Set-1
1st. Summative Evaluation
Class- IX PHYSICAL SCIENCE
Time-1 Hr.30 mts. F.M. 40
ক-বিভাগ
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×10
1.1 বলের মাত্রা হল – ( `MLT^{-1}` / `ML^{-1}T^{-1}` / `MLT^{-2}` / `MLT^{-3}`) ।
1.2 কোন্টি ভেক্টর রাশি? (ভর / আয়তন / সময় / ওজন )।
1.3 কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? (0°c / 4°c /1k / 4k)।
1.4 সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল (বৃত্তীয় গতি / চলন গতি / ঘূর্ণন গতি /
কোনটাই নয়)।
1.5 যখন 1 kg ভরের বস্তুতে 1N বল প্রযুক্ত হয়, তখন ত্বরণ হবে ( `1 Cms^{-2}` /`10 Cms^{-2}`/ `100 Cms^{-2}` / `10 ms^{-2}`) |
1.6 “ক্রিয়া ও প্রতিক্রিয়া (সমান / বিপরীতমুখী / সমান ও বিপরীতমুখী / কোনটিই নয়)।
1.7 বলের S.I একক হল ( ডাইন / জুল / নিউটন / আর্গ )।
(বি: দ্র: 1.8 নং ও 4.3 নং প্রশ্নে তৃতীয় বন্ধনী {} হবে না। টাইপের সমস্যাজনিত কারণে থেকে গেছে)
1.8 `{}_6^{12}x` -এর আইসোটোপ হল – ( `{}_7^{12}x` / `{}_5^{12}x` / `{}_6^{13}x` / `{}_8^{14}x`)
1.9 একটি প্রোটনের ভর ( 1.6725×`10^{-24}` / 1.602×`10^{-19}` /1.652×`10^{-24}` /1.6750x`10^{-24}`) গ্রাম।
1.10 2, 8, 8 ইলেকট্রিক বিন্যাসবিশিষ্ট পরমাণু হল – (ক্লোরিন / পটাশিয়াম / আর্গন / নিয়ন )।
খ-বিভাগ
2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও : 1×11
2.1 তড়িৎ প্রবাহের S.I একক কী?
2.2 স্টপ-ওয়াচে কী মাপা হয়?
অথবা,
পারমাণবিক গুরুত্বের একক কী?
2.3 দুটি ভৌত রাশির নাম লেখ যাদের একই একক আছে।
24 বল কর্তৃক কাজ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
অথবা,
শূন্যস্থান পূরণ করো: 1A° ________ cm.
2.5 ক্রিয়া এবং প্রতিক্রিয়া কী একই বস্তুর উপর ক্রিয়া করে?
2.6. ভর এবং ভারের মধ্যে সম্পর্কটি উল্লেখ করো।
অথবা,
শূন্যস্থান পূরণ করো: ভর বস্তুর ___________ ধর্ম।
2.7 সরণ কী?
2.8° নিউটনের প্রথম সূত্রটি বিবৃত করো।
2.9 আইসোটোনের একটি উদাহরণ দাও।
2.10 অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি লেখো।
2.11 কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই?
গ-বিভাগ
3. প্রশ্নগুলির উত্তর দাও : 2×5
3.1 লম্বন ভুল কাকে বলে?
3.2 স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি, পার্থক্য লেখো।
অথবা,
একক বিহীন রাশি কাকে বলে? একটি উদাহরণ দাও।
3.3 চলন্ত গাড়ী হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
3.4 v = u + at সমীকরণটি প্রতিষ্ঠা করো।
অথবা,
রৈখিক ভরবেগের সংরক্ষণ সুত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো।
3.5 আইসোবার কাকে বলে? উদাহরণ দাও।
অথবা,
রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো।
ঘ-বিভাগ
4. প্রশ্নগুলির উত্তর দাও : 3×3
4.1 রৈখিক স্কেলের সাহায্যে অপ্রত্যক্ষভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করো।
4.2 প্রমাণ করো : v² = u² + 2as
অথবা,
একটি কণা স্থিরাবস্থা থেকে `5ms^{-2}` সমত্বরণে যায় । 10 সেকেন্ড পরে ঐ গতিশীল কণার বেগ কত হবে ?
4.3 `{}_{17}^{55}A` এবং `{}_{17}^{35}B` পরমাণু দুটির দুটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য উল্লেখ
করো।
অথবা,
চিত্রের সাহায্যে সোডিয়াম পরমাণুর গঠন দেখাও। নিউক্লিয়াস কাকে বলে? 2+1
Pingback: WBBSE Class 9 Life Science Unit Test Question Papers - Prosnodekho -