HISTORY (XI)
(New Syllabus)
2019
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
GROUP – ‘A’
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) : 1×24=24
(i) কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয় ?
(a) প্রাচীন প্রস্তর যুগে (b) মধ্য প্রস্তর যুগে
(c) নব্য প্রস্তর যুগে (b) তাম্র প্রস্তর যুগে।
উত্তরঃ (c) নব্য প্রস্তর যুগে।
(ii) ‘ইন্ডিকার’ রচয়িতা ছিলেন—
(a) মেগাস্থিনিস (b) কৌটিল্য
(c) চন্দ্রগুপ্ত মৌর্য (d) সেলুকাস ।
উত্তরঃ (a) মেগাস্থিনিস।
(iii) ‘ফতোয়া-ই-জাহান্দারি’ গ্রন্থের বিষয়বস্তু হল—
(a) অর্থনীতি (b) বিজ্ঞান (c) সমাজতত্ত্ব
(d) রাষ্ট্রনীতি ।
উত্তরঃ d) রাষ্ট্রনীতি ।
(iv) বারুদের আবিষ্কার হয়েছিল—
(a) চীনে (b) আরবে (c) ভারতে
(d) জার্মানিতে
উত্তরঃ (a) চীনে
(v) সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন—
(I) সন্ধ্যাকর নন্দী
(II) জিয়াউদ্দিন বরনি
(III) আমীর খুসরো
(IV) আফিফ।
বিকল্পসমূহ :
(a) (I), (III), (IV) সঠিক, (II) ভুল
(b) (I), (II), (III) সঠিক, (IV) ভুল
(c) (I), (II), (IV) সঠিক, (III) ভুল
(d) (II), (III), (IV) সঠিক, (I) ভুল
উত্তরঃ (b) (I), (II), (III) সঠিক, (IV) ভুল
vi) ‘গিলগামেস’ হল ___________ মহাকাব্য।
(a) ভারতের (b) মেসোপটেমিয়ার
(c) মিশরের (d) গ্রীসের।
উত্তরঃ (b) মেসোপটেমিয়ার।
(vii) পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হতো—
(a) ভার্নি (b) গ্ল্যাডিয়েটর (c) প্যাট্রিসিয়ান
(d) ম্যানুমিসিও।
উত্তরঃ (d) ম্যানুমিসিও।
(viii) রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন
(a) উইলিয়াম হার্ভে (b) লিউয়েনহোয়ে
(c) ভেসালিউস (d) আমরোজ পারে।
উত্তরঃ (a) উইলিয়াম হার্ভে
(ix) নীচের কোন্ সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?
(a) সিন্ধু সভ্যতার মানুষ
(b) সুমেরীয় সভ্যতার মানুষ
(c) মিশরীয় সভ্যতার মানুষ
(d) মেসোপটেমিয়ার মানুষ।
উত্তরঃ (b) সুমেরীয় সভ্যতার মানুষ
(x) এথেন্সের শাসন কাঠামো ছিল—
(a) রাজতান্ত্রিক (b) প্রজাতান্ত্রিক
(c) অভিজাততান্ত্রিক (d) গণতান্ত্রিক
উত্তরঃ (d) গণতান্ত্রিক।
(xi) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল—
(a) বৃজি (b) কম্বোজ (c) অস্মক
(d) শুরসেন
উত্তরঃ (c) অস্মক।
(xii)পাটলিপুত্র রাজধানী ছিল—
(a) অবন্তীর (b) কোশলের (c) বৃদ্ধির
(d) মগধের
উত্তরঃ (d) মগধের।
(xiii) সিসেরো ছিলেন—
(a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
(b) অ্যারিস্টটলের একজন ছাত্র
(c) একজন গ্রীক রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
(d) একজন বোমান বিচারক
উত্তরঃ (a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ।
(xiv) টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy’ ঘোষণা করেন—
(a)1530 খ্রিষ্টাব্দে (b) 1534 খ্রিষ্টাব্দে
(c) 1536 খ্রিষ্টাব্দে (d) 1539 খ্রিষ্টাব্দে।
উত্তরঃ (b) 1534 খ্রিষ্টাব্দে
(xv) নিম্নলিখিত কোন্ প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায় ?
(a) হরপ্পা (b) ব্যাবিলন (c) সুমের (d) মিশর
উত্তরঃ (c) সুমের।
(xvi) প্রথম দাস বিদ্রোহ হয়—
(a) সিসিলিতে (b) ইতালিতে (c) ফ্লোরেন্সে
(d) মিশরে।
উত্তরঃ (a) সিসিলিতে।
(xvii) অর্থশাস্ত্রে কতপ্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ?
