WBBSE Class 9 Set-2 Geography First Unit Test | নবম শ্রেণি ভূগোল প্রথম ইউনিট টেস্ট – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

GEOGRAPHY MODEL QUESTION PAPER Set-2

First Summative Assessment
Class – IX Sub : GEOGRAPHY
Time : 1 hrs 30 mts F.M. 40

১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : 1×8 = 8

(ক) সৌর জগতের একটি বামন গ্রহ হল –
(i) শুক্র (ii) শনি (iii) মঙ্গল (iv) সেরেস

উত্তরঃ (iv) সেরেস।

(খ) যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে তা হল—
(i) বুধ (ii) নেপচুন (iii) বৃহস্পতি
(iv) ইউরেনাস

উত্তরঃ (iv) ইউরেনাস।

(গ) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ
(i) ১৬৭০ কিমি/ঘন্টা
(ii) ১৬৫০ কিমি/ঘন্টা
(ii) ১৬৬০ কিমি/ঘন্টা
(iv) ১৬৮০ কিমি/ঘন্টা

উত্তরঃ (i) ১৬৭০ কিমি/ঘন্টা।

(ঘ) ‘পৃথিবীর আকৃতি গোল’– এটা প্রথম বলেছিলেন—
(i) অ্যারিস্টটল (ii) কোপার্নিকাস
(iii) ম্যাগেলান (iv) ওয়ালেস

উত্তরঃ (iii) ম্যাগেলান।

(ঙ) পৃথিবীর যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকার অংশে পৌঁছায় সেই
অংশটিতে হয়—
(i) সকাল (ii) গোধূলি (iii) উষা (iv) মধ্যরাত

উত্তরঃ (iv) মধ্যরাত।

(চ) একটি সামাজিক সম্পদ হল—
(i) অরণ্য (ii) বিদ্যালয় (iii) খনিজ তেল
(iv) সূর্যালোক।

উত্তরঃ (ii) বিদ্যালয়।

(ছ) কয়লার প্রধান ব্যবহার –
(i) সিমেন্ট শিল্পে (ii) সার শিল্পে
(ii) তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে
(iv) গৃহস্থালির জ্বালানিতে।

উত্তরঃ (ii) তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে।

(জ) অচিরাচরিত শক্তির মধ্যে বায়ুশক্তির এশিয়ার মধ্যে বৃহত্তম কেন্দ্র –
(i) গুজরাটের লাম্বা
(ii) কর্ণাটকের যোনমাট্রি
(iii) পশ্চিমবঙ্গের ফ্রেজরগঞ্জ
(iv) তামিলনাড়ুর কায়াথার

উত্তরঃ (i) গুজরাটের লাম্বা।

2. নীচের বাক্যগুলি ‘শুদ্ধ’ অথবা ‘অশুদ্ধ’ লেখঃ 1x 5 = 5

(ক) পৃথিবীর মেরু ব্যাস ১২,৭১৪ কিমি। → শুদ্ধ

(খ) সূর্যের পূর্ব থেকে পশ্চিমে যাওয়াকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হত। → শুদ্ধ

(গ) ১° দ্রাঘিমা অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে ৫মিনিট।→ অশুদ্ধ

(ঘ) গন্ধক হল খনিজ তেলের একটি উপজাত দ্রব্য। → অশুদ্ধ

(ঙ) জামনগর তৈল শোধনাগারটি অসমে অবস্থিত। → অশুদ্ধ

৩. শূন্যস্থান পূরণ কর : ১×৫=৫

(ক) আমেরিকা যুক্তরাষ্ট্রের GPS ব্যবস্থাটির নাম _____________।

উত্তরঃ গ্লোবাল পজিশনিং সিস্টে।

(খ) কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি
___________।

উত্তরঃ মেরু অঞ্চলে।

(গ) সূর্য উপবৃত্তের একটি _____________ অবস্থিত।

উত্তরঃ ফোকাসে।

(ঘ) সবচেয়ে ভালো মানের আকরিক লোহা হল ____________।

উত্তরঃ ম্যাগনেটাইট।

(ঙ) কর্ণাটকের ____________ হল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

উত্তরঃ কৈগা।

৪. সংক্ষিপ্ত উত্তর দাও (২টি) : 2×2 = 4

(ক) দক্ষিণ অয়নান্ত দিবস কাকে বলে?

অথবা,

আর্ন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে?

(খ) সম্পদের গুণগুলি উদাহরণসহ লেখ।

অথবা,

দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে ওঠার কারণ কী কী?

৫. পার্থক্য লেখ (২টি) : 1×3 = 3

(ক) সমাক্ষরেখা ও দ্রাঘিমা রেখা

অথবা,

চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি।

৬। নীচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও (২টি) : 2×5 = 10

(ক) চিত্রের সাহায্যে বেডফোর্ড লেভেল পরীক্ষার মাধ্যমে পৃথিবীর গোলত্বের প্রমাণ
কর। এছাড়াও অন্য দুটি প্রমাণ দাও।

(খ) ভারতে কোথায় কোথায় খনিজতেল উত্তোলন করা হয় ?

অথবা,

ভারতে বর্তমানে অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর বেশি গুরুত্ব আরোপের
কারণ কী ?

৭. প্রদত্ত ভারতের মানচিত্রে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ নীচের স্থানগুলিকে চিহ্নিত কর। 1x 5 = 5
(ক) আকরিক লোহা কেন্দ্র পূর্ব ভারত
(খ) নেভেলী
(গ) তৈল শোধনাগার অসম
(ঘ) মুম্বাই-হাই
(ঙ) পশ্চিম ভারতের একটি পারমানবিক শক্তি কেন্দ্ৰ।

This Post Has One Comment

Leave a Reply