রাজকাহিনী
অবনীন্দ্রনাথ ঠাকুর
১.শিলাদিত্য
১. রাজকাহিনী গল্পের রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর।
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর।
গ) যতীন্দ্রনাথ ঠাকুর।
ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর।
উঃ খ) অবনীন্দ্রনাথ ঠাকুর।
২. চন্দ্রাবতী নগরের রাজকন্যার নাম-
ক) পুষ্পবতী
খ) চন্দ্রাবতী
গ) রুদ্রাবতী
ঘ) কমলা বতী
উঃ ক) পুষ্পবতী
৩. শিলাদিত্যের জন্মের আগে বল্লভীপুরে কোন রাজার বংশধর রাজত্ব করছিলেন ?
ক) কনকসেনের শেষ বংশধর।
খ) বল্লালসেনের শেষ বংশধর।
গ) পাল বংশের শেষ বংশধর।
ঘ) কোনটিই নয়।
উঃ ক) কনকসেনের শেষ বংশধর।
৪. শিলাদিত্যের পূর্ব নাম কী ছিল ?
ক) গায়েবী
খ) আদিত্য শিলা
গ) সাহেব
ঘ) গায়েব
উঃ ঘ) গায়েব
৫. রাজকাহিনী গল্পে শিলাদিত্য অংশে সূর্য মন্দির কোথায় অবস্হিত ?
ক) চন্দ্রাবতীতে।
খ) আসাম দেশে।
গ) বল্লভীপুরে।
ঘ) গুর্জর দেশে।
উঃ গ) বল্লভীপুরে।
৬. সূর্য মন্দিরের পূজারী কে ছিলেন ?
ক) রাজা কনক সেন।
খ) এক বৃদ্ধব্রাহ্মণ।
গ) গায়েব।
ঘ) পুষ্পবতী।
উঃ খ) এক বৃদ্ধব্রাহ্মণ।
৭. সুভাগার বাড়ী ছিল –
ক) বল্লভীপুর
খ) চিতোর
গ) গুর্জর দেশ
ঘ) শ্যামনগর
উঃ গ) গুর্জর দেশ
৮. ব্রাহ্মন পুরোহিত যে প্রদীপে আরতি করতেন তার ওজন কত ছিল?
ক) কুড়ি সের।
খ) ত্রিশ সের।
গ) চল্লিশ সের।
ঘ) পঁচিশ সের।
উঃ খ) ত্রিশ সের।
৯. ব্রাহ্মন পুরোহিত কত বছর ধরে সূর্য মন্দিরে পূজা করছিলেন?
ক) আশি বছর ধরে।
খ) কুড়ি বছর ধরে।
গ) ষাট বছর ধরে।
ঘ) কোনটিই নয়।
উঃ ক) আশি বছর ধরে।
১০. সূর্যমন্ত্র দুবার উচ্চারণ করলে কী হয় ?
ক) আশীর্বাদ লাভ
খ) উপহার লাভ
গ) নিশ্চিত মৃত্যু
ঘ) কিছুই হয় না
উঃ গ) নিশ্চিত মৃত্যু
১১. সূর্য মন্দিরের সূর্য মূর্তির ওজন কত ছিল?
ক) কুড়ি মণ।
খ) ষাট মণ।
গ) আশি মণ।
ঘ) বিশ মণ।
উঃ গ);আশি মণ।
১২. সূর্যমন্ত্র জীবনে কতবার উচ্চারন করা যায়?
ক) একবার।
খ) তিন বার।
গ) পাঁচ বার।
ঘ) ছয় বার।
উঃ ক) একবার।
১৩. সুভাগা সূর্যমন্ত্র কার কাছ থেকে শিখেছিলেন ?
ক) বাবার কাছ থেকে
খ) মা’র কাছ থেকে
গ) ব্রাহ্মণ পুরোহিতের কাছ থেকে
ঘ) রাজা কনক সেনের কাছ থেকে
উঃ গ) ব্রাহ্মণ পুরোহিতের কাছ থেকে
১৪. সূর্য মন্দিরের ঘন্টাটি কেমন দেখতে ছিল ?