(a) 4 প্রকার (b) 5 প্রকার (c) 10 প্রকার
(d) ৪ প্রকার।
উত্তরঃ (d) ৪ প্রকার।
(xviii) সামন্ততান্ত্রিক ইওরোপে কৃষকদের দেয় ‘টাইথ’ করটি ছিল—
(a) ভূমিকর (b) ধর্মকর (c) বেগার শ্রম
(d) পরোক্ষ কর ।
উত্তরঃ (b) ধর্মকর।
(xix ) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলে অভিমত দিয়েছিলেন—
(a) মেগাস্থিনিস (b) কৌটিল (c) ফা-হিয়েন
(d) হিউঙে ।
উত্তরঃ (a) মেগাস্থিনিস।
(xx) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?
(a) খ্রিষ্টপূর্ব প্রথম শতকে
(b) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে
(c) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে
(d) খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে ।
উত্তরঃ (b) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে।
(xxi ) সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন—
(a) আঘাতে (b) রাজস্থানে (c) বাংলায়
(d) ফতেপুর সিক্রিতে।
উত্তরঃ (d) ফতেপুর সিক্রিতে।
(xxii) ‘ঝড়ের অন্তরীপ’ (Cape of Storms) নামকরণ করেন—
(a) রাজকুমার হেনরি (b) বার্থলোমিউ দিয়াজ
(c) রাজা দ্বিতীয় জন (d) ম্যাগেলান।
উত্তরঃ (b) বার্থলোমিউ দিয়াজ।
(xxiii) দিল্লীর কোন্ সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন আইবক
(b) ইলতুৎমিস
(c) গিয়াসুদ্দিন বলবন
(d) আলাউদ্দিন খলজি
উত্তরঃ (a) কুতুবউদ্দিন আইবক।
(xxiv) ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন—
(a) সপ্তম হেনরি (b) অষ্টম হেনরি
(c) মেরি (d) প্রথম এলিজাবেথ
উত্তরঃ (b) অষ্টম হেনরি।
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিি গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×16=16
(i) ইতিহাস-পুরাণ কী ?
উত্তরঃ প্রাচীন ভারতীয়, গ্রিকসহ বিভিন্ন প্রাচীন সভ্যতায় বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর উল্লেখ আছে। এগুলি থেকে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঐতিহাসিক উপাদান-সমৃদ্ধ এইসব পুরানকে ইতিহাস-পুরাণ’ বা ‘পুরাণেতিহাস’ বলে উল্লেখ করা হয়।
(ii) হায়ারোগ্লিফিক লিপি কী ?
উত্তরঃ প্রাচীন মিশরীয় লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলা হয়।
অথবা,
নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ ?
উত্তরঃ সম্প্রতি আধুনিক সময়ে ইতিহাসে সমাজের নিম্নস্তরের মানুষদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের চোখ দিয়ে ঘটনার বিচার-বিশ্লেষণের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করা হচ্ছে। এই নতুন ইতিহাস চর্চাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলটার্ন স্টাডিজ বলা হয়।
(iii) ‘মেটিক’ কাদের বলা হয় ?
উত্তরঃ প্রাচীন গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ নগর-রাষ্ট্র এথেন্সে বসবাসকারী বিদেশিরা ‘মেটিক’ নামে পরিচিত ছিল।
(iv) ‘নগর রাষ্ট্র’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ গ্রিক শব্দ polis অর্থাৎ স্ব-শাসিত রাষ্ট্রের বাংলা অনূদিত রুপ হল নগর রাষ্ট্র। সাধারণভাবে নগর এবং নগর কে ঘিরে গ্রাম অঞ্চল নিয়ে গঠিত এক একটি রাষ্ট্রীয় একক গ্রিসের ইতিহাসের ধ্রুপদী যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে এই রাষ্ট্রগুলি পরিণত রূপ লাভ করে। এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে পলিস বা নগর রাষ্ট্র বলা হয়।
অথবা,
জনপদ কী ?
উত্তরঃ মানুষ যেখানে বসবাস করে সাধারণভাবে সেই স্থানকে জনপদ বলে।
(v) ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন ?
উত্তরঃ ভারতের সাতবাহন রাজারা কার্যাপণ ও সুবর্ণ নামে দুটি ধাতব মুদ্রা ব্যবহার করতেন। কার্যাপণ রুপো ও তামা দিয়ে এবং সুবর্ণ সোনা দিয়ে তৈরি হত।
(vi) অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল ?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিক খেলা প্রথম শুরু হয়েছিল।
(vii) ‘ইক্তা’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ “ইক্তা’ একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ ‘এলাকা’, বা ‘ অংশ’বা ভাগ’।
অথবা,
চীনে কেন ম্যাণ্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে ?
