WBBSE Class 9th Geography First Unit Test | নবম শ্রেণি ভূগোল প্রথম ইউনিট টেস্ট – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

GEOGRAPHY MODEL QUESTION PAPER Set-1

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
ভূগোল ও পরিবেশ
সময়-১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান – ৪০

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো আটটি) : 1×8=8

(a) একটি অপ্রচলিত শক্তি হল—
(i) খনিজ তেল (ii) সৌরশক্তি (iii) কয়লা।

উত্তরঃ (ii) সৌরশক্তি

(b) সৌরজগতে অন্তর্ভাগের একটি গ্রহ হল—
(i) বৃহস্পতি (ii) বুধ (iii) নেপচুন।

উত্তরঃ (ii) বুধ

(c) মকরসংক্রান্তি হিসেবে চিহ্নিত দিনটি হল—
(i) 22 ডিসেম্বর (ii) 20শে আগস্ট (iii) 23শে সেপ্টেম্বর।

উত্তরঃ (iii) 23শে সেপ্টেম্বর।

(d) ভারতের যে রাজ্যটি আকরিক লোহা উত্তোলনে প্রথম তা হল—
(i) ঝাড়খন্ড (ii) ওড়িশা (iii) কর্নাটক।

উত্তরঃ (i) ঝাড়খন্ড

(e) 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের ব্যবধান হয়—
(i) 4 মিনিট (ii) 10 মিনিট (iii) 15 মিনিট।

উত্তরঃ (i) 4 মিনিট

(f) ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র হল—
(i) গুজরাটের লাম্বা
(ii) মহারাষ্ট্রের চোলা
(iii) কর্নাটকের রায়চুর।

উত্তরঃ (ii) মহারাষ্ট্রের চোলা

(g) অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয়—
(i) 15 কোটি কিমি
(ii) 14 কোটি 70 লক্ষ কিমি
(iii) 15কোটি 20 লক্ষ কিমি।

উত্তরঃ (ii) 14 কোটি 70 লক্ষ কিমি

(h) পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি—
(i) নিরক্ষরেখায়
(ii) সুমেরু বৃত্তে
(iii) সুমেরু বিন্দুতে।

উত্তরঃ (i) নিরক্ষরেখায়

(i) সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিক হল—
(i) হেমাটাইট
(ii) ম্যাগনেটাইট
(iii) লিমোনাইট।

উত্তরঃ (ii) ম্যাগনেটাইট

2. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো তিনটি) : 1×3=3

(a) ফারাক্কায় একটি ____________ কেন্দ্র আছে।

উত্তরঃ তাপবিদ্যুৎ ।

(b) মঙ্গল গ্রহকে ___________ বলে।

উত্তরঃ লাল গ্রহ।

(c) পৃথিবীর মেরুঅক্ষ কক্ষতলের সাথে __________ কোণে অবস্থান করে।

উত্তরঃ 66½°

(d) __________ যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়।

উত্তরঃ সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে।

3. বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে দাও : 1×3=3

বাম-স্তম্ভ ডান-স্তম্ভ
(a) ফরিদাবাদ (i) গুজরাটের তৈলক্ষেত্র
(b) প্রাকৃতিক ঘড়ি (ii) তাপবিদ্যুৎ কেন্দ্র
(c) আঙ্কলেশ্বর (iii) সূর্য

উত্তরঃ (a) — (i) , (b) — iii, (c) — ii.

4. সত্য/মিথ্যা নির্ণয় করো (যে-কোনো দুটি) : 1×2= 2

(a) উত্তরপ্রদেশের কল্যাণপুর একটি উল্লেখযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদক
কেন্দ্র।

উত্তরঃ মিথ্যা।

(b) সৌর জগতের বামন গ্রহ হল বৃহস্পতি।

উত্তরঃ মিথ্যা।

(c) গ্রিনিচের সময়কে বলে GMT।

উত্তরঃ সত্য।

5. একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো দুটি) : 1×2=2

(a) কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো।

উত্তরঃ ন্যাপথালিন, কোল টার, এমোনিয়া।

(b) নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?

উত্তরঃ নরওয়ে।

(c) অক্ষরেখার সর্বোচ্চ মান কত ?

উত্তরঃ ৯০°

6. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি) : 2×4= 8

(a) সম্পদের সংজ্ঞা লেখো।

(b) ‘কোরিওলিস বল’ বলতে কী বোঝ ?

(c) ভারতে বিদ্যুৎশক্তি উৎপাদনে এবং গৃহস্থালির জ্বালানি হিসেবে কত শতাংশ কয়লা ব্যবহৃত হয় ?

(d) ‘ছায়াবৃত্ত’ ও ‘গোধূলি’ বলতে কী বোঝ ?
কী ?

(e) ফেরেলের সূত্র।

7. সংক্ষিপ্ত বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর দাও (যে-কোনো তিনটি) : 3×3=9

(a) অপ্রচলিত শক্তি উৎসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

(b) পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো।

(c) ভারতে পারমাণবিক শক্তির ব্যবহার ও বণ্টন উল্লেখ করো।

(d) স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো।

৪. ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও (যে-কোনো একটি) : 5×1 = 5

(a) খনিজ তেলকে ‘তরল সোনা’ বলার কারণ কী ? খনিজ তেলের ব্যবহার উল্লেখ করো। 2+3

(b) চেন্নাইতে যখন সকাল ৬টা ৩০ মিনিট, নিউইয়র্কে তখন পূর্বরাত্রি ৮টা ১৩ মিনিট। চেন্নাই-এর দ্রাঘিমা ৮০°১৫′ পূর্ব হলে নিউইয়র্কের দ্রাঘিমা কত ?

This Post Has One Comment

Leave a Reply