WBBSE Class 10 History 2nd Unit Test Question Paper Set-3 | দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2NDSUMMATIVE EVALUATION
CLASS 10 HISTORY (WBBSE)
MODEL QUESTION PAPER

Set-3

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন :
পূর্ণমান – ১০
মূল্যায়নের মাস : আগস্ট

অধ্যায় – ৪ : সংঘবদ্ধতার গোড়ার কথা।
অধ্যায় – ৫ : বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
অধ্যায় – ৬ : বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি       বিষয় : ইতিহাস
সময় : ১.২০ মিনিট   পূর্ণমান : ৪০

১. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি লেখ : (১x৫=৫)

১.১‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ কবে গড়ে ওঠে?
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪৬ খ্রিস্টাব্দে

১.২ ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ পাস হয়—
(ক) ১৮৭৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে

১.৩ ‘AITUC’ এর প্রথম সভাপতি ছিলেন—
(ক) বালগঙ্গাধর তিলক
(খ) লালা হরদয়াল
(গ) লালা লাজপত রায়
(ঘ) কেউই নয়।

১.৪ ‘গীতারহস্য’ গ্রন্থটির রচয়িতা—
(ক) বিপিনচন্দ্র পাল (খ) বালগঙ্গাধর তিলক
(গ) জওহরলাল নেহেরু (ঘ) অরবিন্দ ঘোষ।

১.৫ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেন—
(ক) উজ্জ্বলা মজুমদার
(খ) সরলাদেবী চৌধুরাণী
(গ) সুচেতা কৃশালনী
(ঘ) লীলা নাগ (রায়)

২। একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (১x৫=৫)

(ক) মহারানী ভিক্টোরিয়া কবে এবং কোন আইন দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন ?

(খ) জাইলোগ্রাফি কী ?

(গ) পুনাচুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

(ঘ) অ্যান্টি-সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

(ঙ) কোন মামলার রায়ে বিপ্লবী ভগৎসিং এর ফাঁসি হয়েছিল ?

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (২x৫=১০)

(ক) হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?

(খ) জমিদার সভা কবে, কোথায় প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম ছিলেন ?

(গ) ঊনবিংশ শতকে বিজ্ঞানচর্চার প্রসারে প্রেসিডেন্সি কলেজের ভূমিকা লেখ।

(ঘ) চৌরিচৌরার ঘটনাটি কী ?

(ঙ) কোন দিনটি রশিদ আলি দিবস নামে খ্যাত ? বীনা দাসের আত্মজীবনীমূলক দুটি গ্রন্থের নাম লেখ।

৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাও :(৪x৩=১২)

(ক) টীকা লেখ : মহারাণীর ঘোষণাপত্র ।

(খ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য আলোচনা কর।

(গ) বিনয়-বাদল-দীনেশ স্মরণীয় কেন?

৫। নিচের প্রশ্নটির উত্তর পনেরো ষোলটি বাক্যে লেখ : (৮x১=৮)

(ক) বিংশ শতকে ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো।

Leave a Reply