Kortar Bhoot MCQ Test | কর্তার ভূত অনলাইন মক্ টেস্ট | একাদশ শ্রেণি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কর্তার ভূত MCQ Mock Test

Class 11 Bengali Exam Preparation Online Mock Test. আজকের বিষয় একাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

Q ➤ ১. “দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না”- সে বলতে কার কথা বলা হয়েছে ? (ক) বর্গী (খ) ভুতের নায়েব (গ) মাসিপিসি (ঘ) বুড়াে কর্তা


Q ➤ ২. “একেই বলে অদৃষ্টের চালে চলা।”– কোনটি অদৃষ্টের চালে চলা ? (ক) চোখ বুজে চলা, আদিম চলা (খ) নিয়ম মতো চলা (গ) দেখে চলা (ঘ) প্রাচীন চলা


Q ➤ ৩. “বেহুঁশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি।”– একথা বলে– (ক) বর্গির দল (খ) শিরোমণি-চূড়ামণির দল (গ) সনাতন পন্থীরা (ঘ) নব্যবাদীরা


Q ➤ ৪. “বুলবুলির ঝাঁককে কৃষ্ণনাম শোনাব, আর বর্গির দলকেও।” কে একথা বলেছে ? (ক) কর্তা (খ) মামাতো-পিসতুতো ভূতের নায়েব (গ) মাসি-পিসি (ঘ) ভূতের নায়েব


Q ➤ ৫. “চুপ, এখনো ঘানি অচল হয়নি।” বক্তা– (ক) মাসি-পিসি (খ) বুড়ো কর্তা (গ) বর্গি (ঘ) ভূতের নায়েব


Q ➤ ৬. “যেমন করে পারি ভূত ছাড়াব।”– কথাগুলি বলেছে— (ক) ভূতের নায়েব (খ) শিরোমণি-চূড়ামণি (গ) অর্বাচীনরা (ঘ) কেউই নয়


Q ➤ ৭. “এখন কথাটা দাঁড়িয়েছে”– কথাটা কী ? (ক) বর্গী আসে কেন (খ) খাজনা দেব কীসে (গ) সনাতন ঘুমের কী হবে (ঘ) উপরের কোনোটিও নয়


Q ➤ ৮. “দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না।”- কে এমনটা করছে– (ক) বুড়ো কর্তা (খ) মাসি-পিসি (গ) ভূতের নায়েব (ঘ) কেউই নয়


Q ➤ ৯. আদিম চালে বা অদৃষ্টের চালে প্রথম চলত– (ক) তত্ত্ব জ্ঞানীরা (খ) কীটাণুরা (গ) শিরোমণি-চূড়ামণিরা (ঘ) বর্গিরা


Q ➤ ১০. ভূতুড়ে জেলখানার দারােগা ছিল– (২০১৪) (ক) ভুতের রায়ত (খ) ভুতের জমিদার (গ) ভুতের নায়েব (ঘ) ভুতের গােমস্তা


Q ➤ ১১. অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে খোঁজ করে– (ক) দারোগার (খ) ওঝার (গ) নায়েবের (ঘ) ভগবানের


Q ➤ ১২. জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল– (২০১৬) (ক) চোখ খুলে চলা (খ) চোখ বুজে চলা (গ) গুটুসুটি হয়ে চলা (ঘ) জোরে জোরে হাঁটা


Q ➤ ১৩. “খোকা ঘুমালো পাড়া জুড়ালো”- এই গানটি গাওয়া হয়– (ক) ভুতুড়ে জেলখানায় (খ) সমগ্র দেশ জুড়ে (গ) ভূতের রাজ্যজুড়ে (ঘ) পাড়ায় পাড়ায়


Q ➤ ১৪. আগে ভাগে ভূতে পেয়ে বসেছে– (ক) ওঝাকে (খ) দারোগাকে (গ) মাসি-পিসিদের (ঘ) নায়েবকে


