গাছের কথা- জগদীশচন্দ্র বসু | শব্দার্থ ও টীকা | অতিরিক্ত প্রশ্ন উত্তর | Gacher Kotha Extra Question Answer Class 8 [WBBSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 

শব্দার্থ ও টীকা

১. কীটপতঙ্গ— পোকামাকড়
সদ্‌গুণ— ভালো গুণ
২. পার্শ্বে— পাশে
৩. লক্ষণ— উপসর্গ, চিহ্ন
৪. সর্বদা— সবসময়
৫. শুষ্ক— শুকনো
৬. প্রভেদ— পার্থক্য
৭. দ্বীপ— চারদিকে জলে ঘেরা স্থল
৮. বৃক্ষশিশু— ছোটো/চারা গাছ
৯. জনমানবশূন্য— যেখানে লোকজন নেই, নির্জন
১০. দেশদেশান্তরে— এক দেশ থেকে অন্য দেশে
১১. বিধাতা— সৃষ্টিকর্তা
 
• সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ।
 
১. ‘গাছের কথা’ রচনাটি’র লেখক হলেন— 
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
(খ) জগদীশচন্দ্র বসু 
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 
(ঘ) শক্তি চট্টোপাধ্যায়
 
উত্তরঃ (খ) জগদীশচন্দ্র বসু।
 
২. ‘গাছের কথা’ রচনাটি নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে’—
(ক) অব্যক্ত (খ) গাছের কথা 
(গ) পত্রাবলী (ঘ) ছিন্নপত্র
 
উত্তরঃ (ক) অব্যক্ত।
 
৩. জীবিতের লক্ষণ হল— 
(ক) নড়াচড়া করা 
(খ) শ্বাস নেওয়া 
(গ) বৃদ্ধি পাওয়া 
(ঘ) উপরের সব কটিই
 
উত্তরঃ (ঘ) উপরের সব কটিই।
 
৪. ‘জীবন ধারণ করিবার জন্য ইহার দিকেও ব্যস্ত থাকিতে হয়’— কাদের ?
(ক) মানুষদের 
(খ) পশু-পাখিদের 
(গ) বন মানুষদের 
(ঘ) গাছেদের
 
উত্তরঃ (ঘ) গাছেদের।
 
৫. ‘ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে’— কীভাবে ?
(ক) ভাঙলে 
(খ) জল দিলে 
(গ) উত্তাপ পেলে 
(ঘ) মাটিতে রাখলে
 
উত্তরঃ (গ) উত্তাপ পেলে।
 
৬. গাছের বীজ কারা ছড়ায় ? 
(ক) মানুষ 
(খ) পশু পাখি 
(গ) বাতাস 
(ঘ) উপরের সব কটিই 
 
উত্তরঃ (ঘ) উপরের সব কটিই।
 
৭. ‘মানুষের চক্ষুর আড়াল হইল’— 
(ক) গাছের বীজ (খ) চাঁদ 
(গ) জগদীশচন্দ্র (ঘ) সূর্য
 
উত্তরঃ (ক) গাছের বীজ।
 
৮.’এই রূপে নিরাপদে ________ ঘুমাইয়া পড়িল’— কে ঘুমিয়ে পড়ল ? 
(ক) বাচ্চা ছেলেটি  (খ) বৃক্ষ শিশুটি 
(গ) ক্লান্ত পথিক (ঘ) মৃত শিশুটি
 
উত্তরঃ (খ) বৃক্ষ শিশুটি।
 
৯. বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়—
মাটির মধ্যে
(ক) ফলের মধ্যে
(খ) বীজের কঠিন ঢাকনার মধ্যে
(গ) ফুলের মধ্যেয
(ঘ) মাটির মধ্যে
 
উত্তরঃ (খ) বীজের কঠিন ঢাকনার মধ্যে।
 
১০. শিমুল ফল ফেটে যায়—
(ক) বাতাসে
(খ) ঝড়ে
(গ) রোদে
(ঘ) বাইরের আঘাতে
 
উত্তরঃ (গ) রোদে।
 
১১. অঙ্কুর বের হওয়ার জন্য চাই-
(ক) বাতাস ও জল
(খ) সার
(গ) খাবার
(ঘ) উত্তাপ, জল ও মাটি
 
