WBBSE Class 9 History First Unit Test Set-4 | নবম শ্রেণি ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 HISTORY (WBBSE)
MODEL QUESTION PAPER

Set-4

বিষয় : ইতিহাস ও পরিবেশ
Subject: History and Environment

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন : পূর্ণমান ৪০
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : পূর্ণমান – ১০
মূল্যায়নের মাস : এপ্রিল

পাঠ্যসূচী / Syllabus :
অধ্যায়- ১ : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
অধ্যায়- ২ : বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় – ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান– ৪০

১। অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও :
১x ১০ = ১০

(ক) কত খ্রিষ্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল ?

(খ) টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ?

(গ) ‘আমিই রাষ্ট্র’- একথা কে বলেছেন ?

(ঘ) কোর্ড নেপোলিয়নের কত গুলি ধারা ছিল ?

(ঙ) ‘Social Contract’ গ্রন্থটি কার লেখা ?

(চ) ফ্রান্সকে অর্থনীতির যাদুঘর কে বলেছেন ?

(ছ) ‘টাইদ ‘ কী ?

(জ) বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল ?

(ঝ) লেতর-দি ক্যাশে কী ?

(ঞ) নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমন করেন ?

২। সংক্ষেপে উত্তর দাও : ২×৫=১০

(ক) কোর্ড নেপোলিয়ন বলতে কী বোঝ ?

(খ) তৃতীয় সম্প্রদায় কাদের বলা হত ?

(গ) মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝায় ?

(ঘ) টেনিশ কোটের শপথ কী ?

(ঙ) পোড়া মাটি নীতি বলতে কী বোঝায় ?

(চ) করভি কী ?

(ছ) রাইন কনফেডারেশন কী

৩। যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও : ৪×৩=১২

(ক) ফরাসী বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল ?

(খ) ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষনা বলতে কী বোঝ ?

(গ) ফরাসী বিপ্লবের প্রাক্ কালে ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখো ?

(ঘ) ফরাসী বিপ্লবে নারীদের ভূমিকা লেখো ?

(ঙ) জ্যাকোবিন ক্লাব ও শাসন সম্পর্কে লেখো ?

৪। যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

(ক) ফরাসী বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো।

(খ) নেপোলিয়ন কী ভাবে ক্ষমতা দখল করেন ?

This Post Has One Comment

Leave a Reply