ফ্রেডারিক (খ) আলেকজান্ডার (গ) সিজার (ঘ) ফিলিপ


Q ➤ ৭. আলেকজান্ডার জয় করেছিলেন— (ক) জাপান (খ) শ্রীলঙ্কা (গ) ভারত (ঘ) ব্রহ্মদেশ।


Q ➤ ৮. ‘গলদের’ নিপাত করেছিল– (ক) আলেকজান্ডার (খ) সিজার (গ) দ্বিতীয় ফ্রেডরিক (ঘ) হিটলার।


Q ➤ ৯. ‘গলদের নিপাত করেছিল সিজার।’- ‘গল’ যে দেশের প্রাচীন নাম তা হল— (ক) ইতালি (খ) ফ্রান্স (গ) গ্রিস (ঘ) স্পেন।


Q ➤ ১০. মহনীয় রোম কী ছিল ? (ক) কল্পিত নগরী (খ) প্রাচীন নগরী (গ) প্রাচীন সৌধ (ঘ) দ্বীপ রাষ্ট্র।


Q ➤ ১১. ‘….. উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেল’– ‘আটলান্টিস’ কী ? (ক) জাহাজ (খ) শহর (গ) গ্রাসাদ (ঘ) উদ্যাননগরী।


Q ➤ ১২. উপকথার নগরীর নাম কী ছিল ? (ক) বাইজেন্টিয়ান (খ) লিমা (গ) রোম (ঘ) থিবস্।


Q ➤ ১৩. লিমা যারা বানিয়েছিল, তারা হল— (ক) পুরোহিত (খ) রাজা (গ) মজুর (ঘ) মন্ত্রী।


Q ➤ ১৪. ‘যখন সমুদ্র তাকে খেল’— সমুদ্র কাকে খেল ? (ক) রোমকে (খ) আটলান্টিসকে (গ) ব্যাবিলনকে (ঘ) লিমাকে।


Q ➤ ১৫. ‘আটলান্টিস’ কী ? (ক) জাহাজ (খ) উপকথার রাজ্য (গ) রোমের রাজধানী (ঘ) মহাসাগর।


Q ➤ ১৬. থিবস শহরের দরজা ছিল ? (ক) সাতটি (খ) একটি (গ) পাঁচটি (ঘ) তিনটি


Q ➤ ১৭. মোহনীয় রোম ছিল ? (ক) জয়তোরনে ঠাসা (খ) ধার্মিকদের পীঠস্থান (গ) সোনার ঝকঝকে (ঘ) উপকথার দেশ


Q ➤ ১৮. ব্যাবিলন সভ্যতা হল আসলে প্রাচীনকালের— (ক) মায়া সভ্যতা (খ) আজটেক সভ্যতা (গ) সিন্ধু সভ্যতা (ঘ) মেসোপটেমিয়া সভ্যতা


Q ➤ ১৯. কবি শঙ্খ ঘোষের পোশাকি নাম হলো— (ক) চিত্ত প্রিয় ঘোষ (খ) সত্য প্রিয় ঘোষ (গ) নিত্য প্রিয় ঘোষ (ঘ) বারিদবরণ ঘোষ


Q ➤ ২০. আলেকজান্ডার ছিলেন ? (ক) ম্যাসিডনের রাজা (খ) রোমের রাজা (গ) ইতালির রাজা (ঘ) ভারতের রাজা


This Post Has One Comment

Leave a Reply