2016
HIGHER SECONDARY QUESTION PAPER
POLITICAL SCIENCE
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.
PART – A (Marks : 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40
(i) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। 2+6
অথবা,
জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। 4+4
(ii) কার্ল মার্কস-এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। 8
(iii) বিচারবিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো ? বিচারবিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। 2+6
অথবা,
এক কক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
(iv) অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 4+4
ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 5+3
অথবা,
ক্রেতা সুরক্ষা আদালত একটি টীকা লেখো। 8
PART-B (Marks : 40)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24
(i) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার _____ সর্বত্র।
(a) প্রথম, (b) দ্বিতীয়, (c) তৃতীয়, (d) চতুর্থ।
উত্তরঃ (b) দ্বিতীয়।
(ii) ______ তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে–
(a) 70, (b) 71, (c) 72, (d) 73
উত্তরঃ (d) 73
(iii) “দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা”— একথা বলেছেন—
(a) লর্ড কার্জন, (b) লর্ড অ্যাক্টন,
(c) অ্যারিস্টটল, (d) গেটেল।
উত্তরঃ লর্ড অ্যাক্টন।
(iv) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়—
(a) কংগ্রেস, (b) ডুমা, (c) পার্লামেন্ট, (d) শোরা।
উত্তরঃ (a) কংগ্রেস।
(v) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন—
(a) বি ডি ও, (b) এস ডি ও, (c) ডি এম, (d) সভাধিপতি।
উত্তরঃ (d) সভাধিপতি।
(vi) পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় _____ সালে।
(a) 1992, (b) 1993, (c) 1994, (d) 1995
উত্তরঃ (b) 1993
(vii) ভারতে 1991 সালে কোন্ প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে ?
(a) জওহরলাল নেহরু, (b) ইন্দিরা গান্ধি,
(c) নরসিমা রাও, (d) মনমোহন সিং
উত্তরঃ (c) নরসিমা রাও।
(viii) 123 Agreement স্বাক্ষরিত হয়েছিল—
(a) 2005 সালে, (b) 2007 সালে,
(c) 2008 সালে, (d) 2013 সালে।
উত্তরঃ (b) 2007 সালে।
(ix) একক পরিচালকের একটি উদাহরণ হল—
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি,
(b) সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার,
(c) ভারতের রাষ্ট্রপতি,
(d) ব্রিটেনের রাজা বা রানি।
উত্তরঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
(x) আমলাতন্ত্র হল ________ শাসন।
(a) স্থায়ী, (b) অস্থায়ী, (c) একক, (d) বহু।
উত্তরঃ (a) স্থায়ী।
(xi) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল—
(a) 191, (b) 192, (c) 204, (d) 193
উত্তরঃ (d) 193
(xii) সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধআইনসভা হল—
(a) সাধারণ সভা,
(b) নিরাপত্তা পরিষদ
(c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(d) কর্মদপ্তর।
উত্তরঃ (a) সাধারণ সভা।
(xiii) ভারতের রাষ্ট্রপতি ______ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন—
(a) এক, (b) দুই, (c) তিন, (d) চার।
উত্তরঃ (c) তিন।
(xiv) ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন—
(a) রাষ্ট্রপতি, (b) প্রধানমন্ত্রী,
(c) প্রধান বিচারপতি, (d) উপরাষ্ট্রপতি।
উত্তরঃ (a) রাষ্ট্রপতি।
(xv) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল—
(a) 9 জন, (b) 10 জন, (c) 15 জন, (d) 16 জন।
উত্তরঃ (c) 15 জন।
(xvi) UNO-এর প্রথম মহাসচিব হলেন—
(a) কোফি আন্নান, (b) বান কি-মুন,
(c) ট্রিগভি লি, (d) উ থান্ট।
উত্তরঃ (c) ট্রিগভি লি।
(xvii) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল—
(a) প্রথম বিশ্বযুদ্ধে, (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে, (c) ঠান্ডা লড়াইয়ে, (d) ভারত-পাক যুদ্ধে।
উত্তরঃ (a) প্রথম বিশ্বযুদ্ধে।
(xvii) জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল—
(a) হস্তক্ষেপ, (b) হস্তক্ষেপ না করা,
(c) আগ্রাসন, (d) সামাজিক বিভেদ সৃষ্টি।
উত্তরঃ (b) হস্তক্ষেপ না করা।
(xix) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে ?
(a) মস্তেস্কু, (b) ব্ল্যাকস্টোন, (c) বার্কার, (d) ডাইসি।
উত্তরঃ (a) মস্তেস্কু।
(xx) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল—
(a) জনপ্রতিনিধি সভা, (b) লোকসভা,
(c) বিধানসভা, (d) সিনেট।
উত্তরঃ (a) জনপ্রতিনিধি সভা।
(xxi) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে—
(a) পার্লামেন্টের কাছে,
(b) লোকসভার কাছে,
(c) রাজ্যসভার কাছে,
(d) সুপ্রিমকোর্টের কাছে
উত্তরঃ (a) পার্লামেন্টের কাছে।
(xxii) রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন ?