Q ➤ ১৫. “কেবল অতি সামান্য কারণে একটা মুশকিল বাধল।”- কারণটি হলো– (ক) পৃথিবীর সকল দেশেই অত্যন্ত ভূতের উপদ্রব (খ) পৃথিবীর কোনো দেশেই ভূতের অস্তিত্ব নেই। (গ) পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি। (ঘ) পৃথিবীর কোনো দেশেই উপযুক্ত ওঝা পাওয়া গেল না


Q ➤ ১৬. “ভূতের জন্যে কারও মাথাব্যথাও নেই।”- এর কারণ– (ক) ভূতের জ্ঞানবুদ্ধি নেই (খ) ভূতের মাথা নেই (গ) ভূতের বল নেই (ঘ) ভূতের মা-বাবা নেই


Q ➤ ১৭. ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন ? (২০১৭) (ক) আদিম কালের ঘুম (খ) অন্ধকার ঘুম (গ) ভাতঘুম (ঘ) চিরকালের ঘুম


Q ➤ ১৮. “এই চোখ বুজে চলাটাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা।”- একথা বলেছে— (ক) শিরোমণি-চূড়ামণি দল (খ) মাসি-পিসিরা (গ) দারোগা (ঘ) দেশের তত্ত্বজ্ঞানীরা


Q ➤ ১৯. “অভূতের পেয়াদা ঘােরে”- (২০১৬) (ক) সদরের রাস্তায়-ঘাটে (খ) শ্মশানের রাস্তায়-ঘাটে (গ) জেলখানার আনাচে কানাচে (ঘ) খিড়কির আনাচে কানাচে


Q ➤ ২০. “তুমি গেলে আমাদের কী দশা হবে ?” কারা একথা বলেছিল ? (ক) দেশসুদ্ধ সবাই (খ) ছেলেবুড়োরা (গ) মাসিপিসিরা (ঘ) ভূতুড়ে জেলখানার কয়েদিরা


Q ➤ ২১. ‘সেইখানেই তো ভূত’- কথাটি বলেন— (২০১৯) (ক) অভূতের পেয়াদা (খ) বুড়ো কর্তা (গ) শিরোমনি-চূড়ামনি (ঘ) ভূতের দল


Q ➤ ২২. “তারা ভয়ংকর সজাগ আছে”- কারা ? (ক) ওঝারা (খ) ভূতেরা (গ) অন্য দেশের লোকেরা (ঘ) তত্ত্বজ্ঞানীরা


Q ➤ ২৩. ‘কর্তার ভূত’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে ? (ক) গল্পগুচ্ছ (খ) বলাকা (গ) লিপিকা (ঘ) ছিন্নপত্র


Q ➤ ২৪. ‘ভূতের রাজত্বে’ কোন জিনিসটা অতি অবশ্যই থাকে ? (ক) অন্ন (খ) বস্ত্ৰ (গ) স্বাস্থ্য (ঘ) শান্তি


Q ➤ ২৫. ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয়— (২০১৭) (ক) বুড়ো কর্তার (খ) নাস্তিকের (গ) বাচ্চাদের (ঘ) গৃহস্থের


Q ➤ ২৬. স্বভাবদোষে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ– (২০১৮) (ক) তারা অন্যায় করে (খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না (গ) তারা বিদ্রোহ করে (ঘ) তারা নিজেরা ভাবতে যায়


Q ➤ ২৭. ‘ভুতুড়ে জেলখানা’ সম্পর্কে কোন কথাটি সত্যি ? (ক) তার দেয়াল আছে (খ) তার দেয়াল আছে কিন্তু চোখে দেখা যায় না (গ) তার দেয়াল ফুটো করা যায় না (ঘ) উপরের সবকটি বাক্য সত্য


Q ➤ ২৮. “চুপ। ঘানি এখনো অচল হয়নি”- কথাটি কার ? (ক) বুড়ো কর্তার (খ) ভূতের নায়েবের (গ) মাসিপিসিদের (ঘ) অর্বাচীনদের


