FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 GEOGRAPHY (WBBSE)
MODEL QUESTION PAPER
Set-3
পাঠ্যসূচী/সিলেবাস—
১. আকাশ ভরা সূর্য তারা (১)
২. পৃথিবী কি গোল (১৫)
৩. তুমি কোথায় আছো (১৯)
৪. পৃথিবীর আবর্তন (২৪)
১০.ভারতের সাধারণ পরিচয় (৬৫)
১০. ভারতের ভূপ্রকৃতি ও নদনদী (৬৯)
বাহাদুরপুর হাইস্কুল ২০২৩
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি বিষয় ভূগোল
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ১৫
(বি.দ্র : প্রশ্নপত্রটি ১ ও ২ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে)
১. এক কথা উত্তর দাও : (যে কোনো ৫টি) ১x৫ = ৫
(ক) সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে ?
উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেণ্ড।
(খ) পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়ো ?
উত্তরঃ ১৩ লক্ষ গুণ বড়ো।
(গ) ISRO এর পুরো নাম কি ?
উত্তরঃ Indian Space Research Organisation. (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন)।
(ঘ) পৃথিবীর নিরক্ষীয় ব্যস কত ?
উত্তরঃ ১২৭৫৬ কিমি।
(ঙ) পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে থাকে ?
উত্তরঃ 66½°
(চ) মূলমধ্য রেখার মান কত ?
উত্তরঃ 0°
২. শূন্যস্থান পূরণ করো (৫টি) ১×৫=৫
(ক) নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো ________।
উত্তরঃ কক্ষতল।
(খ) যে পূর্ণবৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তা হলো ________।
উত্তরঃ নিরক্ষরেখা।
(গ) পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো _________।
উত্তরঃ মারিয়ানা খাত।
(ঘ) পৃথিবীর পরিধি প্রায় _______ কিমি।
উত্তরঃ ৪০০০০ কিমি।
(ঙ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম _________।
উত্তরঃ বুধ।
(চ) সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায় ________ কোটি ডিগ্রী।
উত্তরঃ ১.৫ কোটি ডিগ্রি।
৩. ডান-বাম মিল করো। ১x৫ = ৫
বাম | ডান |
(১) পৃথিবী | (ক) সেরেস |
(২) উষ্ণতম গ্রহ | (খ) নেপচুন |
(৩) ট্রাইটন | (গ) 23½° উত্তর |
(৪) বৃহত্তম গ্রহাণু | (ঘ) শুক্র |
(৫) কর্কট ক্রান্তি রেখা | (ঙ) নীলগ্রহ |
উত্তরঃ
(১) পৃথিবী (ঙ) নীলগ্রহ
(২) উষ্ণতম গ্রহ (ঘ) শুক্র
(৩) ট্রাইটন (খ) নেপচুন
(৪) বৃহত্তম গ্রহাণু (ক) সেরেস
(৫) কর্কট ক্রান্তি (গ) 23½° উত্তর
Pingback: WBBSE Class 6 Unit Test | All Subject Question Papers- Prosnodekho -