ক) রাজার মুকুটের মত।
খ) রাক্ষস রাজার মুকুটের মত।
গ) বল্লভীপুরের রাজার মুকুটের মত।
ঘ) সেন রাজার মুকুটের মত।
উঃ রাক্ষস রাজার মুকুটের মত।
১৫. সূর্যকুন্ড অপবিত্র করেছিল –
ক) ছাগ রক্ত
খ) নর রক্ত
গ) গো রক্ত
ঘ) মোষের রক্ত
উঃ গ) গো রক্ত
১৬. শিলাদিত্যের বংশ কি নামে পরিচিত ছিল?
ক) ঘোষ বংশ।
খ) সেন বংশ।
গ) সূর্য বংশ।
ঘ) পাল বংশ।
উঃ গ) সূর্য বংশ।
১৭. গুর্জর দেশের ব্রাহ্মণ কন্যাটির নাম কী ছিল?
ক) চন্দ্রাবতী।
খ) পুষ্পবতী।
গ) সুভাগা।
ঘ) গায়েবী।
উঃ গ) সুভাগা।
১৮. সুভাগার স্বামী মারা গিয়েছিল –
ক) বিয়ের রাতে
খ) বিয়ের দুই দিন পর
গ) বিয়ের চার মাস পর
ঘ) বিয়ের এক বছর পর
উঃ ক) বিয়ের রাতে
১৯. সুভাগা কোন মাসে কোন সময় ব্রাহ্মণ পুরোহিতের কাছে আশ্রয় চেয়েছিল ?
ক) মাঘ মাসের সন্ধ্যায়।
খ) পৌষ মাসের সন্ধ্যায়।
গ) ফাল্গুন মাসের সন্ধ্যায়।
ঘ) কোনটিই নয়।
উঃ খ) পৌষ মাসের সন্ধ্যায়।
২০. সুভাগার কেনা প্রদীপের ওজন কত ছিল?
ক) এক সের।
খ) দুই সের।
গ) তিন সের।
ঘ) চার সের।
উঃ ক) এক সের।
২১. সুভাগার পিতার নাম –
ক) বেদবিদ ব্রাহ্মণ বুধাদিত্য
খ) বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্য
গ) বেদবিদ ব্রাহ্মণ বিক্রমাদিত্য
ঘ) ওপরের কোনোটিই নয়
উঃ খ) বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্য
২২. সুভাগা সূর্য দেবের কাছে কি বর প্রার্থনা করে?
ক) একটি মেয়ে।
খ);একটি ছেলে।
গ) একটি মেয়ে, একটি ছেলে।
ঘ) দুটি ছেলে।
উঃ একটি মেয়ে, একটি ছেলে।
২৩. গায়েব কার পুত্র ছিল?
ক) চন্দ্র দেবের।
খ) সূর্য দেবের।
গ) পবন দেবের।
ঘ) ইন্দ্র দেবের।
উঃ সূর্য দেবের।
২৪. সুভাগা ____________ বাজারে গিয়ে __________ ওজনের একটি ছোট প্রদীপ কিনে এনেছিল ।
ক) চন্দ্রাবতী নগরের / ৫ সের
খ) বীর নগরের / ১ সের
গ) বল্লভীপুরের / ১ সের
ঘ) উত্তম পুরের / ৩ সের
উঃ গ) বল্লভীপুরের / ১ সের
২৫. সূর্য দেব গায়েবকে কী দিয়ে গিয়েছিলেন ?
ক) একখানি পাথর।
খ) আদিত্য শিলা।
গ) আদিত্য প্রদীপ।
ঘ) কোনটিই নয়।
উঃ আদিত্য শিলা।
২৬. শিলাদিত্য চন্দ্রাবতী নগরে বিশ্রাম করছিলেন –
ক) শ্বেতপাথরের শয়ন মন্দিরে
খ) মার্বেল পাথরের শয়ন মন্দিরে
গ) গ্রানাইট পাথরের স্বর্ণ মন্দিরে
ঘ) ওপরের কোনোটিই নয়
উঃ ক) শ্বেতপাথরের শয়ন মন্দিরে
২৭. সূর্য কুন্ড থেকে উঠে আসা রথের নাম কী ছিল ?
ক) সূর্য রথ।
খ) সপ্ত রথ।
গ) সপ্তাশ্ব রথ।
ঘ) মাহেশের রথ।
উঃ সপ্তাশ্ব রথ।
২৮. সূর্যরথ কয়টি ঘোড়া বহন করত ?
ক) ৫টা
খ) ৬টা
গ) ৭টা
ঘ) ৮টা
উঃ গ) ৭টা
২৯. কোন দেশের রাজ্যকন্যার সাথে শিলাদিত্যের বিবাহ হয়?
ক) ভীল রাজকন্যার।
খ) বল্লভীপুরের রাজকন্যা।
গ) চন্দ্রাবতীর রাজকন্যা।
ঘ) গুর্জর দেশের রাজকন্যা।
উঃ চন্দ্রাবতীর রাজকন্যা।
৩০.যুদ্ধে যাওয়ার আগে শিলাদিত্য কী করতেন?
ক) সূর্যকুন্ডের তীরে বিষ্ণুর উপাসনা করতেন
খ) সূর্যকুন্ডের তীরে সূর্যের উপাসনা করতেন
গ) সূর্যকুন্ডের তীরে শিবের উপাসনা করতেন
ঘ) ওপরের কোনোটিই নয়
উঃ খ) সূর্যকুন্ডের তীরে সূর্যের উপাসনা করতেন
৩১.. বল্লভীপুর আক্রমণ করে–
ক) হূণ জাতি।
খ) ভীল জাতি।
গ) পারদ নামে যবন জাতি।
ঘ) কোনটিই নয়।
উঃ পারদ নামে যবন জাতি।
৩২. শিলাদিত্য যুদ্ধে যাওয়ার আগে সূর্যের কাছে উপাসনা করলে __________ থেকে সূর্যরথ বেরিয়ে আসত।
ক) সূর্যকুন্ড থেকে
খ) দেবকুন্ড থেকে
খ) সূর্য মন্দির থেকে
ঘ) পল্লবী নগর থেকে
উঃ ক) সূর্যকুন্ড থেকে
৩৩. শিলাদিত্যের সাথে কে বিশ্বাসঘাতকতা করেছিল ?
ক) দেহরক্ষী।
খ) তার বিশ্বস্ত মন্ত্রী।
গ) গায়েব।
ঘ) বল্লভীপুরের রাজা।
উঃ তার বিশ্বস্ত মন্ত্রী।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সুভাগা কে ? সে কোথায় আশ্রয় নিয়েছিল ?
উঃ সুভাগা গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা । বিয়ের রাতে বিধবা হলে বল্লভীপুরের সূর্য মন্দিরে বৃদ্ধ পুরোহিতের আশ্রিতা হন।
২. সুভাগা কোন্ মাসে ব্রাহ্মণের কাছে আশ্রয় নিয়েছিল ?
উঃ সুভাগা পৌষ মাসের প্রথম ঘন কুয়াশায় ব্রাহ্মণের কাছে সূর্যমন্দিরে আশ্রয় নিয়েছিল।
৩. সুভাগা কেন বিতাড়িত হয়েছিল ?
উঃ বিয়ের রাতে বিধবা হওয়ায় সুভাগাকে দেশ থেকে বিতাড়িত করা হয়।
৪. বল্লভীপুরের রাজার নাম কী?
উঃ বল্লভীপুরের রাজা হলেন কনক সেন।
৫. শিলাদিত্যের জন্মের আগে বল্লভীপুরে কে রাজত্ব করছিলেন ?
উঃ শিলাদিত্যের জন্মের আগে বল্লভীপুরে রাজত্ব করছিলেন কনক সেনের বংশের শেষ রাজা।
৬. বল্লভীপুরের পবিত্র কুণ্ডটির নাম কী ?
উঃ বল্লভীপুরের পবিত্র কুণ্ডটির নাম সূর্যকুণ্ড।
৭. অতিবৃদ্ধ পুরোহিত কোথায় বাস করতেন ?
উঃ সূর্যকুণ্ডের একধারে প্রকাণ্ড সূর্যমন্দিরে অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন।
৮. বৃদ্ধ ব্রাহ্মণ কী দিয়ে, কতবার সূর্যদেবের আরতি করতেন ?
উঃ বৃদ্ধ ব্রাহ্মণ তিরিশ সের ওজনের পিতলের প্রদীপ জ্বালিয়ে দুইসন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন।
৯. শিলাদিত্য গল্পে বৃদ্ধ পুরোহিত সূর্য দেবের মন্দিরে কত বছর ধরে সূর্যদেবের আরাধনা করেছেন ?
উঃ শিলাদিত্য গল্পে বল্লভীপুরের সূর্য মন্দিরে বৃদ্ধ পুরোহিত 80 বছর ধরে সূর্যদেবের আরাধনা করেছেন।
১০.শিলাদিত্য গল্পে বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিতের কীভাবে মৃত্যু হয়েছিল ?
উঃ বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত জানতেন সূর্য মন্ত্র জীবনে একবার ছাড়া দ্বিতীয় বার উচ্চারণ করলে মৃত্যু অনিবার্য। প্রথমবার মন্ত্রোচ্চারনে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন। সুভাগাকে সূর্য মন্ত্র শিক্ষা দিয়েছিলেন, এই সূর্য মন্ত্র দ্বিতীয় বার উচ্চারণে বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিতের মৃত্যু হয়েছিল।
১১.সুভাগা সূর্যদেবের কাছে কী বর প্রার্থনা করেছিলেন ?
উঃ সূর্য মন্ত্র উচ্চারণে সূর্যদেব উপস্থিত হলে প্রথমে সুভাগা এই একাকিত্বের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির আশায় মৃত্যু কামনা করেছিল। পরে সূর্যদেবের মতো তেজস্বী পুত্র ও চাঁদের মত সুন্দরী কন্যা সন্তানের প্রার্থনা করেছিল।
১২. গায়েব গায়েবী কারা ?
উঃ সূর্যদেবের বরপ্রাপ্ত সুভাগার পুত্র ও কন্যা সন্তান।
১৩. সুভাগার মৃত্যু হয়েছিল কীভাবে ?
উঃ গায়েব নিজের পিতৃপরিচয় জানার জন্য শুভাগাকে ব্যাকুল করে তুললে সুভাগা তার প্রমাণ দিতে নিজের প্রাণের বলিদান দেন। সূর্যমন্ত্রের উচ্চারণে স্বয়ং সূর্যদেব উপস্থিত হন। যে সূর্যমন্ত্র জীবনে দ্বিতীয় বার উচ্চারণ করা যায় না। সূর্যের প্রচন্ড তাপে শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
১৪. শিলাদিত্যের স্ত্রীর নাম কী ? তিনি কোন দেশের রাজকন্যা ?
উঃ শিলাদিত্যের স্ত্রীর নাম পুষ্পবতী। তিনি চন্দ্রাবতী নগরের রাজকন্যা।
১৫. শিলাদিত্যের মৃত্যু হয়েছিল কীভাবে ?
উঃ এক বিশ্বাসঘাতক মন্ত্রীর ষড়যন্ত্রে, যিনি সপ্তাশ্বরথের ঘটনা জানতেন। সামান্য পয়সার লোভে পবিত্র কুন্ড গো-রক্তে অপবিত্র করার ফলে শতবার ডাকার পরেও সপ্তাশ্বরথ উঠে আসেনি। ফলে সম্মুখ যুদ্ধে শিলাদিত্যের মৃত্যু হয়।
১৬. পারদ কে ?
উঃ সিন্ধুপারের শ্যামনগরের এক অসভ্য যবন দল। যার হাতে শিলাদিত্যের প্রাণ যায়।
১৭. শিলাদিত্য গল্পের সূচনায় যে রাজার প্রসঙ্গ আছে তার নাম কী ?
উঃ বল্লভীপুরের রাজা সেন বংশের শেষ রাজা।
১৮. কখন ব্রাহ্মণ সুভাগাকে সূর্যমন্ত্র শিক্ষা দিয়েছিলেন ?
উঃ দুপুরবেলায় ব্রাক্ষ্মণ সুভাগাকে সূর্যমন্ত্র শিক্ষা দিয়েছিলেন।
👉SAQ আরো সংযোজন করা হবে….