Q ➤ ২৯.”যেমন করে পারি ভূত ছাড়াব।”- উক্তিটির বক্তা হলো– (২০১৪) (ক) মাসিপিসি (খ) ভুতের নায়েব (গ) পিসতুতো-মাসতুতোর দল (ঘ) অর্বাচীনেরা


Q ➤ ৩০. “নইলে ছন্দ মেলে না”- কী না হলে ছন্দ মেলে না ? (ক) খোকা ঘুমোলো (খ) পাড়া জুড়োলো (গ) বর্গী এল দেশে (ঘ) বুলবুলিতে ধান খেয়েছে


Q ➤ ৩১. “তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে”- প্রশ্নটি কী ? (ক) খাজনা দেব কীসে ? (খ) ভূতের শাসন কি অনন্তকাল চলবে ? (গ) ভূত তাড়াবো কী করে ? (ঘ) বর্গীরা আসে কেন ?


Q ➤ ৩২.কর্তার ভূত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? (ক) প্রগতি (খ) প্রবাসী (গ) সবুজ পত্র (ঘ) কালি কলম


Q ➤ ৩৩. কর্তার ভূত কোন শ্রেনীর রচনা ? (ক) রূপক আশ্রয়ী (খ) ব্যাঞ্জনা ধর্মী (গ) চরিত্র প্রধান (ঘ) বিষয় বস্তু কেন্দ্রিক


Q ➤ ৩৪.”দেশের লোক ভারী নিশ্চিত হলেন”- কেন ? (ক) ভূতকে মানলে কোনো ভাবনাই নেই (খ) বুড়ো কর্তা বেঁচে গেলেন (গ) তারা অভিভাবক হীন রইল না (ঘ) ভূতের রাজত্বে সবাই সুখী


Q ➤ ৩৫. তবু স্বভাব দোষে যারা ভাবতে যায় তাদের পেতে হয়– (ক) ভূতের প্রশংসা (খ) অভ্যর্থনা (গ) ভূতের কান মলা (ঘ) কোনোটিই নয়


Q ➤ ৩৬.ভূতের জেলখানার ঘানি থেকে নির্গত হয়– (ক) শিতল জল (খ) তেল (গ) মানুষের তেজ (ঘ) মানুষের ঘর্ম


Q ➤ ৩৭.পৃথিবীর অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে খোঁজ করে– (ক) চিকিৎসককে (খ) কবিরাজকে (গ) ওঝা-কে (ঘ) মাসি পিসিকে


Q ➤ ৩৮. “একমাত্র বর্গিরই দোষ”- এখানে যে দোষের কথা বোঝানো হয়েছে, সেটি হলো– (ক) বর্গি আসে কেনো (খ) মানুষ ভূতগ্রস্থ হয় কেন (গ) খাজনা দেব কিসে (ঘ) ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে


Q ➤ ৩৯. “গেরস্তের খিড়কির আনাচে কানাচে ঘোরে”– (ক) অভূতের পেয়াদা (খ) ভূতের পেয়াদা (গ) মাসি পিসি (ঘ) শিরোমণি চূড়ামণি


Q ➤ ৪০.”অভূতের পেয়াদা ঘোরে”– (ক) হাটে (খ) শহরে (গ) সদরের রাস্তায়-ঘাটে (ঘ) গেরস্তের উঠানে


Q ➤ ৪১. “একদিক থেকে এ হাঁকে খাজনা দাও আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও”, ‘এ ‘ এবং ‘ও’ বলতে বোঝানো হয়েছে- (ক) ভূতের নায়েব ও মাসি পিসিকে (খ) ভূতের পেয়াদা ও অভূতের পেয়াদাকে (গ) ভূতের নায়েব ও তত্বজ্ঞ্যানীকে (ঘ) শিরোমণি চূড়ামনি ও মাসি পিসিকে


Leave a Reply