FIRST SUMMATIVE EVALUATION
GEOGRAPHY QUESTION PAPER
CLASS 7 WBBSE
(প্রিয় ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বেশিরভাগ বইতে প্রতিটি পর্বের পাঠ্যসূচি ও কিছু কিছু বইতে প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন দেওয়া আছে, প্রশ্নপত্র তৈরীর ক্ষেত্রে প্রায় সমস্ত বিদ্যালয় পাঠ্যসূচি ও প্রশ্নের কাঠামো অনুসরণ করে থাকে, তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। কোন কারণে পাঠ্যসূচী সময়মতো শেষ না হলে বিদ্যালয় নিজেদের মতো করে প্রশ্ন করে থাকে। সেক্ষেত্রে প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয় না। তাই এই সাইটে প্রদত্ত কোন কোন প্রশ্নপত্র প্রশ্নের কাঠামোর সঙ্গে মিল নেই।)
Set-2
পাঠ্যসূচী / Syllabus
১. প্রথম অধ্যায় : পৃথিবীর গতি (১)
২. দ্বিতীয় অধ্যায় : ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় (১৯)
৩. তৃতীয় অধ্যায় : বায়ুর চাপ (২৯)
৪. নবম অধ্যায় : এশিয়া মহাদেশে (৮৩)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022
সপ্তম শ্রেণি বিষয় : ভূগােল
সময় : ৩০ মিনিট পূর্ণমান : ১৫
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×3=3
(i) সৌরবছর ধরা হয় – (a) 364 দিনে, (b) 365 দিনে, (c) 366 দিনে।
উত্তরঃ (b) 366 দিনে।
(ii) 21 জুন তারিখটিকে বলে– (a) মহাবিষুব, (b) জলবিষুব, (c) কর্কটসংক্রান্তি।
উত্তরঃ (c) কর্কটসংক্রান্তি।
(iii) পামির মালভূমি বা গ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণি হল– (a) এলবুর্জ, (b) পন্টিক, (c) হিমালয়।
উত্তরঃ (c) হিমালয়।
2. শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো তিনটি) 1×3 = 3
(i) অক্ষরেখাগুলির মধ্যে বৃহত্তম হল __________ ।
উত্তরঃ নিরক্ষরেখা।
(ii) বড়দিন পালন করা হয়
___________ ।
উত্তরঃ ২৫ শে ডিসেম্বর।
(iii) এশিয়ার পন্টিক ও টরাস্ পর্বতের মাঝে রয়েছে __________ মালভূমি।
উত্তরঃ আনাতোলিয়া।
(iv) বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল _____________।
উত্তরঃ সৌদি আরবের ঘাওয়ার।
3. একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : 1×4 = 4
(i) ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে কী বলা হয় ?
উত্তরঃ দক্ষিণায়ন।
(ii) ‘GPS’ এর পুরো কথা কী ?
উত্তরঃ GPS কথাটির অর্থ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System)।
(iii) মূলমধ্যরেখা বলতে কী বোঝো ?
উত্তরঃ পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর-দক্ষিণে কল্পিত 0° রেখাকে মূলমধ্যরেখা বলে।
(iv) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তরঃ সাত-এল আরব।
(v) এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তরঃ কাস্পিয়ান সাগর।
(vi) টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তরঃ জাপানে।
4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখ: 5×1=5
(i) চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান নির্ণয় করো।
পৃথিবীর অপসূর অবস্থানঃ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিমি। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ এবং ওই কক্ষপথের নাভিতে সূর্যের অবস্থানের জন্য এই দূরত্ব সারাবছর একই রকম থাকে না। ৪ঠা জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে বেশি, প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। ৪ঠা জুলাই তারিখে কক্ষপথে পৃথিবীর সূর্য থেকে এই দূরতম অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অপসূর অবস্থানের জন্য জুন-জুলাই মাাসে বা গ্রীষ্মকালে পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যকে সামান্য ছোট দেখায় এবং পৃথিবীর পরিক্রমনের বেগও সামান্য কমে যায়।
পৃথিবীর অনুসূর অবস্থানঃ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিমি।কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ এবং ওই কক্ষপথের নাভিতে সূর্যের অবস্থানের জন্য এই দূরত্ব সারাবছর একই রকম থাকে না।3রা জানুয়ারি তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম, প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।3রা জানুয়ারি তারিখে কক্ষপথে পৃথিবীর সূর্য থেকে এই নিকটতম অবস্থানকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। অনুসূর অবস্থানের জন্য ডিসেম্বর জানুয়ারি মাাসে বা শীতকালে পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যকে সামান্য বড় দেখায় এবং পৃথিবীর পরিক্রমনের বেগও সামান্য বেড়ে যায়।
(ii) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পাঁচটি প্রধান পার্থক্য লেখো।
উত্তরঃ ১.অক্ষরেখা পরস্পর সমান্তরাল, রেখা পরস্পর সমান্তরাল নয়।
২. অক্ষরেখা গুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা গুলো অর্ধবৃত্ত ।
৩. অক্ষরেখা গুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়। অন্যদিকে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান।
৪. অক্ষরেখা গুলির দৈর্ঘ্য সমান নয়। দ্রাঘিমারেখা গুলির দৈর্ঘ্য সমান।
৫. অক্ষরেখা গুলি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত কিন্তু দ্রাঘিমা রেখা গুলি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত।
৬. অক্ষরেখার ওপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে। অন্যদিকে দ্রাঘিমা রেখার সাহায্যে কোন স্থানের সময় ও তারিখ নির্নয় করা হয়।
Pingback: WBBSE Class 7 Unit Test | All Subject Question Papers- Prosnodekho -