(a) 2 জন, (b) 3 জন, (c) 4 জন, (d) 5 জন।
উত্তরঃ (a) 2 জন।
(xxiii) একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল–
(a) আমেরিকা, (b) গ্রেট ব্রিটেন, (c) চিন, (d) ফ্রান্স
উত্তরঃ (a) আমেরিকা।
(xxiv) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন্ সালে ?
(a) 1968, (b) 1972, (c) 1954, (d) 1990
উত্তরঃ (c) 1954
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও : 1×16
(i) গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ গ্রাম পঞ্চায়েতের সভায় ‘প্রধান’ সভাপতিত্ব করেন।
অথবা,
পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?
উত্তরঃ মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত।
(ii) পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো।
উত্তরঃ সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য।
অথবা,
জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো।
উত্তরঃ প্রতিবছর জেলা সংসদের অন্তত দুটি বৈঠক আহবান করে সেখানে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট রিপোর্ট পেশ।
(iii) ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে ?
উত্তরঃ ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন ‘রাষ্ট্রপতি’।
অথবা,
রাজ্য আইনসভার নেতা কে ?
উত্তরঃ রাজ্য আইনসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী।
(iv) ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
উত্তরঃ মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ হল রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে বিধানসভার অধিবেশন আহবান করা, স্থগিত রাখা, প্রয়োজনে ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়া।
(v) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উত্তরঃ আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হলে উভয় কক্ষে আলাপ-আলোচনা এবং তর্কবিতর্কের মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে।
অথবা,
‘অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে। সেই ক্ষমতাবলে শাসন বিভাগ প্রণীত আইনকে ‘অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে।
(vi) রাষ্ট্রকৃত্যক বা আমলা কাদের বলা হয় ?
উত্তরঃ রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন শাসনবিভাগের অ-রাজনৈতিক অংশ। তাঁরা রাষ্ট্রকৃত্যক নামে পরিচিত। সাধারণভাবে এঁদের আমলা বলা হয়।
(vii) জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন ?
উত্তরঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচজন সদস্য সহ অন্তত নয় জন সদস্যের সমর্থনে নির্ধারিত প্রার্থী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যবর্গের সংখ্যাগরিষ্ঠতায় জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন।
অথবা,
সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী ?
উত্তরঃ জাতিপুঞ্জের সনদের প্রথম ধারায় বলা হয়েছে যে, বিশ্বের শাস্তি ও নিরাপত্তা করার জন্য প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়াবার জন্য সম্ভাব্য আক্রমণকারীকে যৌথভাবে প্রতিরোধ করা।
(viii) UNESCO কী ?
উত্তরঃ United Nations Educational, Scientific and Cultural Organisation. জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। এর কেন্দ্রীয় কার্যালয় প্যারিসে অবস্থিত।
(ix) সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতকগুলি ধারা আছে ?
উত্তরঃ 111 টি ধারা আছে।
(x) নিরাপত্তা পরিষদে কোন্ কোন্ দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে ?
উত্তরঃ ব্রিটেন, ফ্রান্স, আমেরিক, রাশিয়া ও চীন।
অথবা,
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।
উত্তরঃ কৃষি ও খাদ্যের উন্নতিকল্পে এই সংস্থা গবেষণা চালাবার ব্যবস্থা করতে পারে।
(xi) একটি ‘পঞ্চশীল’ নীতির উল্লেখ করো।
উত্তরঃ একটি পঞ্চশীল নীতি হল ‘অনাক্রমণ’।
অথবা,
‘পঞ্চশীল’ নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ ‘পঞ্চশীল’ নীতি প্রথম ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু।
(xii) CTBT কী ?
উত্তরঃ Comprehensive Test Ban Treaty. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি (1996)।
(xiii) জোট নিরপেক্ষ মতাদর্শ কোন্ ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
অথবা,
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ?
উত্তরঃ সাম্রাজ্যবাদ ও বর্ণবিদ্বেষবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও পঞ্চশীল নীতি অনুসরণ।
(xiv) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী ?
উত্তরঃ ভারতীয় বিদেশনীতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা।
(xv) ‘দেতাঁত’ ও ‘ঠান্ডা লড়াই’-এর মধ্যে প্রধান পার্থক্য কী ?
উত্তরঃ ‘দেতাঁত’ বলতে বোঝায় দুটি রাষ্ট্রশক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা।
অন্যদিকে ‘ঠান্ডা লড়াই’ হল প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে যুদ্ধের উত্তেজনাপূর্ণ উদ্বেগজনক পরিস্থিতি। অন্যভাবে বলা যায় ‘মতাদর্শগত যুদ্ধ।
(xvi) দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝায় ?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল। এই অবস্থাকেই দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বরাজনীতি বলে।
H.S POL SCIENCE QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: HS Political Science Question Paper 2015 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৫ -
Pingback: HS Political Science Question Paper 2017 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৭ -
Pingback: HS Political Science Question Paper 2018 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৮ -
Pingback: HS Previous Years' Question Paper : Political Science 2019 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০১৯ - Prosnodekho -
Pingback: HS Political Science Question Paper 2020 [WBCHSE]| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ -
Pingback: HS Previous Years' Question Paper : Pol Science 2022 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২ - Prosnodekho -
Pingback: WBCHSE HS Political Science Solved Question Paper 2023 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩ -