FIRST SUMMATIVE EVALUATION
HISTORY MODEL QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set-3
সিলেবাসঃ
প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা
দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার : বৈশিষ্ট্য ও a
মূল্যায়ন
তৃতীয় অধ্যায়ঃ প্রতিরোধ ও বিদ্রোহ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – 2022
দশম শ্রেণি ইতিহাস ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান- ৪০
বিভাগ—ক (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন)
১। সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১x১০=১০
১.১ বিপিনচন্দ্র পাল লিখেছিলেন—
(ক) জীবনস্মৃতি
(খ) আনন্দমঠ
(গ) সত্তর বৎসর
(ঘ) এ নেশন ইন মেকিং
১.২ সরকারি নথি, দলিল সংগ্রহশালাকে বলা হয়—
(ক) জাদুঘর
(খ) মহাফেজখানা
(গ) লাইব্রেরি
(ঘ) তথ্যাগার
১.৩ ‘কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(গ) ১৮৫৩ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি
১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) তারাচাঁদ দত্ত
১.৫, ‘নীল দর্পণ’ অনুবাদ করেন—
(ক) রেভারেন্ড লং
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) মধুসূদন দত্ত
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১.৬ এশিয়াটিক সোসাইটি’ স্থাপিত হয়—
(ক) ১৭৮১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
১.৭ সিধু, কানহু, চাঁদ, ভৈরব যে ব্রিটিশ ব্রিটিশ বিরোধী বিদ্রোহে যুক্ত ছিলেন—
(ক) সাঁওতাল-হুল বিদ্রোহ
(খ) মুন্নিয়া বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) পাগলপন্থী বিদ্রোহ
১.৮ বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ‘তিতুমির’-এ -এর প্রকৃত নাম—
(ক) মৈনুদ্দিন বিশ্বাস
(খ) গোলাম মাসুম
(গ) এ মজনু শাহ
(ঘ) মির নিশার আলি
১.৯ ফরাজি আন্দোলনের সূচনা করেন—
(ক) আব্দুল গফুর
(গ) রফিউদ্দিন আহমেদ।
(গ) হাজি শরিয়ত উল্লাহ
(ঘ) মহম্মদ মুসিন
১.১০ ১৮৩১ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূত্রপাত হয়—
(ক) ছোটোনাগপুরে
(খ) ময়মনসিংহে
(গ) কোচবিহারে
(ঘ) রংপুরে
বিভাগ – খ
(অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)
২। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১×৬=৬
একটি পূর্ণ বাক্যে উত্তর দাও।
২.১ ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে কোন্ সাহিত্যিক সামাজিক ব্যঙ্গ সাহিত্য ‘হুতোম প্যাঁচার নক্সা’ রচনা করেন ?
২.২ সরলাদেবী চৌধুরানীর ‘আত্মজীবনী’র নাম কী ?
নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য / মিথ্যা নিরূপণ করো।
২.৩ বীরসা মুণ্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের শীর্ষ নেতা।
২.৪ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়।
নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সম্পর্কিত সর্বাপেক্ষা উপযুক্ত ব্যাখ্যাটি চিহ্নিত করো :
২.৫ হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার ভূমিকায় ব্রিটিশরা ভীত হয়ে পড়ে।
ব্যাখ্যা-১ পত্রিকাটিতে সমকালীন সমাজজীবন ও সাহেবদের দেশ শাসন নীতির সমালোচনা করা হয়।
ব্যাখ্যা-২ পত্রিকাটিতে নারীদের সংঘবদ্ধভাবে বিদ্রোহ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
ব্যাখ্যা-৩ পত্রিকাটি সশস্ত্র বিপ্লবের মুখপত্র ছিল।
২.৬ ১৮৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ‘ভারতীয় অরণ্য আইন পাশ করায়।
ব্যাখ্যা-১ অরণ্য আইনের মাধ্যমে সামাজিক বনসৃজন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া।
ব্যাখ্যা- ২ ভারতীয় বনভূমি ও অরণ্য সম্পদের উপর ব্রিটিশদের একাধিপত্য কায়েম করা।
ব্যাখ্যা-৩ আদিবাসী জনগোষ্ঠীর স্বর্থে তাদের অধীনে অরণ্য সম্পদ বণ্টন করা।
বিভাগ—গ
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন)।
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও (যে-কোনো চারটি) : ২×৪=৮
৩.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রকাশ এক বছর স্থগিত থাকার কারণ কী ?
৩.২ কোন গভর্নর জেনারেল, কত খ্রিস্টাব্দে ‘সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন ?
৩.৩ ‘নবাবেদান্ত’ বলতে কী বোঝ ?
৩.৪ ‘জঙ্গলমহলের পাইকান জমি’ বলতে কী বোঝ ?
৩.৫ সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে সাঁওতালদের জন্য কী কী সুযোগ-সুবিধা প্রদান করা হয় ?
বিভাগ—ঘ (বিশ্লেষণধর্মী প্রশ্ন)
৪। সাত অথবা আটটি বাক্যে নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৪×২=৮
৪.১ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ‘সত্তর বৎসর’- এর গুরুত্ব বিশ্লেষণ করো।
৪.২ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের অবদান বিবৃত করো।
৪.৩ সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহ বলার কারণ বিশ্লেষণ করো।
বিভাগ- ঙ (ব্যাখ্যামূলক প্রশ্ন)
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
৫.১ আধুনিক ইতিহাস চর্চায় ‘পোশাক-পরিচ্ছদের ইতিহাস এবং ‘স্থাপত্যের ইতিহাসে’র ভূমিকা ও গুরুত্ব বিবৃত করো। ৫+৩
৫.২ উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বিশ্লেষণ করো। ৫+৩
৫.৩ মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এবং এই বিদ্রোহের গুরুত্ব গুরুত্ব বিবৃত করো। ৫+৩
Pingback: WBBSE Class 10 All Subject Unit Test Question Papers - Prosnodekho -