2018
HIGHER SECONDARY QUESTION PAPER
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
PART – A (Marks- 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8 × 5 = 40
(i) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো।
অথবা,
বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী ? জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো।
(ii) মার্কস-এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো।
(iii) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
অথবা,
ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো।
(iv) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।
অথবা,
ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো।
(v) ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা করো।
PART- B (Marks – 40)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24
(i) পঞ্চায়েত ব্যবস্থার _________ স্তর হল পঞ্চায়েত সমিতি।
(a) প্রথম (b) দ্বিতীয়, (c) তৃতীয়, (d) চতুর্থ।
উত্তরঃ (b) দ্বিতীয়
(ii) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়—
(a) কাউন্সিলর, (b) মেয়র, (c) সভাপতি,
(d) চেয়ারম্যান।
উত্তরঃ (a) কাউন্সিলর
(iii) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন—
(a) পঞ্চায়েত প্রধান, (b) বিডিও,
(c) সভাপতি, (d) সভাধিপতি।
উত্তরঃ (b) বিডিও
(iv) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হন—
(a) 5 বছরের জন্য, (b) 6 বছরের জন্য,
(c) 3 বছরের জন্য, (d) 4 বছরের জন্য।
উত্তরঃ (a) 5 বছরের জন্য
(v) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল—
(a) বিধানসভা, (b) বিধান পরিষদ,
(c) লোকসভা, (d) রাজ্যসভা
উত্তরঃ (b) বিধান পরিষদ
(vi) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল–
(a) 530, (b) 250, (c) 130, (d) 552
উত্তরঃ (b) 250
(vii) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন—
(a) ড. রাজেন্দ্র প্রসাদ,
(b) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান,
(c) ড. জাকির হোসেন,
(d) রামনাথ কোবিন্দ।
উত্তরঃ (b) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান
(vii) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন—
(a) উপরাষ্ট্রপতি, (b) প্রধানমন্ত্রী,
(c) রাষ্ট্রপতি, (d) স্পিকার।
উত্তরঃ (b) প্রধানমন্ত্রী
(ix) “পার্লামেন্ট হল খেলার বিষয়” বলেছেন—
(a) বেনিটো মুসোলিনি, (b) হিটলার,
(c) রবীন্দ্রনাথ ঠাকুর, (d) স্তালিন।
উত্তরঃ (a) বেনিটো মুসোলিনি
(x) দ্বিকক্ষবাদ-এর সমর্থক হলেন—
(a) জে এস মিল, (b) হেগেল, (c) বার্কার,
(d) ফাইনার।
উত্তরঃ (a) জে এস মিল
(xi) “দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।” – একথা বলেছেন—
(a) লর্ড কার্জন, (b) লর্ড অ্যাক্টন, (c) গ্রিন,
(d) লক।
উত্তরঃ (b) লর্ড অ্যাক্টন
(xii) “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।”- একথা বলেছেন—
(a) মার্কস্, (b) গেটেল, (c) বার্কার, (d) লর্ড ব্রাইস।
উত্তরঃ (d) লর্ড ব্রাইস।
(xiii) বহু পরিচালকবিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হল—
(a) সুইজারল্যান্ড, (b) ফ্রান্স, (c) ভারত,
(d) গ্রেট ব্রিটেন।
উত্তরঃ (a) সুইজারল্যান্ড
(xiv) তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে—
(a) ব্রিটেনে, (b) ভারতে,
(c) মার্কিন যুক্তরাষ্ট্রে, (d) জাপানে।
উত্তরঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্রে
(xv) সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল –
(a) 190, (b) 191, (c) 192, (d) 193
উত্তরঃ (d) 193
(xvi) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি ?
(a) 110 টি, (b) 111 টি, (c) 112 টি, (d) 113 টি ।
উত্তরঃ (b) 111 টি
(xvii) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল—
(a) 10, (b) 15, (c) 20, (d) 25
উত্তরঃ (b) 15
(xviii) UNO-এর প্রথম মহাসচিব ছিলেন—
(a) ইউ থান্ট, (b) ট্রিগভি লি,
(c) কোফি আন্নান, (d) বান কি মুন।
উত্তরঃ (b) ট্রিগভি লি,
(xix) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন্ সালে ?
(a) 1950 সালে, (b) 1945 সালে,
(e) 1954 সালে, (d) 1991 সালে।
উত্তরঃ (e) 1954 সালে
(xx) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) দিল্লিতে, (b) ইসলামাবাদে, (c) ঢাকায়,
(d) কলম্বোতে।
উত্তরঃ (c) ঢাকায়
(xxxi) ভারত-পাক ‘সিমলা চুক্তি’ সম্পাদিত হয়েছিল কোন্ সালে ?
(a) 1965 সালে, (b) 1972 সালে,
(c) 1975 সালে, (d) 1978 সালে।
উত্তরঃ (b) 1972 সালে
(xxii)‘ওয়ারশ চুক্তি’ গঠিত হয় কার উদ্যোগে ?
(a) সোভিয়েত ইউনিয়ন,
(b) মার্কিন যুক্তরাষ্ট্র, (c) ব্রিটেন, (d) ফ্রান্স।
উত্তরঃ (a) সোভিয়েত ইউনিয়ন
(xxiii) বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) 1955 সালে, (b) 1958 সালে,
(c) 1961 সালে, (d) 1965 সালে।
উত্তরঃ (c) 1961 সালে।
(xxiv) ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন—
(a) বার্নার্ড বারুচ, (b) ট্রুম্যান, (c) চার্চিল,
(d) গর্বাচেভ।
উত্তরঃ (a) বার্নার্ড বারুচ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16=16
(i) ‘ক্ষুদ্র জেলাশাসক’ কাকে বলা হয় ?
উত্তরঃ SDO বা মহকুমাশাসককে ‘ক্ষুদ্র জেলাশাসক’ বলা হয়।
অথবা,
ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো ?
উত্তরঃ রাজ্য সরকারের অনুমতির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্য নিয়ে গঠিত গ্রামের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি বিচারের জন্য গঠিত সংস্থাকে ন্যায় পঞ্চায়েত বলা হয়।
(ii) ওয়ার্ড কমিটি কী ?
উত্তরঃ প্রত্যেক পৌরসভার জন্য ওয়ার্ড কমিটি গঠন করা বর্তমানে বাধ্যতামূলক। একটি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার কমিটির চেয়ারম্যান হন। কমিটির অন্য সদস্যগণ পৌরসভার চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কাউন্সিলার কর্তৃক মনোনীত হন। দুই বা ততোধিক ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলারদের মধ্য থেকে একজন চেয়ারম্যান হন। 5 বছরের জন্য গঠিত এই কমিটি ওয়ার্ডে পৌরসভার যাবতীয় কাজের তদারকি করে।
অথবা,
পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো।
উত্তরঃ পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো।
পৌরসভার দুটি আয়ের উৎস হল –
(a) রাজ্য সরকারের দেওয়া অর্থ সাহায্য এবং (b) নিজস্ব সূত্র থেকে ক্রুর বাবদ সংগ্রহ করা অর্থ।
(iii) ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো।
উত্তরঃ ভারতের প্রধানমন্ত্রী হলেন—(a) মন্ত্রীসভার নেতা এবং (b) রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা।
(iv) ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
উত্তরঃ ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত, মনোনীত নির্বিশেষে সকল সদস্য নিয়ে গঠিত নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
অথবা,
রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো।
উত্তরঃ রাজ্যপাল পদপ্রার্থীকে কমপক্ষে 35 বছর বয়স্ক ও ভারতের নাগরিক হতে হবে।
(v) ‘অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ বর্তমানে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে আইনসভা আইন প্রণয়নের দায়ভার শাসনবিভাগকে দিয়ে থাকে। শাসনবিভাগ প্রণীত এই আইনকে ‘অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’ বলা হয় ।
অথবা,
আমলাতন্ত্র বলতে কী বোঝো ?
উত্তরঃ রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত, অভিজ্ঞ, নিরপেক্ষ, অ-রাজনৈতিক অংশের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়।
(vi) Spirit of Laws’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ ‘Spirit of Laws’ গ্রন্থটির লেখক মস্তেস্কু।
(vii) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত ?
উত্তরঃ আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন।
(viii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো।
উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হল—
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF)।
(ix) নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো।
উত্তরঃ নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা হল এর কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই।
(x) সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
অথবা,
‘আতলান্তিক সনদ’ কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ ‘অতলান্তিক সনদ’ 1941 সালে স্বাক্ষরিত হয়।
(xi) ‘BRICS’ কী ?
উত্তরঃ BRICS হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশের সংগঠন।
অথবা,
G-77 বলতে কী বোঝো ?
উত্তরঃ G-77 হল সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক স্বার্থপূরণের জন্য 1964 খ্রিস্টাব্দের 15 জুন গঠিত একটি সংগঠন। এই সংস্থাটি জাতিপুঞ্জের কাছে ঐক্যবদ্ধভাবে স্বার্থপূরণের প্রচেষ্টা চালায়।
(xii) কটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল ?
উত্তরঃ সাতটি সদস্য রাষ্ট্র নিয়ে SAARC গঠিত হয়েছিল।
(xiii) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
উত্তরঃ ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান।
অথবা,
যে-কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো।
উত্তরঃ একটি পঞ্চশীল নীতি হল ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন।
(xiv) দ্বিমেরুকরণ কাকে বলে ?
উত্তরঃ দ্বিমেরুকরণ বলতে বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুই পরস্পর-বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায়।
(xv) NAM-এর একটি নীতি উল্লেখ করো।
উত্তরঃ NAM-এর অন্যতম নীতি হল বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা।
অথবা,
জোট নিরপেক্ষ আন্দোলনের দুইজন মুখ্য প্রবক্তার নাম করো
উত্তরঃ জোটনিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা হলেন জওহরলাল নেহরু ও সুকর্ণ।
(xvi) SEATO কথার পূর্ণরূপ কী?
উত্তরঃ SEATO কথার পূর্ণ রূপ হল— South East Asia Treaty Organization.
H.S POL SCIENCE QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS Political Science Question Paper 2015 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: HS Political Science Question Paper 2017 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭ -
Pingback: HS Political Science Question Paper 2016 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৬ -