Class 6 Science 2nd Unit Test Set-1 Model Question Paper [WBBSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

                  ষষ্ঠ শ্রেণি
      বিষয় – পরিবেশ ও বিজ্ঞান 
     পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
    পরিক্ষার সময় – আগস্ট ২০২২

1. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : 1×8=8
(i) পিউমিসকে কী বলে?
(ii) ফসিল বা জীবাশ্ম কোন্ শিলায় দেখা যায়?
(ii) পিতল কোন্ কোন্ মৌল দিয়ে তৈরি?
(iv) LPG-এর সম্পূর্ণ নাম কী?
(v) বেগ কোন্ ধরনের রাশি?
(vi) আলোর তীব্রতা মাপার এককের নাম লেখো।
(vii) সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কী মাপা হয় ?
(viii) পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?

2. শূন্যস্থান পূরণ করো : 1×4=4

(i) সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে _______ বা ________ রূপে জমা থাকে।

(ii) SI-তে বল বা ওজনের একক _________ ।

(iii) দইয়ের মধ্যে _________ অ্যাসিড থাকে।
(iv) যকৃতের তেলে থাকে ____________।

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×5=10
(i) আকরিক বা ওর কাকে বলে? লোহার একটি আকরিকের নাম লেখো ।
(ii) ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে?
উদাহরণ দাও।
(iii) লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি বিবৃত করো।
(iv) উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও।
(v) পরাগমিলন কাকে বলে?

4. নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? দুটি উদাহরণ। 1×3=3

Leave a Reply