উত্তরঃ প্রাচীন চিনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা আমলারা অনেক সময় সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত। তাই এই আমলাতন্ত্রের পরিবর্তে চিনা সম্রাট ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটান।
(viii) ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ কী ?
উত্তরঃ কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত রাজনৈতিক চিন্তাধারার মধ্যে অন্যতম মতবাদ হল সপ্তাঙ্গ মতবাদ বা সপ্তাঙ্গ তত্ত্ব।সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের এই ৭টি অঙ্গ বা উপাদান হল- স্বামী, অমাত্য, জনপদ, দূর্গ, কোশ, দণ্ড এবং মিত্র।
(ix) প্রাচীন ভারতে ‘অগ্রহার’ প্রথা বলতে কী বোঝায় ?
উত্তরঃ গুপ্তযুগে শাসকরা পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ ও পুরোহিতদের এবং মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত।
অথবা,
গিল্ড কী ছিল ?
উত্তরঃ মধ্যযুগের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণি নিজেদের স্বার্থে আলাদা আলাদা সংগঠন গড়ে তুলত। এই সংগঠনগুলির নাম ছিল গিল্ড | সাধারণত বিভিন্ন বণিক ও কারিগররা একই বাণিজ্য বা শিল্পে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এক-একটি গিল্ড গড়ে তুলত।
(x) ‘ট্রুবাদুর’ কাদের বলা হয় ?
উত্তরঃ মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনি ইউরোপে একদল চারণকবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে জমিদার ও কৃষকের বাসস্থানে গিয়ে গেয়ে শোনাতেন। এই চারণকবিদের দক্ষিণ ফ্রান্সে ‘ট্রুবাদুর’ বলা হত।
(xi) `স্ত্ৰীধন’ বলতে কী বোঝ ?
উত্তরঃ স্ত্রীধন শব্দের অর্থ বিবাহিত মহিলারা সম্পদ ও সম্পত্তি।
(xii) অ্যালকেমি বলতে কী বোঝ ?
উত্তরঃ প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরোপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা ‘অপরসায়নবিদ্যা’ বা ‘অ্যালকেমি’ নামে পরিচিত।
অথবা,
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় ?
উত্তরঃ পোল্যান্ডের নিকোলাস কোপারনিকাসকে জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়।
(xiii) ‘পার্চমেন্ট’ কী ?
উত্তরঃ পার্চমেন্ট হল পাতলা এক ধরনের পশুর চামড়া, যা কাগজ আবিষ্কারের পূর্বে বই ছাপার কাজে ব্যবহার করা হত।
অথবা,
বারুদ কোন্ দেশে আবিষ্কৃত হয়েছিল ?
উত্তরঃ চীনের টাঙ সাম্রাজ্যের বিজ্ঞানীরা নবম শতাব্দীতে বারুদ আবিষ্কার করেছিল।
(xiv) নাবিক হেনরি কে ছিলেন ?
উত্তরঃ ‘নাবিক হেনরি’ ছিলেন পাের্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তার আসল নাম ছিল ইনফ্যান্টি হেনরি। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে অভিযান চালান।
অথবা,
ম্যাগেলান কেন বিখ্যাত ?
উত্তরঃ পাের্তুগালের একজন বিখ্যাত নাবিক ছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান। তিনিই সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। এ ছাড়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জের আবিষ্কর্তা হিসেবেও তিনি বিখ্যাত হয়ে আছেন।
(xv) আতস কাঁচ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আতস কাঁচ আবিষ্কার করেন রজার বেকন।
অথবা,
অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন।
(xvi) কে, কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ?
উত্তরঃ পর্তুগিজ নাবিক ভাস্কোদাগামা ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।
GROUP – C
3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
(a) নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী ? 4+4
অথবা,
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয় ? 4+4
(b) ‘ইক্তা’ ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 8
অথবা,
পারস্যের ‘ক্ষত্রপ’ ও চীনের ‘ম্যান্ডারিন’-এর বিবরণ দাও। 4+4
(c) সাম্রাজ্যের সংজ্ঞা লেখো। মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো । 3+5
অথবা,
কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো। 8
(d) সামন্ততন্ত্র বলতে কী বোঝ ? ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। 4+4
অথবা,
ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের তিনটি কারণ ব্যাখ্যা করো। 5+3
(e) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখ। 8
CLASS 11 HISTORY QUES PAPER | ||||
---|---|---|---|---|
2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
2019 | 2020 | NoEx | 2022 | 2023 |
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২২ - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2014 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৪ -