WBBSE Class 6 2nd Unit Test Set-2 Math Model Question Paper Set-2

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

বিষয়: গণিত ষষ্ঠ শ্রেণি
পূর্ণমান: ২৫ সময়: ৫০ মিনিট

                     সেট-২

1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো পাঁচটি) : 1×5=5
1.1 0.513 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো ।
1.2 6.124 মিটার = কত ডেসিমিটার?
1.3 60টি আপেলের `frac3{4}` অংশ সমান কয়টি আপেল ?
1.4 ঘনকের শীর্ষবিন্দু কয়টি রয়েছে?
1.5 160 এর 40 শতাংশ = কত ?
1.6 আয়তঘনকের তল সংখ্যা কয়টি?
1.7 উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো : 900
1.8 একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে?

2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি) : 3×4=12

2.1 রমার কাছে যতগুলি স্টাম্প আছে তার `frac2{3}`অংশ আমাকে দিল । রমা যদি আমাকে 18 টি স্টাম্প দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল ?

2.2 গসাগু নির্ণয় করো : 24,36, 54 অথবা লসাগু নির্ণয় করো 36, 70, 72

2.3 15 টি কুলের মধ্যে তিনটি কুল পচে গেছে । মোট কুলের শতকরা কত কুল পচে গেল ?

2.4 কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করো।

2.5 দুটি সংখ্যার গুনফল 147; বড় সংখ্যাটি ছোট সংখ্যার তিনগুণ । সংখ্যা দুটি কি কি হিসাব করো।

2.6 তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 40.8 কিলোমিটার। ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌছাবে হিসাব করো ।

3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি) : 2×4=8

3.1 70.04 × 0.05 = কত ?

3.2 105% কে দশমিকে প্রকাশ করো ।

3.3 0.6273 ÷ 3 অথবা ভাগ পদ্ধতিতে 1764 সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো।

3.4  `frac15{28}`×`frac7{3}`= কত ?

3.5 যোগের সংযোগে নিয়ম যাচাই করো : (+5),(+3),(+2)

3.6 চাঁদার সাহায্যে 318° কোণ আঁক এবং এর নামকরণ চিহ্নিত করো।

Leave a Reply