WBBSE Class 6 Geography First Unit Test Set-3 | ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 GEOGRAPHY (WBBSE)
MODEL QUESTION PAPER

Set-3

পাঠ্যসূচী/সিলেবাস—
১. আকাশ ভরা সূর্য তারা (১)
২. পৃথিবী কি গোল (১৫)
৩. তুমি কোথায় আছো (১৯)
৪. পৃথিবীর আবর্তন (২৪)
১০.ভারতের সাধারণ পরিচয় (৬৫)
১০. ভারতের ভূপ্রকৃতি ও নদনদী (৬৯)

বাহাদুরপুর হাইস্কুল ২০২৩
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি বিষয় ভূগোল
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ১৫

(বি.দ্র : প্রশ্নপত্রটি ১ ও ২ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে)

১. এক কথা উত্তর দাও : (যে কোনো ৫টি) ১x৫ = ৫

(ক) সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে ?

উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেণ্ড।

(খ) পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়ো ?

উত্তরঃ ১৩ লক্ষ গুণ বড়ো।

(গ) ISRO এর পুরো নাম কি ?

উত্তরঃ Indian Space Research Organisation. (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন)।

(ঘ) পৃথিবীর নিরক্ষীয় ব্যস কত ?

উত্তরঃ ১২৭৫৬ কিমি।

(ঙ) পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে থাকে ?

উত্তরঃ 66½°

(চ) মূলমধ্য রেখার মান কত ?

উত্তরঃ 0°

২. শূন্যস্থান পূরণ করো (৫টি) ১×৫=৫

(ক) নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো ________।

উত্তরঃ কক্ষতল।

(খ) যে পূর্ণবৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো ________।

উত্তরঃ নিরক্ষরেখা।

(গ) পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো _________।

উত্তরঃ মারিয়ানা খাত।

(ঘ) পৃথিবীর পরিধি প্রায় _______ কিমি।

উত্তরঃ ৪০০০০ কিমি।

(ঙ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম _________।

উত্তরঃ বুধ।

(চ) সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় ________ কোটি ডিগ্রী।

উত্তরঃ ১.৫ কোটি ডিগ্রি।

৩. ডান-বাম মিল করো। ১x৫ = ৫

বাম ডান
(১) পৃথিবী (ক) সেরেস
(২) উষ্ণতম গ্রহ (খ) নেপচুন
(৩) ট্রাইটন (গ) 23½° উত্তর
(৪) বৃহত্তম গ্রহাণু (ঘ) শুক্র
(৫) কর্কট ক্রান্তি রেখা (ঙ) নীলগ্রহ

উত্তরঃ
(১) পৃথিবী (ঙ) নীলগ্রহ
(২) উষ্ণতম গ্রহ (ঘ) শুক্র
(৩) ট্রাইটন (খ) নেপচুন
(৪) বৃহত্তম গ্রহাণু (ক) সেরেস
(৫) কর্কট ক্রান্তি (গ) 23½° উত্তর

This Post Has One Comment

Leave a Reply