উত্তরঃ (ঘ) উত্তাপ, জল ও মাটি।
 
১২. আম, লিচু পাকে কোন্ মাসে?
(ক) বৈশাখ মাসে
(খ) জ্যৈষ্ঠ মাসে
(গ) শ্রাবণ মাসে
(ঘ) চৈত্র মাসে
 
উত্তরঃ (ক) বৈশাখ মাসে।
 
১৩. গাছের শিশুকে নানা বিপদ থেকে রক্ষা করে-
(ক) বাইরের কঠিন ঢাকনা
(খ) শিকড়
(গ) পাখি
(ঘ) জল ও উত্তাপ
 
উত্তরঃ (ক) বাইরের কঠিন ঢাকনা।
 
১৪. “বড়ো ঝড় হয়”- যে মাসে—
(ক) বৈশাখ মাসে
(খ) আশ্বিন মাসের শেষে
(গ) আষাঢ় মাসের প্রথমে
(ঘ) ভাদ্র মাসে
 
উত্তরঃ (খ) আশ্বিন মাসের শেষে।
 
১৫. ধান, যব ইত্যাদি কোন্ মাসে পাকে ?
(ক) আশ্বিন-কার্তিক মাসে
(খ) কার্তিক-অগ্রহায়ণ মাসে
(গ) শ্রাবণ-ভাদ্র মাসে
(ঘ) বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে
 
উত্তরঃ (ক) আশ্বিন-কার্তিক মাসে।
 
১৬. জগদীশ চন্দ্র বসুর বাংলা চিঠি পত্রের সংকলনের নাম— 
(ক) পত্র সংকলন 
(খ) নির্বাচিত পত্রসমূহ 
(গ) পত্রাবলী 
(ঘ) ছিন্নপত্র
 
 
• সংক্ষেপে উত্তর দাও।
 
১. গাছ আর মরা ডালে কী প্রভেদ ?
উত্তরঃ গাছেদের বৃদ্ধি আছে কিন্তু মরা ডাল ক্ষয় হতে থাকে। গাছেদের জীবন আছে, মরা ডালে জীবন নেই।
 
২. জনমানব শূন্য দ্বীপে গাছ কেমন করে জন্মায় ?
উত্তরঃ পাখি ফল খেয়ে তার বীজ দূর দেশে জন মানবহীন নির্জন দ্বীপে পৌঁছোয়, সেখানে মলত্যাগ করে আর সেই মলে থাকা বীজ থেকেই নতুন গাছ জন্মায়।
 
৩. জগদীশ চন্দ্র বসু ছেলেবেলায় কোন গাছের বীজ ধরবার জন্য ছুটে যেতেন ?
উত্তরঃ জগদীশচন্দ্র বসু ছেলেবেলায় শিমুল গাছের বীজ যা রৌদ্রে ফেটে গিয়ে তুলোর সঙ্গে উড়তে থাকে, সেই বীজ ধরার জন্য ছুটতেন।
 
৪. প্রত্যেক বীজ থেকে গাছ জন্মায় না কেন ?
উত্তরঃ কোন কঠিন পাথরের উপর বীজ পর্ড়লে সেখানে গাছের অঙ্কুর বার হতে পারে না।
 
৫. বৃক্ষশিশু কোথায় অনেকদিন পর্যন্ত নিরাপদে ঘুমিয়ে থাকতে পারে ?
উত্তরঃ বৃক্ষশিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকতে পারে।
 
৬. বৃক্ষশিশু বীজ ছাড়া আর কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে ?
উত্তরঃ মাটিতে ঢাকা পড়লে বৃক্ষ শিশু নিরাপদে ঘুমিয়ে থাকতে পারে।

This Post Has 2 Comments

Leave a Reply